![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
বিজেপি নেতা বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি চেয়েছেন। এ আর এমন কি বলুন? আপনারা তো সবই নিচ্ছেন , তিস্তার পানি , ফেলানীর প্রাণ, বাংলাদেশের ভিতর দিয়ে মালামাল , বিদ্যুত সব। বিনিময়ে যে দিচ্ছেন না তা নয়। ইয়াবা দিচ্ছেন, ফেনসিডিল দিচ্ছেন , আপনদের বিকৃত সংস্কৃতি দিচ্ছেন। আপনাদের সাথে বন্ধুত্বের তুলনাই হয়না। আমরা তো বলেই দিয়েছি 'চাহিবামাত্র দিতে বাধ্য থাকিব'। আপনাদের মত প্রতিবেশী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।
বিজেপির এই নেতা উম্মাদ কিনা জানিনা , তবে সেদিন বেশী দূরে নয় যেদিন আরো অনেক ভারতীয় নেতাই এই দাবী করবেন। আমাদের রাজনৈতিক নেতাদের নতজানু নীতি এ দেশকে অন্য একটি দেশের ভৃত্যে পরিণত করছে। একদিন ভারত আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে, আমাদের সকালের নাস্তা থেকে রাতের ঘুম সব। আর আমরাও জ্বী হুজুর বলে মেনে নিব।
ভারতে 'বাংলাদেশী খেদাও' আন্দোলন হয় , চিন্তা করে দেখুন তো ব্যাপারটা বাংলাদেশের জন্য কতটুকু অপমাণজনক। অবশ্য অপমাণবোধ শব্দটা আমাদের রাজনীতিবিদেরা ভুলে গেছেন। জনগণ অবশ্য এখনো অপমাণবোধ শব্দটার অস্তিত্ব মাঝেমাঝে অনুভব করে।
হুমায়ুন আহমেদের সেই অমর বাণীটা ভারতের উদ্দ্যেশ্যে,
"এই দিন, দিন নয় , আরো দিন আছে..."
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২
ইমতিয়াজ ইমন বলেছেন: মগদের দিন শেষ। 'মগের মুল্লুক' শব্দটা এখন 'ভারতের মুল্লুক' হয়ে গেছে।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
বাংলার ঈগল বলেছেন: হুমায়ুন আহমেদের অমর বাণী হয়তো অমরই থেকে যাবে......
.............দিন আর আসবে না :-& :-&
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১
নিরব বাংলাদেশী বলেছেন: বিরিয়ানি খাওয়ার সময় আমার একছটাক ও নাই
পঞ্চগড় থেকে ভুটান বডারে দেয়াল টানিতে চাই
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩
নিকষ বলেছেন: দিন আর নাই, শেষ।
৫| ২০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৭
আমিনুর রহমান বলেছেন:
দাদারা চাইলেতো পুরা দেশই দিয়া দিতে রাজি আছি এক তৃতীয়াংশ ভূমি চাইলো কেনো শুধু !!!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
কাজী মাসুক বলেছেন: মগের মুল্লুক