![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
-সোমনাথ মন্দির কে ভেঙ্গেছে?
স্কুল পরিদর্শকের এই জবাবে ক্লাশের নিরীহ ছেলেটি উত্তর দিল,
-স্যার, আমি ভাঙ্গি নি।
তারপর একে একে সবাই বললো যে তারা ভাঙ্গে নি।
স্কুলের শিক্ষকও বললেন যে,
-স্যার, আমার ছাত্র ছাত্রীর অতিশয় শান্ত শিষ্ঠ । তারা এইসব ভাংচুরে থাকতেই পারে না।
অবশেষে স্কুল পরিদর্শক শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ব্যবস্থার দূরাবস্থা নিয়ে চিঠি দিলেন,
'দেশের বর্তমাণ শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। কয়েকদিন পূর্বে এক স্কুল পরিদর্শণে গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করলাম যে সোমনাথ মন্দির কে ভেঙ্গেছে? উত্তরে তারা বলিল যে তারা ভাঙ্গে নাই। এমনকি তাদের শিক্ষকও বললেন যে তার ছাত্ররা এটা করেনি। শিক্ষা ব্যবস্থার মাণ উন্নয়ণে , আমি তাই আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।'
কিছুদিন পর শিক্ষা মন্ত্রণালয় থেকে জবাব আসলো,
"জনাব আপনার চিঠি পেলাম। ছাত্ররা যেহেতু বলেছে যে সোমনাথ মন্দির তারা ভাঙে নি এবং তাদের শিক্ষকও ব্যাপারটা নিশ্চিত করেছেধ, সুতরাং তারা এই কাজের সাথে জড়িত নয় এটা নিশ্চিত। আর আপনি ভবিষ্যতে সোমনাথ মন্দির, সোমনাথ মসজিদ কে ভেঙ্গেছে এ বিষয়ক কোন প্রশ্ন করবেন। এইসব প্রশ্ন সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেয়। তাই প্রশ্ন নির্বাচনে আপনি একটু মনযোগী হবেন আশা করি।'
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
ইমতিয়াজ ইমন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪২
আমিনুর রহমান বলেছেন:

আপনে ও ভবিষ্যতে এই ধরনের পোষ্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা কইরেন না