![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন ‘কাজের মেয়ে মর্জিনা আপনাকে হাত ধরে নিয়ে ক্ষমতায় বসাবে—এটা ভাবা অবান্তর। হুমকি-ধমকি না দিয়ে জনগণের কাতারে আসুন।’
-আসলে কাজের মেয়ে মর্জিনাকে এত ঘৃণার চোখে দেখা কি ঠিক হয়েছে? মন্ত্রী মহোদয় একবারও কি ভেবে দেখেছেন সাধারণ জনগণ কাজের মেয়ে মর্জিনাকে যতটা শ্রদ্ধার চোখে দেখে তার চেয়ে অনেক বেশি ঘৃণার চোখে দেখে আপনাদের?
বিএনপির কঠোর সমালোচনা করে আশরাফ আরও বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত সরকারের কিছুই হবে না।'
-হেসে বাঁচিনে বাবুজি! না হেসেও পারিনে! এটাকে জোক অব দ্য ইয়ার বলব না গ্রেট জোক অব দ্য সেঞ্চুরি বলব নাকি চরম আহাম্মকী বলব এটাই বুঝে পাচ্ছিনে! জনগণ আপনাদের কবে ভোট দিয়ে নির্বাচিত করল তা শুধু দেশের মানুষ নয়, পৃথিবীর কেউই দেখতে পায়নি!
বিএনপিও ভাল না এটা আমরা জানি৷ কিন্তু তাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন ঠিক বুঝে পাইনা৷ দেশের জন্য আপনারা নিজেরা কিছুই করতে না পেরে শুধু বিএনপির সমালোচনা করে তর্কে জয়ী হওয়ার এই বৃথা চেষ্টা বাদ দিয়ে দেশের জন্য কাজে মন দিন৷ তাতে দেশেরও মঙ্গল হবে সাথে আপনাদেরও!
২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৭
প্রবাসী ভাবুক বলেছেন: সরকারের কাজ হল জনসেবামুলক ও দেশের উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা করা ও তার বাস্তবায়ন করা এবং সাথে সাথে জনসাধারণ কি চায় সেদিকে মন দেওয়া৷ কিন্তু সরকারী দলের সব নেতাকর্মী কোন বক্তৃতায় সেকথা বলে না৷ তবে মঞ্চে উঠলেই বিএনপির বিরুদ্ধে যথাসম্ভব গালিগালাজ করতে থাকে৷ মাঝে মাঝে চরম অশ্লীল ভাষাও ব্যবহার করে৷ তাদের বক্তৃতায় নিশ্চয়ই সাধারণ মানুষ এসব কথা শুনতে চায় না; শুনতে চায় তাদের জন্য সরকার কি করছে বা কি করবে৷
যাইহোক মতামতের জন্য ধন্যবাদ!
২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৭
হার্ড হিটার বলেছেন: এরকম একটা পোস্টের জন্যে অনেকদিন থেকে অপেক্ষায় ছিলাম ।অবশেষে আপনি আশা পুরুন করলেন।এরকম পোস্ট আরো চাই ।প্রয়োজনে যত মাল্টি আছে সব ব্যাবহার করুন।
যেভাবেই হোক সামুকে বাচাতেই হবে।
২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৩
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে আমার কোন মাল্টি নাই৷ আমার পোষ্টটি আপনার মনঃপুত হওয়ায় আমি অতি আনন্দিত! আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৩
কালের সময় বলেছেন: যেভাবেই হোক সামুকে বাচাতেই হব
সহমত
২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪১
প্রবাসী ভাবুক বলেছেন: আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চিত সামু ঠিকই বেঁচে থাকবে!
৪| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৮
হরিণা-১৯৭১ বলেছেন: ভালো বলেছেন
২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ!
৫| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২১
কথার_খই বলেছেন:
-আসলে কাজের মেয়ে মর্জিনাকে এত ঘৃণার চোখে দেখা কি ঠিক হয়নি,
মন্ত্রী মহোদয় একবারও কি ভেবে দেখেননি সাধারণ জনগণ কাজের মেয়ে মর্জিনাকে যতটা শ্রদ্ধার চোখে দেখে তার চেয়ে অনেক বেশি ঘৃণার চোখে দেখে আপনাদের!!!!!
কিন্তু তাদের বুঝার বয়স হয়নি এবং কখনো হবেও না। ওরা বন্ধ চোখে জগৎ দেখে!
২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২০
প্রবাসী ভাবুক বলেছেন: জাতি তাদের পরনিন্দা শুনতে শুনতে ত্যক্ত-বিরক্ত৷ এরা মঞ্চে উঠে শুধু পরনিন্দা ছাড়া আর কিছুই বুঝে না৷
৬| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৯
ঢাকাবাসী বলেছেন: সারা রাত মাল খেয়ে তো আর কতা টিকমত বলা যায়না! সামুর আবার কি হলো?
