| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পহেলা বৈশাখ
১৫৭৬ খৃস্টাব্দে বাংলাদেশ যখন মোগল স¤্রাজ্যের অন্তর্ভূক্ত হয় তখন সামাজিক ক্ষেত্রে ও ফসলের মৌসুমের প্রতি লক্ষ্য রেখে জমির খাজনা বা কর আদায়ের সুবিধার্থে চন্দ্রসন (হিজরী) এর পরিবর্তে ঋতুভিত্তিক সৌর সনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়। ফলে স¤্রাট আকবরের নির্দেশে তার আমিল ফতেহ উল্লাহ মিয়াজী হিজরী ৯৬৩ সনে তৎকালীন জ্যোতি বিদ্যার আলোকে সৌর মাস ভিত্তিক সৌর সন প্রচলনের প্রয়াসে ফসলী সন হিসাবে বাংলা সন উদ্ভাবন করেন।
বাঙ্গালীরা পূর্ব থেকে বাংলা নববর্ষ উদ্যাপন করে আসছে। অথচ অতীতের নববর্ষ উদযাপন ও আজকের নববর্ষ উদযাপনের মাঝে আকাশ পাতাল ব্যবধান। সেকালে বাংলা নববর্ষ এখনকার মত সর্বদা ফহেলা বৈশাখেই পালন করা হতো না; রবং পহেলা বৈশাখ থেকে শুরু করে বৈশাখের যে কোনো দিন সুবিধামতো অনির্দিষ্ট সময়ে পালন করা হতো।
বৃটিশ শাসনামলে ইংরেজদের নববর্ষ উদযাপনের যে সামাজিক ও রাজনৈতিক প্রভাব ছিলো তার বিরুদ্ধাচরণেও বাংলা নববর্ষ পালন বিরাট ভুমিকা পালন করতো। এ উৎসবের আর্থ-সামাজিক কারণ ও ছিলো জমিদার, মহাজন ও বণিক-ব্যবসায়ীদের পূণ্যাহ-হালখাতা আর মেলার বেচা-কেনা বিশেষভাবে বিবেচ্য ছিলো। এ বাংলা নববর্ষে বৃটিশের বিরুদ্ধে যুব সমাজকে সংঘবদ্ধ করে বীরত্ব ও শক্তি সাহসের অনুশীলন করা হতো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।
কিন্তু এখন অবস্থা সম্পুর্ণ বিপরীত। এখন পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপিত হয় সম্পূর্ণ বিধর্মী ও হিন্দুয়ানী তরীকায়। এব্যাপারে মুসলমান তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করছে এদেশীয় নামধারী বুদ্ধিজীবি। তারাই এ দেশের তরুণেিদর শাখা-সিঁদুর পরতে ও উলুধ্বনি দিতে শিখিয়েছে। এই জ্ঞানপাপীরাই এ দেশের তরুণ-তরুণীদের বুঝিয়েছে যে, এগুলোই হচ্ছে বাঙালীর বাঙালিত্ব। এগুলো না করলে বাঙালী হওয়া যায় না। এ ছাড়াও সুর্যোদয়ের পর থেকেই শুরু হয় বর্বর যুগের ন্যায় বিভিন্ন বয়সী ছেলেড়-মেয়েদের অবাধ চলাফেরা। পুতুল নাচা, মুর্তি হাতে পায়দল মিছিল, বেলুন উড়ানো, অশ্লিল নিত্য, অর্ধউলঙ্গ ব¯্র পরিধান করে রাস্তা পার্ক ইত্যাদিতে পদচারণা, জুয়ার আসর, নেশার আসরসহ একই প্লেটে তরুণ-তরুণীর পান্তা-ইলিশ ভোজ। এমনকি বেলা বাড়তেই শুরু হয় বিভিন্ন জমকালো আয়োজন। যাতে বিশেষভাবে স্থান পায় ডিজে পার্টির মত নেশাভিত্তিক নাচ-গানের আসরসমূহ। নাইট ক্লাব, ডলোডিস ক্লাবে রীতিমতো ভিড় জমায় তরুণ-তরুণীদের বিশাল একটি দল।
এটাই কি বাঙালীয়ানা ?! আফসোস শুরু হলো কেনো, আর আজ তা পালনের রুপ কী ? পান্তা-ইলিশের সাথে পহেলা বৈশাখের কি সম্পর্ক ? বাস্তবে এটা হচ্ছে অপসংস্কৃতি, যা পশ্চিমারা আমাদের ছেলে-মেয়েদের পথে নামানোর জন্য আয়োজন করেছে। এর মূলে রয়েছে ইসলাম বিদ্বেষ বা মুসলিম সভ্যতার অপ্রনোদন। আমরা মুসলমান, আমাদের দেশের ৯০% লোক মুসলিম, আমাদের প্রধান মন্ত্রীসহ মন্ত্রী সভার ৯৮% মুসলিম। প্রথিবীর মানচিত্রে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে মাথা উচু করে দাড়াতে পারে। অথচ আজ পশ্চিমা অপশক্তি এদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভুতি হনন করার অপচেষ্টায় মেতেছে। যার প্রমাণ হচ্ছে, বিভিন্ন পরিসরে দিবস পালনের নামে বিজাতীয় সভ্যতা আমাদের সমাজে অনুপ্রবেশ করাচ্ছে। সরলমনা মুসলমানও অতি সহজে তাতে গা বাসিয়ে দিয়ে সংস্কৃতির নামে অপসংস্কৃতিগুলো নিজ ঘরে বাস্তবায়ন করছে। বিনোদনের নামে এসব আয়োজন ও উৎসব উদযাপনে ব্যস্ত হয়ে পড়ছে।
