নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

শহীদ কাদের মোল্লার নামে হবে পদ্মা সেতুর নামাকরণ

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

পদ্মা সেতুর নাম শহীদ আব্দুল কাদের মোল্লার নামে নামাকরণ করা হবে। কিন্তু এই নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে, এই নিয়ে পরিকল্পণা মন্ত্রী আহম্মক মোস্তফা কামালকে প্রশ্ন করলে, তিনি গলা ফুলিয়ে বলেন,

“বিতর্কের মধ্যেই

আমাদের চলতে হবে। সব

বিতর্কে কান দিলে দেশের

উন্নয়ন হবে না। কাদের মোল্লা মুক্তিযুদ্ধের পর দেশে সফলভাবে তার কার্যক্রম পরিচালনা করছে- তাতে কোনো সমস্যা নেই; আর তার নামে নামাকরণ করা হলে বিতর্ক হবে- এটা আমি মেনে নিতে পারি না।”



তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন,

“কাদের মোল্লার নামে নামাকরণ করা হলে সমস্যা হবে কেন,”



উপরের লেখাটি ভবিষ্যতে এমন হবে এই ধারণা করে লেখা। বর্তমাণে কি হচ্ছে?

পদ্মা সেতু নির্মাণের জন্য ইসলামী ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকা চেয়েছেন প্রধাণমন্ত্রী। ইসলামী ব্যাংক টাকা দিতে সম্মত হয়েছে।



কিছুদিন আগে ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেয়া নিয়ে বিতর্ক হয়। আবার নতুন করে বিতর্ক হবে কিনা এটা জানতে চাইলে তিনি বলেন,

“বিতর্কের মধ্যেই

আমাদের চলতে হবে। সব বিতর্কে কান দিলে দেশের উন্নয়ন হবে না। ইসলামী ব্যাংক দেশে সফলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে- তাতে কোনো সমস্যা নেই; আর তাদের টাকা পদ্মা সেতুতে বিনিয়োগ হলে বিতর্ক

হবে- এটা আমি মেনে নিতে পারি না।”



তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে পাল্ট প্রশ্ন ছুড়ে দেন,

“ইসলামী ব্যাংকের টাকা নিলে সমস্যা হবে কেন,”



তিনি আরও বলেন,

“আমরা আমাদের নিজস্ব

অর্থে পদ্মা সেতু নির্মাণের

সিদ্ধান্ত নিয়েছি। সে সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই ইসলামী ব্যাংকের টাকা পদ্মা সেতুতে বিনিয়োগ করা হবে।”



আমরা ইসলামী ব্যাংকের টাকা নেয়া নিয়ে বিতর্ক করতে পারি। কান দেয়া না দেয়া আপনাদের ব্যাপার। অবশ্য আপনাদের কান দিয়ে কোন শব্দ প্রবেশ করে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। আর চক্ষুলজ্জা তো অনেক দিন আগেই আপনারা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আপনারাই তো দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের চেতনা ফেরী করে বেড়ান। আপনাদের চরিত্র বুঝা দায়।



গত কয়েকদিনে প্রকাশিত কিছু সংবাদ,



'ইসলামী ব্যাংকের ‘দুর্নীতির’ তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর'



'ইসলামী ব্যাংক‘চাতুর্যের’

আশ্রয় নিয়েছিল:

সংস্কৃতিমন্ত্রী'



'সঙ্কটে পড়ে সহায়তা চায়

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকে কেন্দ্রীয়

ব্যাংকের নতুন

পর্যবেক্ষক'

(Bdnews24)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭

মোমের মানুষ-২ বলেছেন: ইসলামী ব্যাংকের টেক্সের টাকায় দেশের উন্নয়ন হইতাছে, ইসলামী ব্যাংকের টেক্সের টাকায় ইনু-প্রধানমন্ত্রীরা লালপতাকা উড়ায়া রাস্তায় বের হয়, তাদের মাসের বেতন হয়, ইসলামী ব্যাংকের টেক্সের টাকায় ইমরান এইচ সরকাররা বিনে পয়সায় মেডিকেলে পড়ার সুযোগ পাইতাছে, ইদানিং আড়ালে আবডালে শুনা যাইতাছে গনজাগরন মঞ্চেও নাকি ইসলামী ব্যাংক থেকে চাদা নেওয়া হয়েছে .....এতে সমস্যা নেই , সমস্যা জাতীয় কোন ইস্যুতে তাদের বিনিয়োগে........হ্যা হ্যা হ্যা চ্রম........জোকস মিষ্টার বিনও ফেইল........

