![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
৬৩ দিন অনশনে থাকার পর মৃত্যু বরণ করলেন যতীন দাস। ১৩ জুলাই ১৯২৯ এ শুরু হওয়া এই অনশনের সমাপ্তি ঘটে একটি মহৎ মৃত্যুর মাধ্যমে। যে দাবিতে তাঁর এই অনশন সেই দাবি পূরণ হয়নি। ব্রিটিশ সরকার একটা দাবি মেনে নেয়ার চেয়ে মৃত্যুকে মেনে নেয়া সহজ মনে করেছিল।
এখন ২০১৩, আবার একটি দাবিতে অনশন চলছে। আজ দাবি দেশদ্রোহীদের বিরুদ্ধে। আর একটি পরাধীন দেশের জায়গায় একটি স্বাধীন দেশ। ব্রিটিশ সরকারের জায়গায় আজ মুক্তিযুদ্ধের পক্ষের নামধারী একটি সরকার। কিন্তু আজও অবস্থার পরিবর্তন হয়নি।
বাংলার বীর সন্তানদের দাবী মেনে নেয়নি এই সরকার।
প্রতিবার যখন খবর দেখছি , আরও একজন অসুস্থ হয়ে পড়ছেন ,তখন খারাপ লাগার পরিমাণটা প্রতিবারই বাড়ছে।
কিন্তু যদি একজন অনশনকারীর মৃত্যু হয় তাহলে পরিস্থিতি কি হবে?
এই আন্দোলন তখন আর দেশদ্রোহীদের বিরুদ্ধে নয়, আন্দোলন হবে সরকারের বিরুদ্ধেও।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি দাবি মেনে নিন, নাহলে আপনিও অনশনে যোগ দিন।
আপনি কি একশ ঘণ্টা অনশন করতে পারবেন?
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
ইমতিয়াজ ইমন বলেছেন: জয় বাংলা
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
মুশাসি বলেছেন: প্রধানমন্ত্রী বুঝতে পারছে না এটা ১৯২৯ নয়,২০১২। এবার শুধু একজনের কিছু হলে সরকারের পতন ঘটতে সময় লাগবে না। চোখ থেকে হাত না সরালে নিজের গদিটাও টিকবে না। তাই অনতিবিলম্বে সাড়া দিন প্রাইম মিনিস্টার।।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০
ইমতিয়াজ ইমন বলেছেন: দ্রুত দাবী মেনে নেয়া হোক
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: দাবি জানান দেয়ার প্রতিকি বিজ্ঞাপন
অনশন
তা যেন না ঘটে কারো ভুলে
অহেতুক প্রান বিসর্জন ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২
ইমতিয়াজ ইমন বলেছেন: যদি একটি প্রাণও যায় সেটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে লজ্জাজনক ঘটনা
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
বাংলাদেশী দালাল বলেছেন:
প্রধানমন্ত্রী, আপনাদের কাছে ওরা এক একজন সাধারণ মানুষ হতে পারে ।
আমাদের কাছে ওরা এক একটা রুমি।
যার মুল্য পুর বাংলা।
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
ইমতিয়াজ ইমন বলেছেন: এখন ওরা আর সাধারন নয়,
আজ ওরা অসাধারন,
আজ ওরা বাংলাদেশ হয়ে গেছে।
জয় বাংলা
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
বাংলার হাসান বলেছেন: যদি একজন অনশনকারীর মৃত্যু হয় তাহলে পরিস্থিতি কি হবে?
এই আন্দোলন তখন আর দেশদ্রোহীদের বিরুদ্ধে নয়, আন্দোলন হবে সরকারের বিরুদ্ধেও।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
ইমতিয়াজ ইমন বলেছেন: সরকার শুধু সুবিধা নিচ্ছে। আসলেই তৃতীয় পক্ষ সব সময় লাভবান হয়
৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
নষ্ট ছেলে বলেছেন: "রুমী স্কোয়াড" নাম না দিয়ে যদি "বঙ্গবন্ধু স্কোয়াড" অথবা "শেখা রাসেল স্কোয়াড" অথবা "শেখা কামাল স্কোয়াড" এই ধরনের নাম দিত তাইলে ঠিকই শেখ হাসিনা সাড়া দিত।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
ইমতিয়াজ ইমন বলেছেন: ভালো বলেছেন
৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
দলছুট শুভ বলেছেন: কার কথা কে শুনবে বলেন।
চলেন নাস্তিক নিধনে। ৩ দিনের মধ্যেই নাস্তিক কট করবো যদি প্রমাণ রেডি থাকে ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
ইমতিয়াজ ইমন বলেছেন: নাস্তিক মারা সহজ কাজ। চলেন শুরু করে দেই।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: জয় রুমি
জয় বাংলা।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
ইমতিয়াজ ইমন বলেছেন: জয় বাংলা
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
বোকামন বলেছেন: জয় বাংলা ....