|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোহান বাশার
সোহান বাশার
	জীবন মানে আশায় আশায় বেচে থাকা, আর আশা এমন এক জিনিস, একে কোন দিন স্পর্শ করা যায না, শুধু বেচে থাকার জন্য অনুপ্রেরনা যোগায়।
কেউ মনে না রাখলে কি হয়েছে, সামু কিন্তু মনে রেখেছে..  
 

 ১৭ টি
    	১৭ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:২৭
২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:২৭
বাকের ভাই রিটার্ন বলেছেন: শুভ ধরণীতে আগমন দিবসের শুভেচ্ছা। জানি না আপনার জীবনের কোন পর্দার অন্তরালে লুকিয়ে আছে আপনার উচ্ছলতাময় আনন্দে ছন্দে ঘেরা জীবন। আমি চাই আপনার জীবন আবার রঙিন হয়ে উঠুক রঙিন প্রজাপতির ডানার রঙে। হাসি আনন্দে উচ্ছাসে ভরে উঠুক আপনার পৃথিবী। সব দুঃখ কষ্ট যন্ত্রনা এক নিমিষে হাওয়াইয় মিলিয়ে যাক আগমন দিবসের এই শুভ লগ্নে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভ কামনা। মঙ্গলময় হউক আপনার জীবন।
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৪৬
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৪৬
সোহান বাশার বলেছেন: ধন্যবাদ বাকের ভাই
৩|  ২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:৩০
২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:৩০
প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন।
৪|  ২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:৩৫
২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:৩৫
এমএম মিন্টু বলেছেন: শুভ  জন্মদিন বাশার ভাই ।
     তা কেক কাটবেন কখন একটু কেক পাঠিয়ে দিয়েন ।
অনেক দিন যাবর্ত  জন্মদিনের কেক পেতে  পরে না ।
শুভেচ্ছা থাকলো জন্মদিনের ।
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৪৭
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৪৭
সোহান বাশার বলেছেন: বাহিরে থাকার কারনে কেক খাওয়াতে পারলাম না। ধন্যবাদ
৫|  ২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৫:০০
২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৫:০০
মোসতাকিম রাহী বলেছেন: শুভ জন্মদিন, সোহান!
৬|  ২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৮:৩৮
২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৮:৩৮
এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন!!!
৭|  ২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৮:৫৫
২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৮:৫৫
অগ্নি সারথি বলেছেন: শুভ জন্মদিন
৮|  ২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৪৯
২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৪৯
ইছামতির তী্রে বলেছেন: শুভ জন্মদিন!!!
৯|  ২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:২০
২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:২০
অদ্ভুত_আমি বলেছেন: শুভ জন্মদিন     
     
     
     
 
১০|  ২৮ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৭
২৮ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৭
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন ।
১১|  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫০
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫০
সোহান বাশার বলেছেন: সবাইকে ধন্যবাদ
১২|  ১৪ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:১৪
১৪ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:১৪
দৃষ্টিসীমানা বলেছেন: শুভ জন্মদিন  
১৩|  ২৬ শে মার্চ, ২০২৩  রাত ১০:৪৫
২৬ শে মার্চ, ২০২৩  রাত ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: এর পরে আপনার আরও আটটি জন্মদিন ইতোমধ্যে পার হয়ে গেছে। অনেকদিন কোন নতুন পোস্ট প্রকাশ করেন নাই। কেমন আছেন, বলেন। এতদিনে আপনার জীবনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে?
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৪:২২
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৪:২২
সোহান বাশার বলেছেন: খায়রুল আহসান ভাই আপনাকে ধন্যবাদ। আসলে প্রথম কথা হল আমার ১৯ বছর আগের সকল পোষ্ট হিজিবিজি হয়ে আছে, মেইল করাতেও ঠিক করা হয় নাই। তারপর একসময় ছাত্র ছিলাম সময় ছিল তারপর টাকা কামানোর জন্য প্রবাস তারপর ১ জন থেকে হয়ে গেলাম ৫ জন, সময় হয়ে ওঠে না ভাই, তারপরও মাঝে মাঝে দেখে যাই পুরাতন কাউকে আর দেখা হয় না তবে ২ এক জন এর সাথে কথা হয় ওরা তেমন ব্লগ এ আসে না। এই তো ছিলাম ঢাকা তারপর বিদেশ এখন দেশের বাড়ীতে এবং বিদেশে সময় কাটে । ধন্যবাদ ভাই
১৪|  ২৬ শে মার্চ, ২০২৩  রাত ১১:০৩
২৬ শে মার্চ, ২০২৩  রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:২৫
২৮ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:২৫
নস্টালজিক বলেছেন: শুভ জন্মদিন, বাশার।