নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

পিশাচ সংসার (পর্বঃ ১)

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

আজকে আমার বিয়ে ৷ খুব ভালো স্টুডেন্ট না হওয়ায় ইন্টার পরীক্ষার পরেই বিয়ে জুটলো কপালে ৷ যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে কয়েবার কথা আর দেখাও হয়েছে ৷ ছেলেটাকে আমার ভালোই লেগেছে ৷ ওকে আমার ভাইয়া পছন্দ করেছে ভাইয়ার ফ্রেন্ডের আত্মীয় হয় শাকিল ৷ হ্যাঁ ওর নাম শাকিল ৷ রুবাইয়াত মোজাম্মেল শাকিল ৷ যেদিন ওরা আমাকে দেখতে এসে ওর পুরো নাম বলে আমিতো সবার সামনেই ফিক করে হেসে ফেলি ৷ কেমন আজগুবি নাম তিনটা নাম তিনরকমের কোন মিল নেই ৷

এরপর বিয়ে ঠিক হলো ৷ তারপর কয়েকবার ওর সাথে শপিং এ পার্কে গেছি ৷ ফাইনালি আজকে আমার আর শাকিলের বিয়ে ৷ সারারাত ঘুম হয়নি দুপুর থেকে ঘুম পাচ্ছিলো অনেক ৷ আম্মু বললো অনুষ্ঠানতো রাতে এখন একটু ঘুমিয়ে নে ফ্রেশ লাগবে ৷ আমিও একটা ফাকা রুমে গিয়ে দরজা লাগিয়ে শোয়া মাত্রই ঘুম ৷

--আ আ পনি কে?

-- কেনো নিজের স্বামীকে চিনতে পারছোনা?

-- শাকিল?? ওহ মাইগড তোমার চেহারা এমন কেনো? প্লীজ সামনে থেকে যাও ৷

-- হাহাহা যাবো? কেনো যাবো? আমি তো তোমাকে নিতে এসেছি ৷ এসো এসো ৷

নাদিয়া এই নাদিয়া নাদিয়া!!

ঘুম ভেঙ্গে গেলো আমার ৷ ওহ স্বপ্ন দেখছিলাম ৷ ইশ কি বাজে স্বপ্ন ৷ উফফ গড ৷
হ্যাঁ আম্মু আসছি ৷

-- কি রে কখন থেকে ডাকছি ৷ ঘুম হয়েছে? না হলেও আর ঘুমোনো যাবেনা চল রেডী হতে হবে পার্লারের লোক এসেছে ৷

-- ওকে আম্মু তুমি যাও আমি হাত মুখ ধুয়ে আসছি ৷

-- ঠিক আছে ৷

ছিহ বিয়ের মতো শুভ দিনে কি সব স্বপ্ন দেখলাম তাও আবার শাকিলকে নিয়ে ৷ আচ্ছা ও কি বিয়ের পর আমার সাথে অনেক খারাপ ব্যাবহার করবে? তাই এমন স্বপ্ন দেখলাম ৷ ধুরু কি ভাবছি ৷ দুপুরের একটা আজগুবি স্বপ্ন নিয়ে আবার ভাবছি আমি ধ্যাত ৷ এখন কোন চিন্তা না রেডী হতে হবে সুন্দর করে ৷

-- নাদিয়া আপু আপনার বেনারশী কি কালার? সে অনুযায়ী সাজাবো ৷

-- কালো কালার ৷

-- কালো?? কি বলেন আপু? বিয়ের বেনারশী কখনো কালো হয়?

-- আরেহ আপু হয়না এখন হবে ৷ দেখবেন আমার দেখাদেখি কালো বেনারশী পড়বে সবাই ৷

-- কিন্তু এমন বেনারশী কই পেলেন আপু? এমন রংয়ের কি বেনারশী হয়?

-- আমার বর এনে দিয়েছে ৷

-- উনি কোথায় পেলো?

-- আচ্ছা আপনি সাজাবেন? না নিজেই সেজে নিবো আমি?

