![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
পতিতা দর্শনের টিকিটের ১৫,০০০ টাকা!!! গত কয়েকদিন পত্রপত্রিকাসহ সামাজিক মাধ্যমে দেখতেছি বাংলাদেশে নাকি এক কুখ্যাত পতিতাকে 'শো' জন্য আনা হচ্ছে যাকে দেখতে টিকিটের মূল্য ১৫,০০০ টাকা৷ এ বিষয়ে সরকার বা কোন সামাজিক বা ধর্মীয় কোন সংগঠন বিরোধিতা করেছে বলে জানা নেই৷
আমাদের রুচির কত অবনতি হয়েছে ভাবা যায়!!! যারা দাওয়াত দিয়ে আনছে আর যারা দেখতে যাচ্ছে এদের রুচি কতটা নিম্ন প্রকৃতির হতে পারে তা এই কাজের মাধ্যমে প্রকাশ পাচ্ছে৷ সবচেয়ে বড় কথা আমাদের সমাজ সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত এই বিষয়ে সরকারের অবশ্যই বাঁধা দেওয়া উচিত ছিল৷
সে হয়ত কোন দেশের সেলিব্রেটি হতে পারে কিন্তু আমাদের দেশে শুধু বেমানান বললে ভুল বলা হবে বরং এটা দেশের সংস্কৃতির ধ্বংস করে দেওয়ার পদক্ষেপ৷একসময় আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গণধর্ষণ নিয়ে ছিঃ ছিঃ করতাম৷ ভারতীয় নগ্ন সংস্কৃতি আমাদের দেশে প্রবেশ করায় ইদানীং পত্রিকার পাতা খুললেই গণধর্ষণের বা ধর্ষণের পর হত্যা জাতীয় সংবাদ যেন গা সওয়া হয়ে গেছে৷ আর এসব পতিতা প্রদর্শনী নিশ্চিতভাবে এসব অপকর্মকে উস্কে দিবে৷
বিশ্বের সব দেশে নিজ দেশ বা অন্য দেশের বড় বড় কিংবদন্তীদের দাওয়াত করে আনা হয় যাতে উঠতি প্রজন্ম তাকে দেখে অনুপ্রাণিত হয় এবং পরবর্তীতে তারা এরকম কিংবদন্তী হওয়ায় উৎসাহিত হয়৷ আর আমাদের দেশে সানি লিওন নামক পতিতা আনায় আমাদের যুব সমাজ শুধু বিপথগামী হবে না সাথে অন্যরাও হয়ত অনুপ্রেরণা খুঁজে পাবে পতিতাবৃত্তির মাধ্যমে সেলিব্রেটি হওয়ার৷ এখনও সময় আছে সরকারের হস্তক্ষেপ জরুরী৷
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬
প্রবাসী ভাবুক বলেছেন: মুসলিম হিসেবে তো বটেই, আমাদের দেশীয় সংস্কৃতিরও পরিপন্থী বিষয়কে সম্মানের সাথে উপস্থাপন ন্যাক্কারজনক৷
২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯
মাঘের নীল আকাশ বলেছেন: আমরা হইলাম সুবিধাভোগী ভন্ড মুসলিম...কাজেই সানি লিওন বোরখা পড়ে বেলি ড্যান্স দিলে তা জায়েজ করার জন্য বহুত আলেম আছে...চিল আউট ব্রো!
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮
প্রবাসী ভাবুক বলেছেন: এখানে শুধু ধর্মীয় বিষয় বা আলেম ওলামা দের বিষয় নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করারও একটা উপলক্ষ এটি৷
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫
আবুতালহা অপু বলেছেন: beauty secret : It is very sad new for us. we are 90% muslim but we cant create our life like prophet .