![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাংসদ (গাইবান্ধা-১) মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আট বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে৷ লিবিদ্ধ শিশুর নাম সৌরভ (৮)। সৌরভের ডান পায়ে একটি ও বাম পায়ে দুটি গুলি লেগেছে। তার অস্ত্রোপচার করা হয়েছে।
দেশটা যেন মধ্যযুগীয় বর্বর রাজাবাদশাহদের আমলের মত হয়ে গেছে৷ আগেকার রাজাবাদশাহরা শখের বশে পশু শিকারের মত মানুষকেও খেয়াল খুশিমতো মতের অমিল হলেই মেরে ফেলত, তেমনি ক্ষমতাসীনদের খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা তাকে গুলি করতে পারে৷ এজন্য তাদের কারও কাছে কোন কৈফিয়ত দিতে হয় না৷
এত সামান্য শিশু! হাতের নিশানা পরীক্ষার জন্য দু-চারজন মানুষকে গুলি করে মেরে ফেললেও কিছুই করার ছিল না৷ বরং যারা প্রতিবাদ করতে যাবে টাঙ্গাইলের কালিহাতীর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গুলি করে মারবে৷
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: আওয়ামী লীগে যে সন্ত্রাসী আছে তাদের যদি সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় তাহলে সংগঠনটির অন্য নামকরণ প্রয়োজন হতে পারে৷ তাদের সন্ত্রাসী না বলে বলুন আওয়ামী লীগার৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ছাসা ডোনার ভাই
২| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
সচেতনহ্যাপী বলেছেন: সাংসদের দেশ প্রেমের নমুনা !! এদের আমরাই নির্বাচিত করে অহংকারে গলে পড়ি!!
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: কাদের নির্বাচিত বলছেন ভাইজান! এরা তো অটো এমপি! জনগণের দ্বারা নির্বাচিত হলে জনগণকে গুলি করতে হলে দুইবার ভাবত৷
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫
ঢাকাবাসী বলেছেন: এরাই আইন প্রনেতা!
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪১
প্রবাসী ভাবুক বলেছেন: "এরাই আইন প্রনেতা!"
এইসব লোক আইনপ্রণেতা হতে পারে তা ভাবাটাও লজ্জাকর! কিন্তু এটা ভাবনা নয়৷ আমাদের দেশের ঐতিহ্য৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ঢাকাবাসী
৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: এরা মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করবে আর এরাই যদি পিস্তুল চালায় তাহলে সাধারণ মানুষ যাবে কই?
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
প্রবাসী ভাবুক বলেছেন: এভাবে যাদের তারা চাইবে মারবে৷ যাদের প্রতি কৃপা প্রদর্শন করবে তাদের বাঁচিয়ে রাখবে৷ এরা কখনও নিজেরা, আবার কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যাকে খুশি মারবে৷ বেশি কথা বললে তারও রেহায় নেই৷
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০
ছাসা ডোনার বলেছেন: দেশে কোন সন্ত্রাসী নেই, থাকবে কোথায়? সবাই তো এখন হাম্বালীগে , আর হাম্বালীগের সবাই তো দেশ ছেড়ে স্বর্গে আছেন।