-- না না সরি আপু বেশী কথা বলছি কাজ বাদ দিয়ে ৷ আসুন কি আর করা কালোর সাথের সাজই দিয়ে দেই ৷

-- জ্বী প্লীজ ৷


এই পার্লারের মহিলাকে গোয়েন্দা বিভাগে দেয়া উচিত ছিলো ৷ সাজাতে এসে আমার মাথাই খারাপ করে দিলো ফাজিল মহিলা ৷ এখন যদি সাজ একটু উনিশ বিশ হয় এটার ঘাড় ই মটকায় দিবো আমি হুহ ৷

-- নাদিয়া আপু মেকআপ শেষ দেখুন তো ঠিক আছে কি না ৷

আয়নায় নিজেকে দেখে মহিলার উপর থেকে সব রাগ চলে গেলো ৷ দারুণ সাজিয়েছে তো ৷ নাহ বেশী কথা বললেও মহিলার সাজানোর হাত ভালো ৷

-- আপু আপনার তো লং হেয়ার বেনুনী করবো নাকি খোঁপা?
-- দেখেন যেটা মানাবে করুন আপনিই ভালো বুঝবেন ৷

-- আচ্ছা আপু চুলে তো ফুল দিতে হবে কিন্তু কালো রংয়ের ফুল তো নেই ৷

-- মানে?

-- না আপনার গেটআপ কালো এখন লাল বা সাদা ফুল তো অড হয়ে যাবে ৷
-- হুম তাও তো ঠিক ৷ এটা তো মাথায় আসেনি ৷ কি করা যায়?

-- আপু আপনার বর কে জিগেস করুননা কালো বেনারশী আনতে পেরেছে ফুলও পারবে ৷
কথাটা বলেই মহিলা মুচকি মুচকি হাসলো যেনো কালো ব্যাপারটায় সে খুব মজা পাচ্ছে ৷ আবারো মেজাজটা খারাপ হয়ে গেলো ৷

-- এত কথা বলেন কেন ভাই? ফুল দেয়া লাগবেনা এমনি
চুল বেধে দেন ৷


যাক ফাইনালী বাচাল মহিলার থেকে নিস্তার পেলাম ৷

ঢাকা শহরের জ্যামকে মাঝে মাঝে স্যালুট করতে ইচ্ছে করে ৷ শাকিলদের আসার কথা সাতটা আটটা নাগাদ এসে পৌছালো রাত বারোটায় ৷ কি অবস্থা কতো রাত হয়ে গেছে কেমন আজগুবি টাইপ ব্যাপার মধ্যরাতে না কি বিয়ে ৷ বেশীরভার আত্মীয়ই ঘুমে টলছে ৷ অনেকে চলেও গেছে ৷ আমার খুব রাগ হচ্ছে ৷ এটা বিয়ে বাড়ী? কেমন শোরগোল বিহীন মানুষজন কম ৷ কি আজব ৷ আজ সব মেজাজ খারাপ করা ব্যাপার ঘটছে সব ওই স্বপ্নটার দোষ ওই স্বপ্ন দেখেই কপাল খারাপ যাচ্ছে আমার ৷ বিয়ে পরানো শেষ হলে বাসা থেকে আর দেরী করলোনা কেউ কারণ আবার যেতে হবে এত রাত হয়ে গেছে এমনি ৷ আমার তো কান্না পাওয়ার কথা বাসা থেকে চলে যাবো কিন্তু আমার কান্নাই পাচ্ছেনা কি লজ্জার ব্যাপার ৷ কান্নার অভিনয়ও তো জানিনা তাহলে না হয় একটু করতাম ৷ ইশ সবাই কি ভাববে? কিন্তু কালকেও আমার এতো কান্না পেলো চলে যাবো বলে আজকেই কি হলো যে যাচ্ছি তাও কান্না আসছেনা? নাহ কি যে সব হচ্ছে ৷


গাড়ীতে উঠেই একটা এত সুন্দর স্মেল পেলাম ৷ মনে হলো পৃথিবীতে এর চেয়ে সুন্দর স্মেল আর হতে পারেনা ৷ যতক্ষণ গাড়ীতে ছিলাম আমি যেনো মাতাল হয়ে যাচ্ছিলাম স্মেলটায় ৷ মনে হলো এই স্মেল এর জন্য সারাজীবন এই গাড়ীতেই বসে থাকা যায় ৷

