নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন (রম্য গল্প)

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

ম্যাসেন্জারে ঢুকেই দেখি প্রাক্তন বিএফ এর ম্যাসেজ ৷ লিখেছে কেমন আছো তুলিকা?
ম্যাসেজ দেখেই হৃদপিন্ডের গতি বেড়ে গেলো তাহলে কি আজো মনে রেখেছে? সে কি আবার ফিরতে চায়? ভাবতেই আনন্দে চোখে পানি চলে আসার জোগাড় ৷ কিন্তু এই ফিলিংস তো তাকে বুঝতে দেয়া যাবেনা একটু ভাব সাব নিতে হবে ৷ সিন করে রেখে দিলাম ৷ রিপ্লে করার জন্য হাত বার বার মেবাইলের দিকে যাচ্ছে কিন্তু অনেক কষ্টে কন্ট্রোল করে প্রায় দুই ঘন্টা পর রিপ্লে করলাম যদিও দুই দিন পর করা উচিত ছিলো কারণ কথা নাই বার্তা নাই দুই বছরের সম্পর্ক হুট করে কাট করে দিয়েছিলো ৷ তার নাকি রিলেশনশীপের বাইন্ডিংস ভালো লাগেনা ৷ অযথা অযুহাত যাকে বলে আরকি ৷
যাহোক লিখলাম ৷ হুম ৷ তুমি? সে সাথে সাথেই রিপ্লে দিলো আছিহ!

লিখলাম হঠাৎ?
সে লিখলো তুলিকা আমার প্রতি তোমার কোন রাগ নেই তো?
কি বলবো বুঝতে পারছিলামনা এইতো সে ব্যাক করবে করবে ভাব, লিখলাম নাহ রাগ করে কি লাভ আর? পাস্ট ইজ পাস্ট ৷
সে লিখলো আমরা কি ভালো ফ্রেন্ড হতে পারিনা?
আমাকে আর পায় কে ৷ গদগদ হয়ে লিখলাম হুম তা পারি ৷ এমন আরো কিছু কথা সরি টরি বলে সেদিনের মতো বিদায় বললাম ৷
পরের দিন সকালেই দেখি লিখেছে গুড মর্নিং ৷ রিপ্লে করলাম কিছুক্ষন পর আমার ফ্রেন্ডের সাথে একটা ছবি সেন্ড করে একজনকে মার্ক করে বললো তুলিকা এটা কে? আমার সাদা মনে কাদা নাই বললাম বান্ধবী সে তখন বলে কিনা তুলিকা তোমার ফ্রেন্ডকে ভালো লাগে অনেক তুমিতো আমার ফ্রেন্ড প্লীজ হেল্প করো ৷

শয়তান পোলার আক্কেল দেখে আমি বেয়াক্কেল হয়ে গেলাম ৷ ফাজিলে বলে কি?? আমি তার এক্স ছিলাম সে আমাকেই নক করে বলে আমারি বান্ধবীর সাথে লাইন করায় দিতে??? পার্সোনালিটি বলেও তো একটা কথা থাকে ৷ তার মানে আমার সাথে এর জন্যই এতো মধুর সুরে কথা? দাড়া ব্যাটা আমিও কম যাই না ৷ বললাম ওকে আমি ওর সাথে কথা বলবো ৷ এরপর বললাম ওর ফ্যামলি প্রব তো তাই ছবি টবি ফেবুতে দেয়না আমার আইডিতে ওর চেনা জানা কেউ নেই তাই দিসি ৷ এরপর ওর আইডি দিলাম ৷
সাতদিন পর প্রাক্তন ম্যাসেজ দিলো, তুলিকা তুমি ওর কাছে আমার এতো প্রশংসা করেছো? আমি সত্যিই কৃতজ্ঞ তোমার কাছে ৷ আমি আর কি বলবো লিখলাম কি যে বলো! তুমি আসলেই যেমন সেটাই বলেছি তুমি আসলেই ভালো ৷ একমাস দুমাস শুনলাম তারা চুটিয়ে প্রেম করছে ৷ আমিও নিজেকে স্ট্রং করেছি দুর্বল হওয়া যাবেনা কষ্ট পাওয়া যাবেনা সে নির্লজ্জ হতে পারে আমি তো নই ৷
প্রায় ছয় মাস পর প্রাক্তন নক দিয়ে বললো তারা নাকি মিট করবে সো সে খুব নার্ভাস ৷ আমি বললাম আরে কি বলো? এতোদিন কথা বললা চ্যাট করলা নার্ভাস ক্যানো হচ্ছো? যা হবে ভালোই হবে ৷

পরের দিন তারা দেখা করতে গিয়েছে প্রাক্তন খুব আগ্রহ নিয়ে দাড়িয়ে ছিলো এরপর সজল গিয়ে বললো তুমি সেজান না? প্রাক্তন বললো জ্বী আপনি? সজল বললো এতোদিন প্রেম করে এখন চিনোনা তাইনা?? প্রাক্তনকে তাদের সব চ্যাট এবং ফোন কল লিস্ট প্রমাণ স্বরুপ দেখানোর পর যখন সে বুঝলো সে আসলে ফান্দে পড়ে গেছে তখন তার হার্ট এট্যাক হবার জেগাড় ৷ এমন সময় আমি লাফ দিয়ে সামনে এসে একটা ভিলেনি হাসি দিয়ে বললাম,
কি রে সেজাইন্ন্যা গফ পছন্দ হয় নাই? যারে লাইক করছিলি এটা তার ভাই এইটুকুই পার্থক্য বাকী সব একই তো ব্লাড এক ডি এন এ এক চেহারায় ও মিল ৷ প্রাক্তন বললো তুলিকা তুমি এমন করতে পারলা?

