নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

পিটানো উচিত দেশের আপামর জনসাধারণকে!

২০ শে জুন, ২০১৪ রাত ১১:০৮

সামান্য একজন পুলিশ কনস্টেবলের কত্ত বড় সাহস! এরকম অপরাধ করলে কপালে মার তো জুটবেই!! পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা৷ তাই বলে আওয়ামী লীগ, ছাত্রলীগের জন্য সেটা প্রযোজ্য নয়!!!



সেই অসাধ্য সাধন করতে গিয়েই বিপদ! ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগকে বহনকারী মাইক্রোবাস সিগন্যাল লঙ্ঘন করে যাওয়ার পর সেটিকে আটকানোর কারণে উক্ত পুলিশ কনস্টেবলকে ভালমতো পেটানো হয়।



আমি বলি পিটিয়েছে তো উচিত কাজ করেছে৷ শুধু তো পুলিশকে পিটিয়েছে! পিটানো উচিত দেশের আপামর জনসাধারণকে!! তারা কেন এখনও এই দেশে বসবাস করছে এই অপরাধে! দেশটাতে তো শুধু মাত্র আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের জন্য বসবাসের অধিকার রয়েছে! অন্য কারও নয়!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:২২

মদন বলেছেন: ওই পুলিশের ফাসি চাই :)

২০ শে জুন, ২০১৪ রাত ১১:৩২

প্রবাসী ভাবুক বলেছেন: হা হা হা!

২| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৩২

রেজওয়ান26 বলেছেন: পিটানো উচিত দেশের আপামর জনসাধারণকে!- অসাধারন হেডিং

২০ শে জুন, ২০১৪ রাত ১১:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: কি আর করব ভাইজান! দেশের এরকম পরিস্থিতে এর চেয়ে আর ভাল হেডিং খুঁজে পেলাম না৷

৩| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৪২

নাইমুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন!

২০ শে জুন, ২০১৪ রাত ১১:৪৭

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ!

৪| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৫৬

হামিদ আহসান বলেছেন: পিটাচ্ছে তো। যখন যাকে দরকার মনে করছে তাকেই পিটাচ্ছে.............

২১ শে জুন, ২০১৪ রাত ২:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: যখন যাকে দরকার মনে করছে তাকে পিটাচ্ছে৷ আর এভাবে পিটাতে থাকলে কেউই বাদ যাবে না৷

৫| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:১৭

হুপফূলফরইভার বলেছেন: মিঞা ভাই আপনি/আপনার আপনজন বোধয় এখনো কুকুরের দলের তাড়া খান নি।

প্রতিদিনের পত্রিকায়তো আমরা এসবই দেখে আসছি, আজকে এর উপর হামলায় পড়ছে তো কাল ওর উপর। মাঝে মাঝে নিজেরাই নিজেগো উপরে। এভাবেই তো চলছে গত ৬ বছর। তবুও তিয়াশ মেটেনাই।
শুনলাম, শহীদ জিয়াউর রহমানের কবরেও নাকি হামলাইয়া পরবে। কুকুরগুলাইন কবে যে গুপালাগঞ্জের কবরেও লেলাইয়া পরে কে জানে?

২১ শে জুন, ২০১৪ রাত ২:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: সাধারণ জনগণ রাস্তায় নামার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে বলেই মনে হচ্ছে৷

৬| ২১ শে জুন, ২০১৪ ভোর ৬:৫৩

ঢাকাবাসী বলেছেন: একমত।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১:১৮

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে জুন, ২০১৪ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পিপিলিকার পাখা গজার মরিবার তরে..

নেভার আগে আগুন বেশী করে জ্বলে উঠে...

আওয়ামীলীগ অব বাকশাল ফর বাকশাল বাই বাকশাল;)

যেমন বৃক্ষ তেমন ফল!!!!!!!!!!!!!!!!!

২১ শে জুন, ২০১৪ দুপুর ১:২১

প্রবাসী ভাবুক বলেছেন: পিপিলিকার পাখা গজার মরিবার তরে.. কথাটি ঠিক আছে৷ তবে মৃত্যুটা যদি দীর্ঘজীবী হওয়ার পরে হয়, তাহলে জনগণের কতটাই বা শান্তি আসবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.