![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
একবার নামালে পরে ব্যারাকে ফেরত পাঠানো খুবই কষ্ট। অতীত ইতিহাস সুবিধাজনক নয়।
সেনাবাহিনী দলমত নির্বিশেষে সবাইকে সমান আপ্যায়ন করে। বি, এন,পি ক্লিন হার্ট অপারেশনে তা বুঝতে পেরেছিল।
সাইদী কে সূর্যে না দেখা পর্যন্ত জামাতে বি এন পি যাতে আন্দোলন চালিয়ে যেতে পারে সে জন্য সেনা মোতায়েন করা হচ্ছেনা।
দেশে নিউজ চ্যানেলের টি আর পি বাড়ানোর জন্য আন্দোলনকে চালিয়ে যেতে হবে। যত আন্দোলন তত নিউজ।
সেনা বাহিনী নামানোকে সরকার ব্যর্থতা বলে মনে করছে। তাছাড়া মইন ইউ আহমেদের ভূত এখনও তাদের তাড়া করছে।
আজ দেশ অরক্ষিত আজ সময় অরক্ষিত। প্রতিটা মানুষ চরম অনিশ্চয়তায় ভুগছে। কাল কি হবে আজ তা কেউ জানেনা। দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীই জনগণের শেষ ভরসা। সেনা বাহিনী জনগণের এই আস্থার প্রতিদান দেবে সবাই এটাই আশা করছে।
২| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৬
মাহবু১৫৪ বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেলে সেনাবাহিনী ছাড়া গতি নাই। এখন যদি নাও নামাতে চায় পরে ঠিকই নামাতে হবে
৩| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৯
রায়হান হোসেন রানা বলেছেন: কোন কিছুই হবে না , ৫০০ কোটির বাজেট শেষ হওয়ার পথে ।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
ব্লগার রানা বলেছেন: সাইদী কে সূর্যে না দেখা পর্যন্ত জামাতে বি এন পি যাতে আন্দোলন চালিয়ে যেতে পারে সে জন্য সেনা মোতায়েন করা হচ্ছেনা
ওওওওরে
৫| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২২
জেনারেশন সুপারস্টার বলেছেন: চে খামুনিজম চে খামুনিজম গন্ধ পাচ্ছি
৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১০
স্টেনটোরিয়ান বলেছেন: সেনা নামলে সেটা সরকারের জন্য সুবিধাজনক হবেনা।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
ভিটামিন সি বলেছেন: সেনা নামালে জনগন শান্তিতে থাকে আর সরকার, নেতা, পেতারা ঘুম হারাম করে জেগে রাত কাটায়। তাদের উপরি ইনকামও বন্ধ হয়ে যায়। তাই তারা সেটি করবেন না।
৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
ভাল মন্দ বলেছেন: ভিটামিন সি বলেছেন: সেনা নামালে জনগন শান্তিতে থাকে আর সরকার, নেতা, পেতারা ঘুম হারাম করে জেগে রাত কাটায়। তাদের উপরি ইনকামও বন্ধ হয়ে যায়। তাই তারা সেটি করবেন না।
সহমত
৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
হাবিব০৪২০০২ বলেছেন: সাধারন মানুষের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল কিন্তু উনারা ভুলেই গেছেন জীবিত মানুষের জীবনের মূল্য মৃত মানুষের তুলনায় অনেক বেশি সে যতই সম্মানিত হোক
১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
মিতক্ষরা বলেছেন: সেনা নামালে জনগন শান্তিতে থাকে আর সরকার, নেতা, পেতারা ঘুম হারাম করে জেগে রাত কাটায়। তাদের উপরি ইনকামও বন্ধ হয়ে যায়। তাই তারা সেটি করবেন না।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেনাবাহিনীকে মাঠে চাই। লাশ কমাতে হলে ত্রাস চাই, তা আর্মিই করতে পারে।