আমি বললাম হ রে তোর মতো অকৃতজ্ঞর সাথে এমন করাই যায় ৷ আর তুই তো ওর সাথেই চ্যাট করছোস কথাও বলছোস জাস্ট ও ভয়েস চেন্জার ব্যাবহার করছে বাকী সব তো রিয়েল ভালেবাসাও রিয়েল চল বিয়ে দেই তোদের ৷ প্রাক্তন বুঝে গেছে আমার মাথার তার ছিড়েছে সে আর আজ রক্ষা পাবেনা তাই দিলো ভো দৌড় আহারে বেচারা! তারে দেখে করুনা হচ্ছিলো আর আফসোস হচ্ছিল সেই মেয়েটার জন্য জন্য যে এই বাটপারটার বউ হবে ৷

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

Sujon Mahmud বলেছেন: সত্যি ঘটনা নাকি।আপু!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: না ভাইয়া জাস্ট মাথায় এলো লিখে ফেললাম ৷

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: আপু, মজা পাইছি খুব । হা হা হা ।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হাহা ৷ পড়ার জন্য ধন্যবাদ আপু ৷

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হে হে

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা ৷

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন বাঘা ওল
তেমনি বাঘা তেতুল।
টিট পর ট্যাট।
আপনি পারেন ও

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হে হে হে ৷

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায় না কেন বলুন তো?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: আবারো একচা রম্য দিবো তাতেও যদি না হাসি পায় তবে,মানতে হবে আপনি রোবট -_-

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায় না কেন বলুন তো?

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

লাবনী আক্তার বলেছেন: একদম ঠিক কাজ । মজা পেলাম।

২০০৬/৭ এর ঘটনা মনে পড়ল। আমার এক ফ্রেন্ড এর ফ্রেন্ড এর সাথে এমন একটা ঘটনা ঘটেছিল। তবে সে ভাল ছিল। আমার বন্ধুর সার্কেল থেকে একজন ছেলে মেয়ে হয়ে কথা বলেছিল। তখন অপরিচিত নাম্বার থেকে কল আসলে খুব আগ্রহ নিয়ে সবাই কথা বলত। আর এই আগ্রহ দেখাতে গিয়েই ধরা খেয়েছিল ছেলেটি। যেদিন দেখা করার কথা ছিল সেদিন সব বন্ধুরা গিয়ে সেই ছেলেটির সামনে গিয়ে মজা নিল অনেক এবং সব ভেঙ্গে বলল। কিন্তু সেই ছেলেটার অবস্থা খুব করুণ হয়ে গিয়েছিল। ছেলেটা খুব কষ্ট পেয়ে কেঁদেছিল অনেক। এ ধরনের মজা করাটা তার সাথে একদমই ঠিক হয়নি। যদি সে সুইসাইড করত লজ্জায় তাহলে সবাই সারাজীবন এই দায় বয়ে বেড়াত।

এনিওয়ে, শুভকামনা আপনার জন্য।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী আপনি যেটা বললেন সেক্ষেত্রে আসলেই কাজটা ভাল হয়নি ৷
ধন্যবাদ পড়বার জন্য ৷

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভাল লাগল !!!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকে ৷

১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

হাবিব বলেছেন: খুব খুব ভালো লেগেছে........ শাহবাগের মোরে বাসে বসে বসে গল্পটা পড়েছি............মজা পাইছি...........

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ৷

১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: গতকালই পড়েছিলাম এটা। একটা সময় মনে হয়েছিলো আপনি আমাকে চিনেন। শেষ এসে শুধু পাল্টেছেন! মনে হয়েছিলো প্রতিশোধ। আমার এক্স আজকে আবার আমাকর লিংকটা ধরিয়ে দিলো। তার জন্য এই মন্তব্যটা রেখে গেলাম।

* আমি এখনও তোমার প্রোফাইল দেখি; লুকিয়ে লুকিয়েই ;)
* আমি এখনও তোমার ঐ বান্ধবীকে পছন্দ করি; লুকিয়ে লুকিয়েই ;)
* আমি এখনও ততটাই নিষ্ঠুর, যতটা তুমি নিষ্ঠুর হবার পর হয়েছিলাম ;)
* তোমার বান্ধবী কিন্তু ভাগছিলো আমার নিষ্ঠুর হবার ক্ষমতা দেখে :(

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হায় হায় বলেন কি? যাাক কল্পনার ঘটনা মিলে গেলো তবে ৷ আপনাদের জন্য শুভ কামনা দুজনে আবার এক হয়ে যান ৷

১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: মাথা খারাপ আবার এক হয়ে যাবো? তার বর তাকে পিডাবে; আমার বউ আমাকে!

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হাহা আচ্ছা আচ্ছা বিবাহের পর্যায় শেষ তাহলে তো আর কিছু করার নেই ৷ শুভ কামনা আপনার বউকে নিয়ে সুখী হোন সে তার বর কে নিয়ে সুখী হোক ৷

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
অনেক মজার ছিল =p~

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপুনি ৷

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা


আপুনি!!!!!!!!!


তুমি তো আমার ১ নং ফেভারিট হয়ে গেলে!!!


আমি হাসতে হাসতে শেষ তোমার লেখা পড়ে!!!

আর একদম ঠিক করেছো !!! কথার স্টাইলও এক নম্বর!!!!!

একদম প্রিয়তে!!!!!!!

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: তোমার কমেন্ট পড়ে খুব বেশী ভালো লাগছে আপুনি ৷ অনেক অনেক ভালোবাসা তোমাকে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.