![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
সরকার খুব সূক্ষ্মভাবে সামনে এগোচ্ছে। তবে সুক্ষ্ম না ইচ্ছামত সামনে এগোচ্ছ বললেই সঠিক হবে। প্রথমদিকে ছোটখাট বাঁধা থাকলেও তা ধীরে ধীরে সরে যাচ্ছে। সবচেয়ে বড় বাঁধা ছিল ৫ই জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করা। সেটা কোনভাবে এবড়োথেবড়ো ভাবে অনুষ্ঠিত করার পর আওয়ামীলীগও ভাবে নাই এভাবে ক্ষমতায় রয়ে যেতে পারবে। কিন্তু বিএনপি নেতাদের নামে বিভিন্ন দুর্নীতির মামলা ঝুলিয়ে দিয়ে বিএনপিকে দুর্বল করে নিজেদের পথ খুলে ফেলতে পারছে। নির্বাচনের অব্যবহিত পরও আওয়ামী লীগ ভাবে নাই এই নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর ক্ষমতায় থাকা সম্ভব।
অনলাইন সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করায় প্রথমে আইসিটি আইন, তারপর টিভি মিডিয়ায় টকশোতে সরকারের সমালোচনা করায় সম্প্রচার নীতিমালা, এরপর সরকার বিরোধী আন্দোলন করলেই যাতে বিচারের নামে আটকে রেখে আন্দোলন করার ক্ষমতা শেষ করে দেওয়া যায় সেই জন্য সর্বশেষ সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারণের ভয় দেখিয়ে বিচার কার্যনিজেদের ইচ্ছামত চালানো যায় সেই জন্য বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে নিয়ে নিয়েছে।
এখন গ্রেফতারের ভয়ে কেউ আর সরকারের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায় না। সাধারণ জনগণ তো দূরের কথা খোদ বিএনপি নেতারাও সেই দুঃসাহস হারিয়ে ফেলছে। বিএনপি ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এখন মাঝে মধ্যে মিডিয়ায় উপস্থিত হয়ে নিজেদের অবস্থান জানান দিলেও অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুদিন পর হয়ত বিএনপির কোন নেতা সরকারের বিরুদ্ধে আর কথা বলতে চাইবে না।
সরকার এর আগে বিএনপির আন্দোলন ঠেকানোর কথা বললেও ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে বিএনপিকে ঠেকানোর কথা বলছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা সরাসরি বলছে। আগে ২০১৯ সালের নির্বাচনের কথা বললেও এখন ২০৪১ সালের কথাই বারবার বলছে। সরকার ধরেই নিয়েছে যে, তারা ২০৪১ সাল পর্যন্ত বিনা বাঁধায় রয়ে যেতে সম্ভব। তা হয়ত পেরেও যেতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে আওয়ামী লীগের অনুকুলেই যাচ্ছে। আমরা অনন্ত ভবিষ্যতের দিকেই তাকিয়ে রইলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮
প্রবাসী ভাবুক বলেছেন: অবশ্যই বিএনপিও দায়ী। বিএনপি যদি সঠিকভাবে আন্দোলন করতে পারত্, তাহলে এই অবস্থা হত না।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লিখেছেন ভাই
সত্য লিখেছেন
ভাল থাকা হোক
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাইজান।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
ঢাকাবাসী বলেছেন: এর জন্য বিএনপি নিজেই কিছুটা দায়ী।