নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীঃ পদত্যাগের বিষয়টি ভেবে দেখবেন কি?

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের প্রধানমন্ত্রীই নন৷ একই সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও৷ সুতরাং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় পুরোপুরি তার উপরই বর্তায়৷

সুতরাং তার কাছ থেকে জাতি এই সমস্যার সমাধান চায়৷



কোন উপায়ে বা কিভাবে এই সমস্যার সমাধান হবে অথবা এজন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলো জনগনের সামনে পরিষ্কার করা একান্ত কর্তব্য৷ কিন্তু এর কোন কথাই তো তিনি বলছেন না৷ উপরন্তু গতকাল মে দিবস উপলক্ষে গাজীপুরের ভাওয়াল বদলে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ দোষ বিএনপির উপর চাপিয়ে দিলেন৷ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গালমন্দ করলেন৷



নারায়নগঞ্জসহ সারা দেশে যেসব গুম, হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে এর কোনটাতেই বিএনপি বা বিরোধীপক্ষ জড়িত আছে বলে সাধারন মানুষ মনে করে না৷ যেখানে বিরোধীপক্ষ নিজেরাই গুম, খুনের ভয়ে এলাকা ছাড়া৷ নিজেদের জীবন নিয়েই ত্রাহি ত্রাহি অবস্থা! সেখানে তাদের পক্ষে এত সুকৌশলে ও নিরাপদে এরকম অপরাধ কর্ম নিয়মিত ভাবে করে যাওয়াও সম্ভব না৷



আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সরকার বিরোধী পক্ষের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি৷



গতকাল নারায়নগঞ্জে সাধারণ মানুষ যখন ক্ষোভে ও হত্যাকান্ডের জন্য স্পষ্টভাবে দায়ী করে এক আওয়ামী নেতার অফিস পুড়িয়ে দেয়, তখন প্রধানমন্ত্রীর এরকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তার ব্যর্থতা প্রকটভাবে ধরা পড়ে৷ তিনি নিজেও এই সমস্যা সমাধানে অপারগ প্রচ্ছন্ন ভাবে সেকথাই বুঝিয়ে দিলেন৷



কথা হল- প্রধানমন্ত্রী নিজে ব্যর্থ হয়ে সাধারন মানুষদের অনিরাপদ রাখাটাও মারাত্মক অপরাধ৷ এখন সময়ের দাবী দায়িত্ব পালন না করতে পারলে জনগণকে আতঙ্কে না রেখে নিজের পদ থেকে পদত্যাগের বিষয়টি ভেবে দেখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি৷

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:১৯

ভিটামিন সি বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী হইল মাথা খারাপ প্রধানমন্ত্রী। গ্রামে এক ধরনের মহিলা আছেন যাদের কাজ শুধু একের নিন্দা অন্যের কাছে করা। তিনি সেই পদের মহিলা। চেহারাটা দেখলেই তো বোঝা যায় তার মনে কি আছে।

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে মাথা খারাপ নয়৷ ঝগড়াটে মহিলা৷ যে কোন উপায়েই হোক ক্ষমতা ধরে রাখতে বদ্ধ পরিকর৷ সেটা অবৈধ উপায়ে হলেও!

২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:২১

হাসান বিন নজরুল বলেছেন: আমাদের ক্ষমতাসীনদের মান সম্মান অনেক শক্ত যত কিছুই হোক এতে আঁচড় পড়বে না; তাই পদত্যাগের প্রশ্নই উঠে না :((

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

প্রবাসী ভাবুক বলেছেন: যথার্থই বলেছেন৷

৩| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... পদত্যাগ করার একটি মোক্ষম সুযোগ যাচ্ছে বটে! :)

০২ রা মে, ২০১৪ রাত ৯:০২

প্রবাসী ভাবুক বলেছেন: পদত্যাগ কেউ সুযোগ বুঝে করে না৷ বিপদে পড়ে বাধ্য হয়ে করে৷

৪| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:১০

নিশাত তাসনিম বলেছেন: নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি বলছেন এসব গুমের সাথে নারায়নগঞ্জের গডফাদার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত।
আর প্রধানমন্ত্রী বলছেন এর পেছনে বি এন পি জড়িত।

০৩ রা মে, ২০১৪ রাত ১:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: প্রধানমন্ত্রী যদি জেনে থাকেন বিএনপি জড়িত, তাহলে তাদের গ্রেফতার করছে না কেন? অপরাধীকেবাঁচানোর জন্য অন্যের উপর দোষ চাপালে তাতে অপরাধীরা অপরাধ করতে উৎসাহিত হয়।

৫| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:১২

পীরবাবা বলেছেন: ভিটামিন সি বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী হইল মাথা খারাপ প্রধানমন্ত্রী। গ্রামে এক ধরনের মহিলা আছেন যাদের কাজ শুধু একের নিন্দা অন্যের কাছে করা। তিনি সেই পদের মহিলা। চেহারাটা দেখলেই তো বোঝা যায় তার মনে কি আছে।

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

প্রবাসী ভাবুক বলেছেন: ক্ষমতাই তাকে মাথা খারাপ সাজতে বাধ্য করেছে৷

৬| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুশাসনে ফিরুক সু-সময়
চাং হং ওন -চেতনায়
গায়ের জোরে কলংকই বাড়ে শুধূ
ইতিহাস তাইতো বলে -বুঝবে কি রংপুরের বধূ!

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: চাং হং উন এর চেতনায় উজ্জীবিত হতে যে বিবেক থাকা প্রয়োজন সেটা কি আছে শাসকদের মধ্যে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.