![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উৎফুল্ল মনের মানুষ। জীবন দর্শনে জীবনের রস খুজে বেড়াই। সৃস্টিকর্তা আছেন বলেই পৃথিবিটা এত সুন্দর বলে মনে করি। মানুষকে মানুষ ভাবতে ভালবাসি।সরলতা পছন্দ করি কিন্তু ব্যাক্তিগত অভিজ্ঞতার কারনে জটিল চিন্তায় অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত এটুকুই নিজেকে ভাল বিচার করতে পারছি।
শিরনাম সাধারণত এমন হয়, যা দেখে বিষয় বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু এখনকার শিরনাম গুলো কেমন জানি মিরাক্কেলের পাঞ্চ লাইনের মত। অবিশাস্য বা চটকদার শিরনাম পড়ে ভিতরে গিয়ে জানা গেল ঘটনা তেমন কিছুই না। তখন নিজেরই হাসি পায় । আবার কখনো কখনো বিরক্ত হয়। এটাকে শিরনামের বানিজ্যিকী করণ বলা যেতে পারে। একটা ঘটনাকে আরো আকর্ষনীয় করে তোলা। কিন্তু এর একটা কূফল হচ্ছে অনেকে শুধু শিরনাম পড়ে খারপ বা ভূল ধারণাটাকেই নিয়ে থাকতে পারে। এটা অবশ্যই হলুদ সাংবাদিকতা। বড় বড় নিউজ এজেন্সি ব্যাবাহার করতে থাকলে এইধরণের সাংবাদিকতা তাদের উপর আস্থা একই সাথে ব্রেন্ড রয়েলিটি কমতে থাকবে। শিরনাম পঠনে সতর্ক হওয়া ছাড়া এখন আর কোন গতি খুজে পাচ্ছি না।
এমন একটি উদাহারণ দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ
Click This Link
©somewhere in net ltd.