নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন দর্শন, আত্ম-উপলব্ধি ও আলোচনা বা সমালোচনা।

জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই। তাই এতেই আমার আগ্রহ ।

ককটেল

আমি একজন উৎফুল্ল মনের মানুষ। জীবন দর্শনে জীবনের রস খুজে বেড়াই। সৃস্টিকর্তা আছেন বলেই পৃথিবিটা এত সুন্দর বলে মনে করি। মানুষকে মানুষ ভাবতে ভালবাসি।সরলতা পছন্দ করি কিন্তু ব্যাক্তিগত অভিজ্ঞতার কারনে জটিল চিন্তায় অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত এটুকুই নিজেকে ভাল বিচার করতে পারছি।

ককটেল › বিস্তারিত পোস্টঃ

আমিরিকার দাবি গরুর বায়ু নির্গমন নিষেধ, অত্যান্ত যুক্তি যুক্ত।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

আমেরিকা নিজ হাতে পৃথিবীর সকল লোককে শায়েস্তা করার দ্বায়ীত্ব নিয়েছে। যদিও এই গুরু দ্বায়ীত্ব পালনে তাদের অনেক পরিশ্রম হয় তবুও ফেরেশতার মত তাদের চেষ্টা অবিরত। এই গেল কিছু দিন আগেই হাউকাউ লাগায়া ইরাক উদ্ধার করল এরপর মিশর আরো কত কি! উনারা যেহেতু ফেরেস্তা সেহেতু উনারা পারমানবিক বোম ফালায়লেও সমস্যা নাই কিন্তু অন্য কেউ রাসায়নিক বায় গ্যাস নিঃস্বরণ করলেই সেইটাই মানব অধিকার লঙ্ঘন। শুরু হবে আরেকটা যুদ্ধ। বেচারা আমেরিকার দোষ কি! তারা তো শান্তিই চায়। কিন্তু দুষ্টের দমন করতে এত্ত এত্ত যে অস্ত্র বানায় রাখছে সেইটা খরচ করব কেমনে?! যুদ্ধ না লাগলে কিনব কে? এইগুলা আবার না ফুটাইতে পারলে ডিফিজ করতেও পয়সা খরচ। আর এই জন্যই তাদের শিয়ালের কান সর্বদা সজাগ থাকে, কখন কোন গরু রাসায়নিক বিক্রিয়ায় বায়ু নির্গমন করল। বায়ুর নির্গমনে আক্কাশ মামা দিন দিন নাকি ফুটা হয়া যাচ্ছে। সুতরাং আমিরিকার দাবি গরুর বায়ু নির্গমন নিষেধ, অত্যান্ত যুক্তি যুক্ত।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: এই বিশ্ব সন্ত্রাসী দেশটি যতই সন্ত্রস করুক না কেনো, সবাইকে বলতে হবে বাহবা বাহবা।

প্রতিরোধ করা যাবে না, যে প্রতিরোধ করতে যাবে সেই সন্ত্রাসী।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৮

ককটেল বলেছেন: ঠিক!

২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

শাহরিয়ার খান রোজেন বলেছেন: সবই সিরিয়াতে আগ্রাসন চালানোর অযুহাত মাত্র।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩০

ককটেল বলেছেন: জ্বী যুদ্ধ মানেই আমেরিকা রাশিয়ার অস্ত্রের চাহিদা। তাই যে কোন যুদ্ধে এদের কুটনৈতিক তৎপরতা চলতে থাকে। আসলে দুজনেই চায় যুদ্ধ চলুক।

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন:
এই বাচ্চা গুলা যদি ইসরাইলের বোমা হামলায় মারা যেতো তাহলে আমাদের অন্ততে আঘাত হানতো ! বা মিশরের সেনাবাহিনীর গুলিতে নিহত হতো তাহলে আমাদের দিলে আঘাত লাগতো বা বার্মায় বোদ্ধদের হাতে মারা যেতো তাহলে আমরা প্রতিবাদী মিছিল করতাম !! কিন্তু বাচ্চা গুলা মারা গেছে সিরিয়া সরকারের রাসায়নিক বোমার গ্যাসে দম বন্ধ হয়ে। তাই আমাদের অন্তরে লাগেনা । কারণ সিরিয়ার সরকার মুসলমান , আর মুসলিম শাসকের হাতে তারা মারা গেছে তাই ব্যাপার নয় !! বিধর্মীদের হাতে কোন মুসলমান মারা গেলে আমাদের রক্ত গরম হয়ে যায় ,কিন্তু কোন মুসলমানের হাতে মুসলমান মারা গেলে কিছুই যায় আসেনা । জাতিসংঘের হিসাব মতে সিরিয়াতে এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার মুসলমান ! ও সরি মানুষ মারা গেছে । যারা মারা গেছে তারা যদি মুসলমান হতো তাহলে আমরা একদিনের জন্য হলেও প্রতিবাদ করতাম বা ফেইস বুকে প্রতিবাদী পোষ্ট দিতাম । সাদ্দাম হোসেন ১৯৮৮ সালে ইরাকের কুর্দী অধ্যূষিত শহর হালাবজায় এক রাতে রাসায়নিক গ্যাস দিয়ে মেরেছিল ২০ হাজার , কিন্তু আমাদের অন্তর কখনই এই ২০ হাজার মানুশের জন্য কাদেনি । আর আজও কাদবেনা সিরিয়াতে রাসায়নিক গ্যাস হামলায় ১৩০০ নিহত মানুষের জন্য , যাদের অধিকাংশই ছিল শিশু । আমাদের অন্তর কাদবে মিশরের জন্য মুরসির জন্য !!!!! অথচ সিরিয়ার মানুষ নাকি ৯৯% মুসলমান । মিশরে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ফেইস বুকে দেখলাম হাজার হাজার মানুষ ৫ আঙ্গুলের ছবি প্রোফাইলে লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছে ওহে মুসলমান তোমাদের চোখে কি শুধু মিশরের মানুষই মুসলমান !! সিরিয়ার মানুষ কি মুসলমান না? তাদের জন্য কি একটুও কষ্ট লাগেনা আজকে হয় তো মুরশির সমর্থকদের জন্য মসজিদে মসজিদে দোয়া এবং প্রতিবাদের আয়োজন করা হাবে । ওহে প্রতিবাদী মুসলমান তোমাদের সালাম জানা একচৌখা নীতির জন্য ।

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: @@লিঙ্কনহুসাইন, অসাধারন বলেছেন.............।

সিরিয়াতে এতোদিন ধরে হানাহানি চলছে.......কোন মুসলিম ভ্রাতাতো এগিয়ে এলোনা রক্তপাত বন্ধ করতে..........। লাখো মানুষ অমানবিক জীবন জাপন করছে.........হাজারো মারা যাচ্ছে..............আসাদ তবুও ক্ষমতা ছাড়তে নারাজ........। যে রাজা বা প্রধানমন্ত্রী তার ক্ষমতার জন্য তার জনগনের রক্ত প্রতিনিয়ত খায় তার জন্য আবার ভালোবাসা..........সে মুসলমান বলে ?

৫| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৬

খেয়া ঘাট বলেছেন: লিঙকনহুসাইন ,আপনার মন্তব্যে স্যালুট জানাই ভাই। অসাধারণ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.