নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

পিশাচ সংসার ( পর্ব ২ )

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

আগের পর্বের লিংকঃ Click This Link

এটা ঘর?? বাসর ঘর?? সিরিয়াসলি?
পুরো ঘর খাট কালো গোলাপ দিয়ে সাজানো ৷ দেখে মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর ৷ শাকিল কি কালো খুব পছন্দ করে? মানলাম করে তাই বলে কালো গোলাপে কেউ ঘর সাজায়? মাই গড ৷
আর এত কালো গোলাপ পেলই বা কোথায়? কালো গোলাপ তো খুব সহজলভ্য ও না ৷ যাই হোক ও আসলেই জিগেস করবো ৷ ভাবতে ভাবতেই চলে এলো শাকিল ৷

-- আপনার সমস্যা কি?
-- কেনো?
-- কালো গোলাপ দিয়ে কেউ ঘর সাজায়? পুরাই ভৌতিক লাগতেছে ৷ আর বিশ্রীও ৷
-- তোমার ভালো লাগেনি?
-- কি করে লাগবে? এর মধ্যে যদি সাপ থাকে বোঝাইতো যাবেনা ফোস করে ছেবল দিবে শুতে গেলে ৷ অথবা যদি কোন পোকা থাকে? ইশ কি রুচি আপনার ৷
-- আচ্ছা তুমি ফ্রেশ হও আমি এর মধ্যে এগুলো সরিয়ে ফেলছি ৷
-- জ্বী প্লীজ
-- ওকে ৷

নাদিয়া শোনো!!

-- আবার কি?
-- আলমারী তে একটা শাড়ী রেখেছি তোমার জন্য ফ্রেশ হয়ে ওটা পরবে প্লীজ?
-- ওলে বাবালে রোমান্টিক বরটা আমার আচ্ছা ওকে ৷

আলমারী খুলেই আমার চোখ কপালে উঠলো ৷ কালো শাড়ী ৷ উফ এই লোকটা নিশ্চিত কালো পাগলা ৷ হঠাৎ খেয়াল করলাম আলমারী তে রাখা দু চারটে ড্রেস বাদে সব কালো ৷ পুরো আলমারী টা অদ্ভুত লাগছে কেমন একটা ভয় করতে লাগলো আমার ৷ তাড়াতাড়ী আলমারী বন্ধ করে ফেললাম ৷
ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম ৷ যা ভেবেছিলাম ওয়াশরুমের সব জিনিস কালো ৷ টাওয়েলটা পর্যন্ত ৷ মহা মুশকিল তো ৷ এই লোকের মাথা খারাপ আমি সিওর ৷
ফ্রেশ হয়ে এসে দেখি পুরো ঘর পরিস্কার ২০ মিনিটের মধ্যে সারা ঘরের ফুল সরালো শাকিল তাও একা? একটা পাপড়ীও কোথাও নেই ৷ যাক ছেলেটা কাজের আছে ৷ ভালই হলো ৷ অলস মানুষ একদমই পছন্দ না আমার ৷

বিছানায় হেলান দিতেই সারা রাজ্যের ঘুম চলে আসলো ৷ একঘুমে সকাল নয়টা ৷ ইশশ ছিহ শ্বশুড় বাড়ীর প্রথম সকাল অথচ এত লেইট করে ফেললাম ৷
তারাতরী উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হতে যাবো তখনই একটা পেরেকের সাথে শাড়ী টান খেলো সেটা ছোটাতে হঠাৎ দেখি বাথরুম সাদায় ঝকঝক করছে ৷
আমি কি রাত কানা হয়ে গেলাম? রাতে দেখলাম সব কালো এখন দেখি সাদা ৷ হায়হায় কানা হয়ে গেছি নির্ঘাত ৷

-- নাদিয়া
-- যাই ৷
ধুরু পরে ভাববো এসব এমনি দেরী করো ফেলেছি যাই আগে ৷
আমি লজ্জায় শেষ প্রথম দিন শ্বশুড় বাড়ীতে ব্রেকফাস্টটাও বানাতে পারলামনা ৷
-- শাকিল আমি অনেক সরি
-- কেনো?
-- প্রথম দিন এতো দেরীতে-----
-- আরেহ কি যে বলো ৷ ক্লান্ত ছিলে এটা স্বাভাবিক এটা নিয়ে আবার সরি বলছে পাগলী মেয়ে ৷
মনে মনে বললাম ইশ আমার বরটা কত্ত ভালো ৷
-- নাদিয়া আমি অফিস যাচ্ছি ৷ বাবার খেয়াল রেখো ৷
-- ওক্কে ডার্কবয় যাও ৷
-- কি?
-- তোমাকে ডার্কবয় ই ডাকবো সারাদিন কালো নিয়েই পরে থাকো ৷ এইযে অফিস যাচ্ছো সব কালো ঘড়িটাও কালো রুমালটা পর্যন্ত কালো ৷
-- হাহাহা ওকে নো প্রবলেম তাই ডেকো ৷ আসি বাই ৷
-- বাই ৷

দেখতে দেখতে আমরা ১ মাস পার করে ফেললাম ৷ বরটা আমার এতো ভালো কি বলবো ৷ আর শ্বশুর বাবার কথা তো কি বলবো সবসময় মামনী ছাড়া কথাই বলেনা ৷ আমার মতো গবেটের ভাগ্যে এত সুন্দর সংসার ছিলো কল্পনাই করতে পারিনি ৷
এটা ভাবতেই হঠাৎ যেনো মনে হলো কেউ কানের কাছে এসে বলে গেলো

" না দি য়া রাত এখনো বাকী"

আমার মাথাটা ঘুরে উঠলো ঠিক তখনি সেই স্মেলটা পেলাম যেটা গাড়ীতে পেয়েছিলাম ৷ আমি আবার মাতাল হয়ে যাচ্ছি ৷ কোনো ভয় করছেনা আর ৷
--মামনি কই তুমি ৷
ঘোর কেটে গেলো আমার তখনই গা কাটা দিয়ে উঠলো আমার, কে বললো কানের কাছে কথা? আর স্মেলটা কই গেলো? আজব তো ৷ এমন হলো কেনো হঠাৎ ???
-- মামনি ৷
-- জ্ব জ্বী বা-বা যাই ৷
গলা শুকিয়ে আসছে আমার ৷ দিন দুপুরে কি সব হচ্ছে ৷


চলবে.....

পরের পর্বের লিংকঃ Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



গল্পের কাহিনীটা পড়লাম। মনে হচ্ছে নতুন প্রচেষ্টা। যত লেখবেন লেখার হাত তত পাকা হবে। তবে একটি কথা না বললেই নয়, লেখতে হলে প্রচুর পড়তে হয়। যারা ভাল গল্প লেখেন তাদের গল্পগুলো পড়ুন, আশা করি উপকৃত হবেন। এছাড়া ব্লগে খুজলে অনেক ভাল গল্প পাবেন, এতে দক্ষতা বাড়বে। এ বিষয়ে আমার এই লেখাটি পড়তে পারেন। আশা করি উপকৃত হবেন। (ধন্যবাদ)

লেখায় বেশ কিছু টাইপো আছে। বানানে আরেকটু মনযোগী হলে ভাল হবে। হ্যাপি ব্লগিং।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অসংখ্য ধন্যবাদ ৷

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: সাথেই আছি, লিখে যান।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ অনেক বেশী

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

মাহমুদুর রহমান বলেছেন: এমন শশুর পাওয়া সৌভাগ্যের ব্যাপার।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: আসলেই তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.