সর্বোপরি স্মরণ রাখতে হবে আমরা মুসলমান । মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য ও নির্দিষ্ট দিনে উৎসব পালনের সুযোগ দিয়েছেন। তা-হলো, ঈদুল আযহা ও ঈদুল ফিতর। নির্দিষ্ট সময় ব্যতিত উৎসব পালন করা সৃষ্টি কর্তার হুকুমের সাথে ধৃষ্টতার শামিল। কেননা, অন্যদিন উৎসব পালন করলে নির্দিষ্ট দিনের মর্যাদা হ্রাস পাবে। এছাড়াও বর্তমান উৎসব উদযাপনে যে অশ্লীলতা ও বেহায়াপনা, নারী-পুরুষের অবাধ মেলা-মেশাসহ নানাবিধ অবৈধ ও গর্হিত কাজের উপকরণ রয়েছে তা ইসলাম কখনো সমর্থন করে না। বিশেষ করে পহেলা বৈশাখে পুতুল ও মুর্তি নিয়ে মিছিল মূলত: হিন্দুদের কালচার। তারা আস্তে আস্তে মুসলিম সমাজে তার অনুপ্রবেশ ঘটানোর জন্য সংস্কৃতির আওয়াজ তুলে তা বাঙালীয়ার সাথে জড়িত একটি বিষয় বলে বাঙালী মুসলিমদের মাঝেও তা ঢুকিয়ে দিচ্ছে।
আশ্চার্যের বিষয় হচ্ছে, হিন্দুরা তাদের সভ্যতা আমাদের সমাজে অনুপ্রবেশ করাতে উঠে পড়ে লেগেছে । পহেলা বৈশাখে তাদের রীতি নীতি মুসলিম বাঙালীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। অথচ মুসলমানদের ধর্মীয় উৎসবে তারা মুসলমানদে বিরোধীতা করে যাচ্ছে। ইসলামী শরীয়া অনুযায়ী গরু সম্পুর্ণ হালাল একটি প্রাণী। এ প্রাণীকে তারা তাদের ধর্মীয় কালচার পালনে মুসলিমদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করছে। হায়রে মুসলিম ! এগুলো জেনেও আজ মুসলমান তাদের দেখা-দেখি মুর্তি ও পুতুল হাতে উৎসব উদযাপনে মতোয়ারা।
রাসূল সা. ইরশাদ করেছেন- “যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের রীতি নীতি অবলম্বনে তাদের দল ভারী করবে সে উক্ত দলেরই একজন, এবং যে কোনো বাতিল সম্প্রদায়ের কর্মে খুশি হবে সে তাদের কর্মফলেরও অংশীদার হবে।” (আল-হাদিস) আল্লাহ আমাদের সকলকে বুঝার ও এগুলো থেকে দূরে থাকার তাওফীক দান করুন। আমীন ॥
২|
১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭
এ আর ১৫ বলেছেন: আপনার মত একই ধরনের লেখা আরেক জন পোষ্ট করেছিল সেখানে আমি যে কমেন্ট করেছিলাম সেটাই আবার পোষ্ট করছি।আপনারা সব কিছুর মধ্যে শুধু অবাধ মেলা মেশা দেখেন--তারা কি জনসন্মুখে পরস্পরকে জড়িয়ে ধরে এবং চুমু খায় ?? আপনারা তো আবার মেয়েদের যৌন জেহাদে পাঠান -- ঐ ধরনের কোন লিলা এখানে কি প্রকাশ্যে চলে ?? সেকুলার কালচার যেটা হিন্দুদের প্রভাব বেশি সেটা কি রিচুয়াল কালচার হিসাবে গ্রহন করা হয় ?? ওদের সেকুলার কালচারের প্রভাব তো বেশি থাকবেই কারন স্ট্রং কালচার দুর্বল কালচারের উপর প্রভাব বিস্তার করে । মুসলমানের ধর্মিয় উৎসব ২ বার আমি মুসলমান হিসাবে তা মানবো । আমি কি বাঙ্গালী নই আমার কি বাঙ্গালী পরিচয় নেই ? নাকি আপনি বোলতে চান আমি মুসলমান হলে আমি বাঙ্গালী হতে পারবো না ?? কোরান কি বলেছে আমি বাঙ্গালী হতে পারবো না ? মুসলমান ধর্মের যদি ২টা উৎসব থাকতে পারে তাহোলে বাঙ্গালী জাতিয়তাবাদের কেন কোন উৎসব থাকতে পারবে না যদি ধর্মের সাথে কনফ্লিট না হয়। আমরা কি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, শ্রমিক দিবস পালন করতে পারবো না ??
