![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। বাংলাদেশ যখন পুড়ছে তখন,
শেখ হাসিনা- আগামী নির্বাচনে জয়লাভ করার সপ্নে বিভোর। বেঁচে থাকো শাহবাগ।
খালেদা জিয়া- হয়েছি নির্লজ্জ, তাহলে ঘোমটা কেন আর। রাজাকার বাঁচাও আন্দোলন করছেন।
এরশাদ - প্রধান বিরোধী দলের নেতা হিসেবে সংসদে যাওয়ার সপ্নে বিভোর।
জামায়েতের আমীর- এই বসন্তে, কত সর্ষে ফুল ফোটে। চোখে সর্ষে ফুল দেখছে।
আমরা সাধারন জনতা, লিঙ্কন সাহেবের বিখ্যাত উক্তি, " জনগণের জন্য, জনগণের ধারা, " মুখস্ত করছি। আমরা যাই করিনা কেন, আমরা আমজনতাই থাকবো। আমরা ঘর থেকে বের হলে নিরাপত্তাহীনতায় ভুগবো, জলন্ত ট্রেনে পুড়ে মরবো। আমরা সংখ্যালঘু, তাই দেশদ্রোহীরা আমাদের ঘরে আমাদের পুড়িয়ে মারবে।
আমরা আমজনতা হয়েই থাকবো।
২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫
এস বাসার বলেছেন: চরম নিষ্ঠুর কিন্তু চরম বাস্তবতা.........
৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৫
জাওয়াদ তাহমিদ বলেছেন:
হায় বাঙ্গালি
৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬
তোমোদাচি বলেছেন: আমরা আম জনতা সারাজীবন ডলার মধ্যে থাকব
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৩
অগাস্টাস লিওনাইডাস বলেছেন: আপনিও দেখি আমার মত হতাশ। :-< :-< :-<