![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
গতকাল কিডনি পাঁচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব৷ সাথে দুইজন ভুক্তভোগীকেও আটক করেছে৷ চক্রটি নিয়মিত এই কাজ করে আসছে দীর্ঘদিন থেকে৷ আর কিডনি নেওয়ার পর তাদের হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতার হওয়া এই চক্রের সদস্যরা৷
আটক হওয়া ভুক্তভোগী দুই ব্যক্তি যাদের কিডনি নেওয়ার জন্য আনা হয়েছিল তারা জানিয়েছে কিডনি দিলে তাদের অটোরিকশা কিনে দিবে বলে অভাবের তাড়নায় তারা কিডনি দিতে আগ্রহী হয়েছে৷ মানুষের অভাবটা কোন পর্যায়ে পৌঁছেছে ভাবতে সত্যি কষ্ট হয়৷
দেশ যে এগিয়ে যাচ্ছে এটা তার ক্ষুদ্র প্রমাণ৷ এগিয়ে যাচ্ছে তবে সেটা উল্টা দিকে৷ আর দেশ তো এখন মধ্যম আয়ের দেশ৷ এখন মানুষের কোন অভাব নাই৷ তবে শুধু কিডনি বিক্রি করে অভাব মোচন করতে গিয়ে বুড়িগঙ্গায় ঠায় হয়৷
অভাবের তাড়নায় কর্মসংস্থানের আশায় এবং ভাগ্যান্বেষণে যখন মানুষ অবৈধ পথে সাগর পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে সাগরেই প্রাণ হারায় তখন অনেকেই ক্ষোভের সুরে বলে অতি লোভের কারণে তারা প্রাণ দিয়েছে৷ দেশে তাদের কর্মসংস্থান না থাকায় পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার আশায় তারা বিদেশে পাড়ি জমাচ্ছে এটা কেউ ভাবতে চায় না৷
©somewhere in net ltd.