![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
র্যাবকে আগে ব্যবহার করা হত সন্ত্রাস দমনে৷ ক্রসফায়ার নামক নাটকটি প্রয়োগ হত শুধু মাত্র সন্ত্রাসীদের উপর৷
এখন আর সন্ত্রাস দমনে র্যাবকে ব্যবহার করা হয় না৷ সরকারবিরোধীদের দমনে এদের ব্যবহার করা হয়৷ বাড়ি থেকে ডেকে নিয়ে অথবা জোর করে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়৷ পরবর্তীতে সংবাদ মাধ্যমে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া হয়৷ গত রাতেও সাতক্ষীরায় সরকারবিরোধী একজনকে গুলি করে হত্যা করা হয়েছে৷ এলাকাবাসী সবকিছু জানার পরও তাদের কথা শোনার কেউ নাই৷
র্যাব বর্তমানে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করছে বলে শোনা যাচ্ছে৷ যদিও আগে থেকেই সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা এরা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে৷ একারণে সাধারণ মানুষও নিরাপত্তাহীন এদের কাছে৷ দেশের অপহরণগুলোতেও তাদের ভূমিকা আছে বলেই দেশের মানুষের ধারণা৷
র্যাবের কার্যক্রম নিয়ে তুমুল সমালোচনা হলেও সরকার র্যাবের পক্ষে সাফাই গেয়েই চলছে৷ কারণ বিনা ভোটের সরকার হিসেবে ক্ষমতায় থাকতে র্যাবকে তাদের বড়ই প্রয়োজন৷ বিরোধী মত দমনে এদেরকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ সরাসরি গুলি করে হত্যা করে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে৷
©somewhere in net ltd.