নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

মুক্ত আলোচনা: রাজনীতিবিদ বনাম ব্যবসায়ি

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২

উপরের শিরোনামে অনেক আলোচনা আমরা অনেক শুনেছি। বর্তমান সময়কে বিবেচনা করে অভিজ্ঞজনরা এ ব্যাপারে কি মনে করেন। অনেকেই বলছেন- একজন রাজনীতিবিদকে অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। যেমন, অনেক অনুসারিকে ম্যানেজ করতে হয় নানানভাবে, প্রচুর সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে হয়, প্রতিদিন বেশ কয়েকটি শালিস করতে হয়। এছাড়াও বিভিন্ন ধরণের দান-ধ্যানত আছেই। এটা যে কেবল সরকারী দলের নেতারা মেনে চলে তা নয়, মোটামুটি ৪টি প্রধান দলের নেতারাই কমবেশি মেনে চলে। অনেকেরই জিজ্ঞাসা এই জজ্ঞ চালাতে যে বিপুল খরচ হয় তা কিভাবে জোগাড় হয়। এটা নেতাকেই জোগাড় করতে হয়।

একইভাবে একজন ব্যবসায়িকে নানানভাবে তার খরিদ্দার জোগাড় করে তার ব্যাপক খরচ মেটাতে হয়। একমাত্র ব্যবসায়িরাই জানেন তিল তিল করে কিভাবে ব্যবসাকে বড় করতে হয়। আমি অবশ্য্ই বড় ব্যবসায়িদের কথায় বলছি।

এধরণের একটি তুলনামূলক আলোচনা কি ইঙ্গিত করছে? পাঠক ভেবে দেখবেন কি? কাউকেই আঘাত দেবার জন্য এ আলোচনা নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.