নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

সবশেষে তোমাকে নির্লজ্জ হতে হবে [ বি, এন, পি এর সদস্য পদ লাভ]

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

"তোমাকে গিরগিটির মত রঙ বদলাতে হবে। পারবে?"

"হ্যা, পারবো।"

"সত্য বলা যাবেনা, সব সময় মিথ্যা বলতে হবে।"

"এটা কোন সমস্যা নয়।"

"তোমাকে মূর্খ ও নির্বোধ হতে হবে।"

"কিন্তু আমি তো সেটা নই।"

"না হলেও, তোমাকে সে রকম ভাবেই কথা বলতে হবে।"

"ঠিক আছে, আর কি করতে হবে?"

"রাজাকারদের ভালবাসতে হবে।"

"এটা কিভাবে সম্ভব?"

"শুধু ভালবাসলেই হবেনা, ওরাই হবে তোমার বন্ধু।"

"ঠিক আছে, আর কি?"

"মুখে বলবে তুমি স্বাধীনতার পক্ষের শক্তি।"

'হ্যা, আর?"

"সবশেষে তোমাকে নির্লজ্জ হতে হবে।"

"ঠিক আছে মেনে নিলাম।"

তোমাকে বি এন পি এর সদস্য হিসেবে মনোনীত করা হল। আজ থেকে তুমি বাংলাদেশ নির্লজ্জ পার্টির একজন গর্বিত সদস্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-২

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেনু ভাই!!!

নিজের কথা কতি নজ্জা নাগে!!!!!!

যাহা যাহা শপথ করিলেন তাহাতো হাম্বালীগ বাস্তবে প্রমাণীত করিয়াছে!!

এক্ষনে তাহা অন্যের নামে চালাইলেও বুকা জনগন এত বুকা নহে যে ধর্ষক আর ধর্ষিতার চিক্কুর বুঝিবেনা ;)

উপরোক্ত শপথ সমূহ বাস্তবায়ন করতে পারায় আপনাকে হাম্বালীগের আজীবন সভাপতি নিয়োগ দেয়া হুল

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

কানা ফকীর বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:> উপরোক্ত শপথ সমূহ বাস্তবায়ন করতে পারায় আপনাকে হাম্বালীগের আজীবন সভাপতি নিয়োগ দেয়া হুল । ব্যাপুক বিনোদন =p~ =p~ =p~

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

শিবল৩৭ বলেছেন: তোমাকে অন্ধভাবে দলকে ভালবাসতে হবে, পারবে?
আমি তো অন্ধ না। দেখতে পাই সবকিছু।
তবু তোমাকে ভাবতে হবে, তুমি অন্ধ।
ওকে ভাবলাম। তারপর?
তুমি হবে তবে দলপ্রেমিক।
ওকে। হবো।
কিন্তু তুমি বলবে তুমি মুক্তিযোদ্ধা।
কিন্তু আমার জন্মতো মুক্তিযুদ্ধের অনেক পর।
চুপ। তুমি বড্ড বেশি মুখে মুখে কথা বল।
ওকে স্যার। আর বলব না।
তাহলে কী দাঁড়াল? তুমি একজন মুক্তিযোদ্ধা।
ওকে অামি একজন মুক্তিযোদ্ধা।কিন্তু অামি কেন মুক্তিযোদ্ধা হব? এতে লাভ?
হাহাহা। এইখানেই তো সবকিছু।
সবকিছু?
হ্যা। এতে করে তোমার মতের সাথে যদি কারো মত না মিলে তবে তুমি তাকে রাজাকার বলতে পারবে। ধর তোমার সাথে যার মত মিলল না, তার নাম মাসুদ। তুমি তক্ষুনি মিছিল শুরু করবে। ম তে মাসুদ। তুই রাজাকার। তুই রাজাকার।
কি লাভ তবে?
তোমার সাথে তবে বাধ্য হয়ে গলা মেলাবে সবাই।
বুঝলাম। আর কোন শর্ত?
মুক্তিযুদ্ধের ইতিহাস মুখস্থ আছে?
না স্যার। পড়েছি তবে মুখস্থ করিনি।
মুখস্থ না, মুখস্থ বললে ভুল হবে। ঠোঁটস্থ করে ফেল।কথায় কথায় মুক্তিযুদ্ধ টেনে আনতে হবে তোমাকে।
সবসময়?
হা সবসময়। ধর তোমার মোবাইল চুরি গেছে। তখন তুমি কি করবে?
কি করব স্যার?
তুমি তখন ভাষন দেবে এই বলে, দেশে আজ চোর ডাকাতে ভরে গেছে। একাত্তর সালের মতো অবস্থা। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে এক্ষুনি যুদ্ধ ঘোষনা করতে হবে।
ওকে স্যার সব বুঝে ফেলেছি।
দাড়াও। শেষ করতে দাও। তোমার ভাষনের এক পর্যায়ে চোরটিকে রাজাকার বলে গালি দিবে।
ওকে সার।
আরেকটা কথা।
আরো ? এতো শর্ত কেন স্যার?
চুপ! তোমার দ্বারা আওয়ামীলীগ করা হবে না। আস্ত একটা রাজাকার!

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

মাগুর বলেছেন: হা হা হা! পোস্ট আর পোস্টের কমেন্ট দুইটাতেই প্লাস

আপনারা এত সুন্দর করে আওয়ামীলীগ-বিএনপির স্বরূপ তুলে ধরেছেন দেখে অসংখ্য ধন্যবাদ। তবে এটা আওয়ামীলীগ বিএনপি বিরোধের সময় না। এভাবে রাজাকারদের বিরুদ্ধে কিছু লেখেন, কাজে দিবে।

আওয়ামীলীগ-বিএনপি কেউ ধোয়া তুলসি পাতা না, এটা মানুষ মাত্রই জানে [এখানে মানুষ বলতে জনগণকে বোঝানো হয়েছে] তাই রাজনৈতিক চশমা খুলে এবার দেশকে রাজাকার মুক্ত করার জন্য আপনাদের এই মেধা কাজে লাগান। মা যেমন আমাদের কে ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে পৃথিবীতে এনেছেন, এই দেশও তেমন আমাদেরকে জন্মের পর থেকে মায়ের মতো আগলে রেখেছে। দেশবিরোধী রাজাকার ও তার দলের কোন ঠাই এদেশে হবে না।

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

রাসেল ভাই বলেছেন: ছাগিয়লীগের সদস্য পদ লাভ করায় সুভিনন্দন । যান অন্য গুলোর সাথে যোগ দিয়া সুবিধা নিতে থাকেন ।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

কয়েস সামী বলেছেন: হাহাহা। সত্যিকারের মজার দুই সংজ্ঞা পাইলাম দুই দলের। লেখকদের অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.