নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কবিতা

ইকবাল মাহমুদ

নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা, সহজ সরল অনেক, মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে। ল' পরতেসি, গীটার আর গান খুব ভালবাসি, কবিতা ভালবাসি , আর ভালবাসি বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা । আর হাল্কা লিখালিখির বদভ্যাস আছে। https://www.facebook.com/iqusan

ইকবাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিনা খরচে ত্বকের যত্ন নিন

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১





আপন জানালা- রূপঅঙ্গন

আপনার হাত একদম খালি? ভাবছেন কি করে ত্বকের যত্ন নিতে পারবেন? তাহলে হতাশ হবেন না , আপনি অনেক কিছুই করতে পারেন ত্বকের পরিচর্যার জন্য।



১# প্রচুর পরিমান পানি পান করুন। এতে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। তবে একই সাথে এটা ও গুরুত্বপূর্ণ যে একসাথে বেশি পানি খাবেন না । সারাদিনে মোটের উপর পানি খাওয়ার পরিমান বাড়ান। দেখবেন আপনার ত্বক হয়ে উঠছে প্রানবন্ত।



২# দৈনিক কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমান। একজন মানুষের প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। এর কম ঘুম হলে আপনার চেহারার উজ্জ্বলতা কমে যেতে পারে। সুইডিশ গবেষক “জন এক্সেলসন” এর মতে ঘুমের স্বল্পতার জন্য আপনি আপনার আউট-লুক এর আকর্ষনিয়তা হারাবেন।



৩# সূর্যের আলোতে কম বের হবেন। হ্যাঁ! আপনার ত্বকের জন্য ভিটামিন “ডি” অতি প্রয়োজন। যা কিনা শুধুমাত্র সূর্যের আলোতেই থাকে। তবে অতিমাত্রায় সূর্যের আলোতে বের হলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে এমনকি আপনার হয়ে যেতে পারে “স্কিন ক্যানসার” ।



৪# মিষ্টি জাতীয় খাবার কমিয়ে ফেলুন। এতে করে আপনি রাখতে পারেন আপনার ত্বক কে কোমল ও মসৃণ। রক্তে অতিরিক্ত সুগারের ফলে আপনার ত্বক হয়ে যেতে পারে অতিমাত্রায় খসখসে ।



৫# গোসলের পর শরীর জোরে জোরে মুছবেন না। বরং অনেক যত্ন সহকারে আস্তে মুছুন। প্রয়োজনে তোয়ালে জড়িয়ে পানি শুকিয়ে নিতে পারেন। কারন জোরে মুছার ফলে শরীরের ত্বকের স্বাভাবিক তৈলাক্ততা হারায় যা কিনা ত্বকের জন্য মোটেও ভালো কিছু নয়।



৬# ব্রণ খুঁটবেন না। এতে করে ত্বকে দাগ পড়ে যেতে পারে এমনকি ত্বকে ইনফেকশন ও হয়ে যেতে পারে।



৭# হাস্যোজ্জ্বল থাকুন কেননা এতে করে আপনাকে দেখাবে অনেক প্রাণবন্ত ও সজীব।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

আলী খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭

ইকবাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

-আরোহী বলেছেন: ৮# একটু "শান্তি" পেলে আর কিছুই লাগে না।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮

ইকবাল মাহমুদ বলেছেন: হাহাহা... একমত

৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০২

বেকার সব ০০৭ বলেছেন: গুড পোস্ট+++++++++++++++++++++++++++++++++++++++++্

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮

ইকবাল মাহমুদ বলেছেন: ++++

৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

দালাল০০৭০০৭ বলেছেন: নাইস পোস্ট

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮

ইকবাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: B-)

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৪

ইকবাল মাহমুদ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.