মুসলমানদের মধ্যে ধর্মীয় ভাবে দুটি ঈদ উৎসব হিসাবে দেওয়া হয়েছে। মুসলমান হলে কি বাঙ্গালী বা অন্য জাতিয়তার লোক হওয়া যাবে না। কেউ কি বলেছে ১লা বৈশাখ বা স্বাধীনতা দিবস বিজয় দিবস মে দিবস, ভাষা দিবস ধর্মীয় কালচার ??? যেহেতু এখানে ইবাদত বা আরাধনা বা প্রার্থণা ইনভল্ব নয় তাহোলে ধর্মের সাথে কনফ্লিট কোথায় এই সবের?? কালচারাল ড্রেসিং বা সাজার ভিতর ইবাদত বা অন্য ধর্মকে পালন করার কোন সম্পর্ক কি আছে ? কেউ যদি বজ্রাসনে বা মাথা মাটি ঠেকিয়ে উপুর বসে থাকে তাহোলে কি তাকে নামাজ পড়া বলা যাবে অথবা কেউ যদি পদ্মাসনে বসে থাকে তাহোলে কি ওটাকে পুজা করা বলা যাবে । আপনার কথা শুনে তো তাই মনে হয় । এখানে কি সুরা বা মন্ত্র পড়া হয় ?? তাহোলে অন্য ধর্মকে অনুসরন করা কোথায় হচ্ছে ?? কোন হিন্দু যদি মাথায় হিজাব পরে আসে তাহোলে কি সে মুসলমান হয়ে যাবে ?
আপনার কথা শুনলে তো মনে হয় আরবের লোকেরা আর মুসলমান নাই সব হিন্দু হয়ে গেছে !!! আজান নামাজের অবিচ্ছেদ্য অংশ সেই ভাবে উলু ধ্বনি পুজার অবিচ্ছেদ্য অংশ। অনেকে আনন্দের উদ্দেশ্যে উলু ধ্বনি করে । তাহোলে উলু ধ্বনি করাটা অবশ্যই হারাম কারন এটা পুজার অংশ বা হিন্দুদের ইবাদতের অংশ। তাহোলে আরবের লোকেরা বিভিন্ন কারনে হিন্দুদের উলু ধ্বনি দেয় কালচারাল ঐতিয্য হিসাবে এর মধ্যে কোন আরাধনা নাই বা ইবাদতের কোন উদ্দেশ্য নাই তাহোলে আপনার বক্তব্য অনুযায়ি তারা অন্য ধর্মের রিচুয়াল অনুসরন করছে সেটা কি ঠিক ?? যদি ও এর মধ্যে কোন ইবাদতের অভিপ্রায় নাই । বজ্রাসনে বসে থাকলে সেটা কে যেমন নামাজ বলে না তেমনি পদ্মাসনে বসে থাকলে সেটাকে পুজা বলে না কিন্তু আপনি তাই বুঝাতে চান । আমাদের কাছে আরবের লোকদের উলুধ্বনি দেওয়া কোন ইবাদত উদ্দেশ্যে নয় শুধু কালচারাল উদ্দেশ্যে সুতরাং সেটা পুজা নয়।
ইসলাম ধর্মে ঐ সব কাট মোল্লা তত্ব অলরেডি পচিয়ে ফেলেছে। এই সমস্থ তত্ব মানুষকে অন্য মানুষকে ঘৃনা করতে শিক্ষায় এবং এই ধরনের লোকদের জংগি তালেবান হওয়ার সম্ভবনা থাকে সবচেয়ে বেশি।
৩|
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
আল ইনসাফ বলেছেন: Click This Link
টি এস সি তে সে নির্মম ঘটনার পরও কি অবাধ মেলা-মেশা হয়নি জনাব ?!!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
কচি খান বলেছেন: সত্য কথা...! কিন্তু মনে হয় এ ধংসের হাত থেকে বাঁচানো, একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয় !!!