-- শাকিল শুনছেন ৷
-- হ্যাঁ বলো ৷
-- গাড়ীতে কোন এয়ার ফ্রেশনার দেয়া?
-- কোনো এয়ার ফ্রেশনার নেই তো গাড়ীতে ৷
-- তাহলে কিসের স্মেল এতো সুন্দর?
-- হবে কোন কিছুর গাড়ীতে তো ফুল গিফটস অনেক কিছু আছে হয়তো কোনোটার হবে ৷
-- ওহ ৷

পৌছালাম ১ ঘন্টায় অথচ এই রাস্তায় শাকিলরা সাত ঘন্টা জ্যামে ছিলো ৷ সত্যি এটা আজব নগরী ঢাকাই বটে ৷

শাকিলের মা নেই বাবা আর একমাত্র বোন ৷ বোনেরও বিয়ে হয়ে গেছে বাসায় শাকিল আর আমার শ্বশুড় আজ থেকে আমিও এড হলাম ৷ অবশেষে সব নিয়ম কানুন শেষে প্রায় সাড়ে তিনটার দিকে ঘরে যেতে পারলাম এবার ঘুমানো যাবে উফফ ৷
কিন্তু ঘরের ভেতর গিয়ে লাইট জ্বালিয়েই আমার পিলে চমকে গেলো !!!!!!

চলবে......

পরের পর্বের লিংকঃ Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমেজহীন বিয়ে, কষ্টকর পরিবেশ সৃষ্টি করেছেন আপাতত:

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী আপাতত :-D

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

নীল আকাশ বলেছেন: ১। এক বিষয়ে (বিয়ে) বার বার লিখলে পাঠক বোর ফিল করবে। আপনাকে টপিক অবশ্যই চেন্জ করতে হবে। দরকার হলে অন্য কোন টপিকের উপর পোষ্ট দিন কয়েকটা।
২। কথোপকথন এর সময় প্রতি লাইনের পর লাইন গ্যাপ দিবেন না। অযথা বড় দেখায়। লেখার ফরম্যাট ঠিক করুন।
৩। অপ্রয়োজনীয় বিষয়ে লিখে গল্পটা বড় করেছেন..... পার্লারে সাজানো এমন কোন বিষয় না যেয়ে টেনে টেনে বড় করবেন!
৪। লাস্টে যেয়ে শুধু আলাদা আলাদা লাইন দিয়েছেন। এই গুলি একই প্যারা তে হবে......এগুলি এখনই ঠিক করে দিন।
৫। প্রত্যেক লেখার নীচে আপনার নাম এভাবে দেবার কি দরকার আছে? ভেবে দেখবেন কি? পাঠক তো জানেই কার ব্লগে পড়তে এসেছে.....

ভালো থাকুন আর শুভ কামনা রইল!



১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী আচ্ছা

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ৷ পার্লারের ব্যাপারটা নিয়ে কথা বাড়ানের কারন সামনের পর্বগুলোতে থাকবে ৷ আশা রাখি তখন সবাই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা ৷

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

হাবিব বলেছেন: নীল আকাশ ভাই অসাধারন পরামর্শ দিয়েছেন....................

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: দেখি সামনে কি হয় ---

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লিখেছেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। :)

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপুনি

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মজাই লাগছে বিয়েটা।

মনে হচ্ছে বরটা ভূত।

দেখি কি হয়।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হুম দেখা যাক কি হয় ৷

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

মাহমুদুর রহমান বলেছেন: লিখাটা বেশ সুন্দর।কিছু কিছু মানুষের নাম শুনলে হাসি পায়।মানুষ একজন নাম একাধিক।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হেহেহে

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: লিংকে ক্লিক করে করে একদম প্রথম পর্বে পৌছলাম। এবং পড়লাম।
এই পর্বে ঢাকা শহরের যানজটের যন্ত্রণার প্রতিচ্ছবি উঠে এসেছে। তবে বিয়েটাও হয়েছে।

সংসার জীবনের গল্প আগামীকাল পড়বো।

+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অসংখ্য ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.