নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবন... খোলা চিঠি...

তেলাপোকা হয়ে না, যে কদিন বাঁচব, মানুষের মতো করে বাঁচতে চাই। ঠকছি... শিখছি...

শিক্ষার্থি

মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।

শিক্ষার্থি › বিস্তারিত পোস্টঃ

lyrics - জলের গান - দূরে থাকা মেঘ

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

দূরে থাকা মেঘ



দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যত টুকু পারা যায় সামলিয়ে রাখ, (৪)



মন মন মন সেতো পাল ছেড়া তরী

মন মন মন সেতো পাল ছেড়া তরী

যত দূরে যাক সে সব টুকু তরী

সবটুকু কতটুকু একরত্তির

সব কথা শেষ হলে এক সত্যির

মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে

মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে

তুমি আমি সব্বাই সকলের হাতে।



তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক

ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যত টুকু পারা যায় সামলিয়ে রাখ।





মন মন মন সেতো কত কথা বলে

মন মন মন সেতো কত কথা বলে

তার কথা শুনে কেউ ঝাপ দেয় জলে ?

উড়ে এসে জুড়ে বসে এক শুক পাখি

শুক পাখি গান গায় কেও শোনো তাকি



কার গান কোন গান তুমি কিছু জানো ?

কার গান গান কোন তুমি কিছু জানো ?

জান যদি তবে কেন এত কাছে টানো !



তারপরো ওরে মেঘ দূরে দূরে থাক

ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ

শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক



উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক

উড়ে উড়ে উড়ে উড়ে উড়ে উড়ে



টাইটেল - দূরে থাকা মেঘ

এ্যালবাম - অতল জলের গান

ব্যান্ড - জলের গান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.