২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩
প্রবাসী ভাবুক বলেছেন: মাল যে সারারাত খায়, দিনে যে খায় না এই গ্যারান্টি দেয় কি করে৷ এদের বক্তৃতায় কখনও জনগণের কথা নাই৷ আছে শুধুই রাজনৈতিক প্রতিপক্ষকে গালিগালাজ৷
সামুর যে আসলে কিছু হয়েছে তেমনটা তো মনে হয় না৷
৭| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: কাজের মেয়ে মর্জিনা বলতে উনি কোন ঘৃণার পাত্রী নয় - ড্যান ডব্লিউ মজিনাকে বুঝিয়েছেন।
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯
প্রবাসী ভাবুক বলেছেন: হঠাৎ করে ড্যান মজীনাকে তার কাজের মেয়ে মনে হওয়ার কারণ কি? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না৷ সত্য কথা যেই বলুক তাদের গা জ্বলে উঠছে! আসলে ক্ষমতার স্বাদ এতটাই মিষ্ট যে, সত্য বললেই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ে আঁতকে উঠে! কারণ তারা যতই মুখে বড় বড় কথাই বলুক না কেন মনের ভিতর ঠিকই অপরাধ বোধ কাজ করে৷
৮| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: ড্যান মজিনা মোড়ল রাষ্ট্র আমেরিকার কাজেল মেয়ে - এখানকার ব্যাপার স্যাপার দেখাশোনার জন্য তাকে রাখা হইছে। কিন্তু গাধারা (বিএনপি) মনে করতেছে, উনি বোধ হয় বিরাট ক্ষমতাবান - তাই বিএনপির নেতারা সিরিয়াল দিয়া ওনার পদচুম্বনে ব্যস্ত। কিন্তু সৈয়দ আশরাফ তেনাদেরকে বুঝাইয়া দিছেন যে, কাজের মেয়ে মজিনার পদচুম্বন কইরা কোন ফায়দা নাই। এই অঞ্চলের একমাত্র মোড়ল হইল ইন্ডিয়া, যার পদযুগল চম্বনের একচ্ছত্র অধিকার কেবল হাসিনার - আর কারো না।
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২
প্রবাসী ভাবুক বলেছেন: পদচুম্বন কোন কৃতিত্বের বিষয় নয়৷ সে আমেরিকা হোক আর ভারতই হোক৷ যাদের নিজেদের কোন ব্যক্তিত্ব নাই৷ জনগণের কাছে যাদের কোন গ্রহণযোগ্যতা নাই৷ তারা পদচুম্বন করে ক্ষমতায় থাকার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য৷
৯| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিএনপিও ভাল না এটা আমরা জানি৷ কিন্তু তাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন ঠিক বুঝে পাইনা৷ দেশের জন্য আপনারা নিজেরা কিছুই করতে না পেরে শুধু বিএনপির সমালোচনা করে তর্কে জয়ী হওয়ার এই বৃথা চেষ্টা বাদ দিয়ে দেশের জন্য কাজে মন দিন৷ তাতে দেশেরও মঙ্গল হবে সাথে আপনাদেরও!
তাদের ক্রমাগত মিথ্যাচার, তাদের অহংকার তাদের ডুবাবে।
অস্ত্র দিয়ে, অনির্বাচাতি সং-সদ নিয়ে আবার বড় বড় কথা!!!
রাজণীতি করতে এতটাই নিলর্জ্জ আর বোধহীন হতে হয়!!!!!!!!!!!!!! হাম্বারা খুব বাজে নমুনা রেখে গেল!!!!!!!!!!!!!!
২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৫
প্রবাসী ভাবুক বলেছেন: আমরা রাজনীতিতে বাজে নমুনা দেখে আসছি সেই স্বাধীনতার পর থেকেই৷ বাকশাল গঠন বলেন, জিয়াউর রহমানের ক্ষমতা দখল বা এরশাদের ক্ষমতা দখল থেকে পরবর্তী নির্বাচিত সরকারগুলোর কেউই খুব ভাল কোন উদাহরণ রেখে যেতে পারেনি৷ তবে সবকিছুকেই ছাপিয়ে গেছে বর্তমান সরকার৷ এরা সন্ত্রাস, হত্যা, গুম, খুন, অন্যায়, অবিচার, নীতিভ্রষ্টতা,মিথ্যাচারের, নির্লজ্জতার সকল সীমা ছাড়িয়ে গেছে৷
১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
এই আমি সেই আমি বলেছেন: এই ধরনের পোস্ট দিলে সামু উদ্বার হবে । হা হা হা ।
২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে ঐটা কারও ব্যক্তিগত মতামত৷ এধরনের পোষ্ট দিলে সামু উদ্ধার হবে নাকি সামু আমাকে উদ্ধার করে এটা চিন্তার বিষয়! যাইহোক আপনাকে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৯
নতুন বলেছেন: সমস্যা হইলো সব দলের সমথ`ক সবাই চাটুকার.... সুবিধার জন্য দলের চাটুকারী করে..
তাই রাজা যে নেংটা এটা কেউই বলেনা...