![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
কিছুদিন আগেও দেশে সরকারী দলের নেতাদের যেকোন সভা, মিটিং, মিছিল, বক্তৃতায় শোনা যেত বাংলাদেশে জঙ্গী রয়েছে৷ তাদের সাথে আন্তর্জাতিক জঙ্গী কানেকশন রয়েছে ইত্যাদি৷
কদিন আগে দুজন বিদেশী হত্যাকান্ডের পর থেকেই হুট করে বলা শুরু করেছে বাংলাদেশে কোন জঙ্গী নাই, জঙ্গীর অস্তিত্ব নাই৷ যা আছে সব ষড়যন্ত্রকারী৷
বিদেশী হত্যাকাণ্ডের পর পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতা পাতিনেতারা পর্যন্ত হত্যাকারীদের নাম বলে দিয়েছিল৷ এখন বিদেশীরাও যখন নিজেদের মত করে তদন্ত করছে সরকারের পাশাপাশি তখন সরকার বুঝতে পারছে উদোরপিণ্ডি বুধোর চালিয়ে দেওয়া সম্ভব হবে না৷ আর তাই এখন খুনিদের কোন কুল কিনারা পাচ্ছে না৷
হত্যাকান্ডের পর পর সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল যে তদন্তকারীরা প্রায় সব কিছু উদ্ধার করে ফেলেছে৷ এখন দেখা যাচ্ছে, এখনও সেই প্রাথমিক অবস্থায়ই রয়েছে৷
আসলে সরকার কোনটি সঠিক বলছে আর কোনটি কল্পিত বলছে এটা বুঝে উঠা কঠিন৷ আমরা সাধারণ জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি৷
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
প্রবাসী ভাবুক বলেছেন: জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই হয়ত এভাবে পরিস্থিতি বুঝে বক্তব্য দেওয়া হয়৷
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: রাজনীতি বলে কথা।। সর্বদা একেবেকে চলা!! সকালে এক,দুপুরে আরেকটা এবং রাতে পুরোই নূতনটা ।।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৩
প্রবাসী ভাবুক বলেছেন: একারণেই আমাদের রাজনীতিবিদদের কেউ বিশ্বাস করে না এবং সবাই মনে মনে ঘৃণা করে৷
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
বাংলার ফেসবুক বলেছেন: বস শিরনামেই বাজিমাত।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১
প্রবাসী ভাবুক বলেছেন: জি ভাই, আমরা মানি আর না মানি তারা তাদের সুবিধামতো বক্তব্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে৷যাচ্চে
আপনাকে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা সাধারণ জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি৷ কথা সইত্য !!!