| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকবাল১৫০২
আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।
উপরের শিরোনামটি এখন অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এটাকে শিষ্টাচার বহির্ভূত শব্দ বলছেন। আমি সবিনয়ে বিষয়টির বিরোধিতা করছি।
বিএনপির ১ম সারির নেতা মউদুদ আহমেদ সহ অনেকেই বলেছেন, সংসদ নেতা যে পথে চলেন তার অনুসারিরা সে পথেই চলেছেন। বিষয়টি হয়ত আংশিক সত্য। ‘চুদুর বুদুর চলত না’ এটা একটা বহুল জনপ্রিয় কথা। আমাদের দেশের অনেক মানুষ ফান করে বা রেগে গেলে একথা বলে থাকেন। মাননীয় সাংসদরা আমাদের ভোটে নির্বাচিত বা এমপিদের ভোটে নির্বাচিত। সুতরাং তারা আমাদের মুখের কথাত সংসদে বলতেই পারে।
এটাকে যদি কার্য্য বিবরণি থেকে বাদ দেয়া হয় বা শিষ্টাচার বহির্ভূত বলা হয় তাহলে আমাদের কোটি কোটি ভোটারকেই অসম্মান করা হবে। বরং আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের সাংসদরা জটিলভাবে নয় বরং অতি সাধারণ ও সাবলিলভাবে তাদের মনোভাবকে তুলে ধরেছেন। সাবাস সাংসদ ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১৭
আরহাসান বলেছেন: ঠিক বলেছেন, ভবিষ্যতে শালা, কুত্তার বাচ্চা, মাগি, হারামজাদি, ইত্যাদি আরো বহুল প্রচলিত বাংলা শব্দ বলার অনুমতি দেয়া হোক ।