![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
গণজাগরণ মঞ্চের মুখপাত্র হওয়ার জন্য আগ্রহীগণ যোগাযোগ করুন। যা যা লাগবে,
১. একটি মুখ। মুখপাত্র শব্দটিতে কিন্তু প্রথমেই মুখ যুক্ত।
২. সরকারের চাটুকারিতা করার মত প্রতিভা।
৩. আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ প্রত্যঙ্গ সংগঠণের কর্মী হতে হবে।
৪. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রধাণমন্ত্রী দ্বারা সত্যায়িত।
৫. প্রতি মিনিটে পাঁচশো বার বঙ্গবন্ধু বলার দক্ষতা থাকতে হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে ‘অব্যাহতি’ দেওয়ার দাবি করেছে তাঁর বিরোধী একটি পক্ষ। ওই পক্ষটি নিজেদের ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ বলে দাবি করেছে। কামাল পাশা চৌধুরী নামের একজন। ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ’ এই নামে সংবাদ সম্মেলনটি করা হয়। কামাল পাশা চৌধুরী নিজেকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক
দাবি করেছেন। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক।
কামাল ভাইয়ার মত একজন সং ঘটক এই মূহুর্তে আসলেই প্রয়োজণ। কামাল ভাইয়ার মত বিএসটিআই অনুমোদিত একজন চাটুকারকেই এই মূহুর্তে দরকার। ব্যাটা ইমরান এইচ সরকার তো সরকারের পক্ষে একটা কথাও বলেনা। পারলে আরো সরকারকে বিপদে ফেলে। তাই কামাল ভাইয়ার মত একজন পা চাটা আসলে সরকারের সাথে মঞ্চের দূরত্ব কমবে। এগিয়ে যাক গণজাগরণ মঞ্চ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এসব কী হচ্ছে কিছু বুঝতে পারছি না....