![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই জগৎ এর খুব নগণ্য মানুষ, চাই ভাল থাকতে কিন্তু পিছন থেকে মনে হয় কেও ঠেলে ধরে। জীবনে হাসি বা কান্না থাকবে, কিন্তু সবসময় চেষ্টা করি খুশি থাকতে, এই খুশি থাকাটা মনে হয় অভিনয়।
জীবনের অর্ধেকটা চলে গেল, কি পেয়েছি আর কি পাই নি তার হিসেব মিলাতে গেলে আরো সময় পার হয়ে যাবে। এই নিষ্ঠুর পৃথিবী ত অল্প সময় এর জন্য তাই কেন এর হিসেব মিলাতে যাব।
...কি পেয়েছি আর কি পাই নি তার হিসাব মেলানোর দায়িত্ব ত আমার বা আমাদের নয়।
...আমরা ত ব্যস্ত অন্য মানুষের হিসাব জীবনের মিলাতে... কিন্তু নিজের জীবনের সময় চলে যাচ্ছে সেটা আমাদের কোন ভ্রূক্ষেপ করি না...
এইটা কি জীবন? জীবনে ত পরাজয় এর হিসাব থাকবেই কিন্তু জয়ের নেশায় জীবনের বাকি সময় পার করে দিয়া যাবে না...
.....জীবনের হাসি বা কান্না ত থাকবেই, হাসিতে গা ভাসিয়ে কান্নার দিকে মুখ ফিরেয়ে নিলে জীবনে আর কি পাওয়ার কিছুই থাকে না।
....এলোমেলো জীবনের কোন মানে হয় না....
...জীবনের প্রতি পদক্ষেপ ত হতে হবে গুনে গুনে...
অর্ধেক বোতল কখন ও পানির মধ্যে নিমজ্জিত করা যায় না। তা সর্বদা পানির উপর ভেসে বেড়ায়। কখন এই কূলে আবার অন্য কিনারে ভেসে বেড়ায়। কিন্তু বোতল পানি দ্বারা ভর্তি করে ছেড়ে দিলে তা পানির মধ্যে ডুবে যায়। তখন এর একটা গতি হয়.....
এই পৃথিবীতে কে ভাল, কে খারপ তা সহজে ধারনা পাওয়া যায় না। কেও দেখতে ভাল কিন্তু চরিত্র ভাল না আবার কারও চরিত্র ভাল কিন্তু দেখতে ভাল না। এই ২ এর মধ্যে অনেক তফাৎ রয়েছে।
.... কেও বা শিক্ষিত কিন্তু চরিত্র ভাল না, তাহলে তার শিক্ষার কোন মূল্য থাকল না।
---আবার বাংলাদেশের গ্রাম-অঞ্চলের মানুষ হতে পারে কম শিক্ষিত কিন্তু তাদের রয়েছে মানুষকে সহজে ভালবাসার ক্ষমতা।
...ভালমন্দ বিচার ক্ষমতা খুব শূক্ষ একটি কাজ।
''''''কারো দেহের বাইরের আবরন দিয়ে ভাল মন্দ বিচার করা আর বিনা বন্দুকে পাখি শিকার কারা একই কাজ।....
....কেও আবার দেখতে কালো বা ফর্সা, কেও বা রূপে সুন্দর, কিন্তু মন টা কি সুন্দর?
. মানুষ চেনার অনেক মাপকাঠি থাকতে পারে, কিন্তু মানুষ ত 'আশরাফুল মাকলুকাত" সৃষ্টির সেরা জীব।।। তার আচরন কি কোন মাপকাঠি দিয়ে মাপা যাবে?
ভাল কে ভালই বলতে হবে..... হোক সেটা অন্যের চোখে খারাপ,,
...এই পৃথিবীতে চলার পথে খাপ খেয়ে চলতে হয়, কিন্তু এই নয় যে খারাপ কে প্রশ্রয় দিতে হবে! আবার এইও বলা যেতে পারে যে "কয়লা সাথে থাকলে নাকি কাপড় কালো হয়ে যায়" হুম ঠিক কিন্তু যে খারাপ পথে চলে যাচ্ছে তাকে ত সেই খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে হবে.... হতে পরে কুকুর এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রানী কিন্তু সেই কুকুরটা যদি না খেয়ে মারা যায় তাহলে সবার কষ্ট লাগবে!! এটাই স্বাভাবিক.....
,,আসলে এই দুনিয়ার মায়ায় যে পরে যায় তার কাছে ভাল মন্দ যাচাই মূল্যহীন,,! "আমার ডায়াবেটিকস রয়েছে কিন্তু সারাদিন মিষ্টি খাওয়ার চিন্তা'!!!
,,,,কষ্টের মধ্যেই ত মানুষের বসবাস।
.....তাই সময় থাকতে সময়ের হিসাব মিলাতে হবে.....
সময় থাকতে সময়ের হিসাব মূল্য বুঝিতে হবে....
তাই জীবন থাকতে জীবনের হিসাব মিলাতে হবে......
এইটাই ত জীবন.......
......জীবনের মূল্য মানুষ তখনই বুঝবে
যখন মৃত্যু তার নিকটবর্তী হবে..........
©somewhere in net ltd.