![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আজ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, 'অপরাধী কোন দলের তা জানতে চাই না৷' অপরাধী যে দলেরই হোক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ আশা করব এটা আমাদের প্রধানমন্ত্রীর কথার কথা৷ অর্থাৎ তিনি বরাবর যেভাবে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছেন এটা তেমনি একটা আশ্বাস মাত্র৷
প্রধানমন্ত্রীর নির্দেশ যদি প্রশাসন সঠিকভাবে পালন করে তাহলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে এটা নিশ্চিত৷ কারণ দেশবাসীর মত প্রধানমন্ত্রীও জানেন, দেশে অপরাধ প্রবণতা অনেক বেশি এবং এর সব অপরাধের অপরাধীরাও একটিমাত্র দলের৷ আর সেই দলটি তার নিজের৷ দেশে অন্য কোন দলের লোকের অপরাধ করার দুঃসাহস নাই৷ যেখানেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যত বেশি শক্তিশালী সেখানে তাদের অপরাধ প্রবণতাও তত বেশি৷ আর অপরাধের ধরন বলতে এমন কোন অপরাধ নাই যা তারা করে না৷ তাই অপরাধীদের আটকিয়ে ফেললে আওয়ামী লীগে লোক খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়বে৷
আর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো বদলি, ওএসডি সহ নানারকম হয়রানি ও অপমানজনক শাস্তি রয়েছে প্রশাসনের লোকদের জন্য৷ বেচারারা সরকারী চাকরি করে একটু নিরিবিলি থাকতে চায়৷ অপরাধীদের ধরতে গিয়ে তাদেরই বা বিপদে ফেলবেন কেন? তাই বলি, আপনার কথা যেন কথার কথা হয়েই থাকে৷
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬
প্রবাসী ভাবুক বলেছেন: ঐশিশুটির মতো আমিও যথেষ্টমজা পাইলাম৷
আপনাকে ধন্যবাদ৷
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: আপনি কি মনে করেন তিনি তার ঐসব কথা রাখার জন্য বলেন! পাগল!
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: https://www.youtube.com/watch?v=KMObw5TBsK0