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২১

ইমতিয়াজ ইমন বলেছেন: এইজন্যই তো কাদের মোল্লার নামে নামাকরণ করতে বললাম।

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

তিক্তভাষী বলেছেন: ২। 'ইসলামী ব্যাংকের ‘দুর্নীতির’ তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর'

২। 'পদ্মা সেতু নির্মাণের জন্য ইসলামী ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকা চেয়েছেন প্রধাণমন্ত্রী। ইসলামী ব্যাংক টাকা দিতে সম্মত হয়েছে।'

২+২=৪।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

ইমতিয়াজ ইমন বলেছেন: সবকিছুই সূত্র মেনে চলে :-)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮

চুক্কা বাঙ্গী বলেছেন: বুঝতে হবে। টাকায় কথা বলে। টাকার ফিল্টারে রাজাকার মুক্তিযোদ্ধা হয় আর দালালরা হয় চেতনাবাজ। ইহাই সত্য!
একদিকে বীরশ্রেষ্ট মোস্তফা কামালের মা টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না অপরদিকে গোলাম আযমের সময় কাটে শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে আচার আর মুরগির পাখা খেয়ে। তার খাবার, নিরাপত্তা, চিকিতসার পেছনে মাসে সরকারের খরচ ১০ লক্ষ টাকার মত। ইহাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

ইমতিয়াজ ইমন বলেছেন: দেশপ্রেমিকের সংজ্ঞা পরিবর্তণশীল।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

মুহাই বলেছেন: চুক্কা বাঙ্গী++++++@

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫

রিফাত ২০১০ বলেছেন: ভাই মনে রাখবেন চেতনা ব্যবসায়ীরা ভণ্ড। মুক্তি যুদ্ধের চেতনা একটা ভাঁওতাবাজি। চেতনা-বাজদের মধ্যে ১% ও মুক্তিযুদ্ধের চেতনা আছে কিনা তা নিয়ে আমি সন্দিহান।

আওয়ামীলীগ টাকার জন্য সবকিছু করতে পারে। টাকা থাকলে রাজাকার মুক্তিযুদ্ধা হয় আর টাকা না থাকলে মুক্তিযুদ্ধা হয় রাজাকার ।

চুক্কা বাঙ্গী বলেছেন: বুঝতে হবে। টাকায় কথা বলে। টাকার ফিল্টারে রাজাকার মুক্তিযোদ্ধা হয় আর দালালরা হয় চেতনাবাজ। ইহাই সত্য!
একদিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না অপরদিকে গোলাম আযমের সময় কাটে শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে আচার আর মুরগির পাখা খেয়ে। তার খাবার, নিরাপত্তা, চিকিৎসার পেছনে মাসে সরকারের খরচ ১০ লক্ষ টাকার মত। ইহাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।

যদি ইসলামী ব্যাংক এর কাছ থেকে সত্যি আওয়ামীলীগ ১০০ কোটি টাকা নেয় তাহলে আওয়ামীলীগ কে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলবে তাদের মুখে থু থু ছুঁড়ে মারা উচিত।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫

ইমতিয়াজ ইমন বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনাটা ভুল নয়। এর তথাকথিত ধারকেরা ভুল। আসলে প্রতিটা রাজনীতিবিদই ব্যবসায়ী। কেউ করে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা, কেউ করে ধর্ম নিয়ে।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ;) B-) =p~

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

ইমতিয়াজ ইমন বলেছেন: :-(

৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২২

এনামুল রেজা বলেছেন: কি বলার আছে আর! সরকার তার সুবধা অনুযায়ি মতাদর্শ পরিবর্তন করে, করবে.. ওনারাই চেতনা.. :(

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

ইমতিয়াজ ইমন বলেছেন: মতাদর্শ শব্দ থেকে আদর্শ শব্দটা বাদ দেয়া উচিত

৮| ০১ লা মে, ২০১৪ রাত ৩:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: নিকট কিংবা অদূর ভবিষ্যতে পদ্মা নদীর ( যদি পদ্মা নদী ততদিন বেঁচে থাকে ) উপর পদ্মা সেতু হয়। আর সেই সেতুর নাম শহীদ আব্দুল কাদের মোল্লার নামে নামাকরণ করা হয় , খুব একটা অবাক হয়ত হব না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.