![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আমাদের রাজাকারের বংশধর ওরফে বেয়াই মন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে৷
ইনি যে উপায়ে মন্ত্রী হয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই খানে সারাক্ষণ সংবিধানের দোহায় দেওয়া হয়৷ অথচ আমাদের সংবিধানে পরিস্কার ভাবে উল্লেখ করা আছে যে, জনপ্রতিনিধিদেরকে জনগনের প্রত্যক্ষ ভোট নির্বাচিত হতে হবে।
এই ব্যক্তি প্রবাসীকল্যাণমন্ত্রণালয় দখল করে রাখলেও গত ৬ বছরে মধ্যপ্রাচ্যে একজন শ্রমিকও পাঠাতে পারে নাই৷ ফলে বেকার সমস্যায় অতিষ্ঠ হয়ে মানুষ অবৈধ উপায়ে সমুদ্রপথে যেতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে৷ আর সেই সাথে বিদেশের মাটিতে দেশের বদনাম তৈরি করছে৷
উক্ত রাজাকারের বংশধর বেয়াই মন্ত্রীর ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা তৈরি করা ছাড়া আর কোন উপায় থাকার কথা নয়৷ কারণ উক্ত ২০০ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আতঙ্কে রয়েছেন৷ তাই সেখানে নির্বাচন ছাড়াই বিজয়ী হওয়া ব্যতীত অন্য কোন পন্থা অবলম্বন করে নির্বাচিত হওয়া তো দূরের কথা মানসম্মান রক্ষা করারও কোন পথ নাই৷
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রবাসী ভাবুক বলেছেন: বিষয়টা শুধু তিনি ও তার দল ভালভাবে উপলব্ধি করতে পেরেই নিজেদের চিন্তা ভাবনায় বিরোধী পক্ষকে নির্মুল করাই একমাত্র লক্ষ্য হয়ে দাড়িয়েছে৷
সহমত এর জন্য ধন্যবাদ৷
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: পোস্টে ++
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ৷
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: এই ব্যক্তি প্রবাসীকল্যাণমন্ত্রণালয় দখল করে রাখলেও গত ৬ বছরে মধ্যপ্রাচ্যে একজন শ্রমিকও পাঠাতে পারে নাই৷ ফলে বেকার সমস্যায় অতিষ্ঠ হয়ে মানুষ অবৈধ উপায়ে সমুদ্রপথে যেতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে৷ আর সেই সাথে বিদেশের মাটিতে দেশের বদনাম তৈরি করছে৷
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১
প্রবাসী ভাবুক বলেছেন: তার এই সফলতার পালকে আরও যুক্ত আছে ইতালির কৃষিভিসা প্রাপ্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ পড়া৷ অথচ দেশের সাধারণ মানুষের ইউরোপে বৈধপথে যাওয়ার প্রধান উপায় ছিল ইতালির কৃষিভিসা৷
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২
ঢাকাবাসী বলেছেন: যা ইনকাম করে তার একটা অংশ ..ইনকে দিতে হয় তো। আর তার ফলে ভয়ংকর াযোগ্য অপদার্থ অদক্ষ হলেও ন্ত্রীত্ব অটুট!
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
প্রবাসী ভাবুক বলেছেন: সেই তিনি আবার বেয়াই মানুষ! রাজাকারদের সামাজিকভাবে বয়কটের কথা বলা হলেও তিনি যে শেখ পরিবারের জামাই৷ শেখ পরিবারের জন্য সবই বৈধ৷ তারা হলেন এক্সট্রা অর্ডিনারি৷
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
হাসিব০৭ বলেছেন: এইসব মানুষরূপি হায়েনাগুলোকে হাসিনার দূর্দেনে খুজে পাওয়া যাবে না
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
প্রবাসী ভাবুক বলেছেন: হাসিনার চারিপাশে এখন শুধুই চাটুকারের আনাগোনা৷ আর চাটুকার মানেই সুদিনের সাথী৷
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উক্ত রাজাকারের বংশধর বেয়াই মন্ত্রীর ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা তৈরি করা ছাড়া আর কোন উপায় থাকার কথা নয়৷ কারণ উক্ত ২০০ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আতঙ্কে রয়েছেন৷ তাই সেখানে নির্বাচন ছাড়াই বিজয়ী হওয়া ব্যতীত অন্য কোন পন্থা অবলম্বন করে নির্বাচিত হওয়া তো দূরের কথা মানসম্মান রক্ষা করারও কোন পথ নাই৷
সহমত।
++