নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন!

০৪ ঠা অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩০

বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে৷ এটা আমার কথা নয়৷ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের কথা! আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের কথা তো আর ফেলনা হতে পারে না৷

আমরা একটা বিষয় সম্পর্কে নিশ্চয়তা পাই৷ সেটা হল- আমাদের বর্তমান সরকার বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়া নিশ্চিত না করা পর্যন্ত কারও কাছে ক্ষমতা হস্তান্তর করার ইচ্ছা নাই৷ এটা ভেবে আমরা বড্ড খুশি হই যে, অন্তত কেউ একজন বা কোন একটি রাজনৈতিক দল দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মহৎ ব্রত নিয়ে অনেক বাঁধা বিপত্তি, ন্যায়নীতি উপেক্ষা করে হলেও কোন অবস্থাতেই পিছপা হচ্ছে না৷

আমাদের প্রধানমন্ত্রীও হয়ত ততদিন পর্যন্ত শাসনভার চালিয়ে যাবেন বলেই আমাদের ধারণা৷ প্রধানমন্ত্রীর বর্তমান বয়স ৬৭৷ ২০৪১ সালে বয়স হবে ৯৪ বছর৷ তার আজীবনের স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করা৷ বাংলাদেশ একবার উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গেলে তিনি অবসর নিয়ে ফেলতে পারেন৷ কারণ তার আজীবনের লালিত স্বপ্ন পূরণ হয়ে গেলে দ্বায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াটা স্বাভাবিক৷

আমার মনে হয় ২০৪১ সালের টার্গেটটা অনেক দ্রুত হয়ে গেল৷ কারণ আমরা এত দ্রুত আমাদের এমন প্রধানমন্ত্রীর শাসন থেকে মুক্ত হতে চাই না৷ চাই তিনি আরও বেশিদিন আমাদের শাসন করুক৷ আর তাই উন্নত রাষ্ট্রে পরিণত করার টার্গেটটা ২০৪১ থেকে সরিয়ে ২০৬১ বা তারও পরে করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪০

কলাবাগান১ বলেছেন: টিটকারীই এখন সম্বল.................

০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: ভাবি, ন্যায় নীতি বিসর্জন দিয়ে কিছু মানুষ স্বার্থের জন্য এরকম একটা সরকারের দালালী করে কিভাবে? নীতিহীন মানুষদের আমার কাছে নিকৃষ্ট মানুষ মনে হয়।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

রিফাত ২০১০ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী কে আগামী ৩০১৪ সাল পর্যন্ত বাঁচিয়ে রাখার ও প্রধানমন্ত্রী পদে বহাল রাখার ব্যবস্থা করা গেলে ভালো হয়। দেশের উন্নয়নের এমন মহান কারিগরকে আমরা হারাতে চাইনা।

০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: আরও ভাল হয় অনন্তকাল প্রধানমন্ত্রী পদে যদি রাখা যায়।

মানুষ আসলে বাঁচে কয়দিন! তার চেয়ে বড় কথা আমাদের প্রধানমন্ত্রী এখন বৃদ্ধ। মারা গেলেই সব শেষ। শুধু সামান্য কিছুদিনের ক্ষমতার জন্য কত গুম, খুন! কত অনৈতিকতা। আমার লেখায় মুলত এটাকেই বুঝানোর চেষ্টা করেছি।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৩

এ কে এম রেজাউল করিম বলেছেন: যত সব ফালতু বাল-ছাল পোষ্ট।

০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: আপনার ইচ্ছামতই সব পোষ্ট হবে এমনটা নিশ্চয় আশা করা ঠিক নয়।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০

ঢাকাবাসী বলেছেন: বর্তমানে সরকারের পাচাটা নির্বোধ দাললালদের সংখ্যাটাই বেশী।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ ভাইজান! পা-চাটা দালালগুলো আসলে স্বার্থের জন্যই নৈতিকতা বিসর্জন দিয়ে দালালী করে। এরকম দালাল সবসময়ই এবং সবখানেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.