নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

পিশাচ সংসার ( পর্ব ৩ )

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

আগের পর্বের লিংকঃ Click This Link

-- শাকিল ৷ তোমার সাথে কিছু কথা শেয়ার করবো ভাবছি ৷ কিন্তু এসব অতিমাত্রায় হাস্যকর শোনাবে তাই বলিনি ৷ বাট আজ যা হলো এরপর ভাবলাম যাই হোক তোমাকে বলা উচিত ৷
-- কি আজব নাদিয়া ৷ তুমি আমার বউ ৷ তুমি আমাকে সব টপিকেই বলতে পারো এতো ব্যাখ্যা দিয়ে ফরম্যালিটিস করছো কেনো?
-- আসলে শাকিল ৷ আমি হঠাৎ করেই কিছু একটার স্মেল পাই ৷ আর তখনই নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি ৷ আমি বুঝি ফিল করি কিন্তু এমন একটা ঘোরের মধ্যে চলে যাই বুঝেও কোনো কথা বলতে পারিনা ৷ একবার হলে কথা ছিলো এই নিয়ে চারবার এটা হলো ৷
-- কি বলো সিওর কোনো স্মেলেই এমন হয়?
-- হ্যাঁ আমি সিওর ৷ আবার মাসখানেক আগে মনে হলো কানের কাছে এসে কেউ কিছু একটা বলে গেলো ৷ যানি এটা শুনলে সবাই হাসবে ৷
-- না না নাদিয়া আমি বুঝতে পারছি তোমার প্রবলেম ৷ তুমি বলো আর কি হয়েছে ৷
-- আজকে মুরগী কাটছিলাম হঠাৎ মাথাটা কাটতে গিয়ে ছিটকে গেলো ৷ আমার একটু সামনেই পরলো আমি ওটা আনার জন্য উঠলাম উঠেই দেখি নেই ৷ এটা কিভাবে হয় বলো? আমি স্টিল ওখানেই আছি বেড়াল বা কিছু টেনে নিয়ে গেলে তো দেখতে পেতাম ৷ সারা ঘর খুজেও আমি ওটা আর পেলামনা ৷ সব মিলিয়ে আমি খুব অস্বস্তিতে আছি ৷
-- কি বলো? তোমার এমন প্রবলেম হচ্ছে আগে কেনো শেয়ার করোনি?
-- আসলে আমি নিজেই সিরিয়াসলি নেই নি কিন্তু আজকের ব্যাপারটার পর একটু ঘাবড়ে গেছি ৷
-- ওকে ৷ তুমি সারা দিন একা বাসায় বাবাও তো ক্লাবে ফ্রেন্ডের বাসায় যায় তোমার দিন একাই যায় হয়তো তার জন্য ৷
-- শাকিল আমারও তাই ধারণা ৷ আমাদের বাসায় যিনি কাজ করেন তার মেয়ে আছে আমি বললেই পাঠিয়ে দিবে ওকে আনি? আমার সঙ্গীও হবে কাজেও হেল্প হবে ৷
-- আচ্ছা তাহলে কথা বলো ৷

রাতে খাবার সময় শাকিল আমাকে বললো
নাদিয়া এটা কি?
আমার চোখ ছানাবড়া ৷ আমি সিওর মুরগীর মাথা আমি খুজে পাইনি রান্না করা অসম্ভব কিন্তু শাকিল তো মুরগীর মাথা চামচে নিয়ে দিব্যি ধরে আছে ৷
আমি কি এতবড় মিস্টেক করলাম সত্যি? না এটা হতেই পারেনা ৷ কিন্তু কি বলবো এখন?

-- নাদিয়া দেখো হয়তো তুমি ডিপ্রেশানে আছে তাই এসব ফিল করছো প্রমাণ তো নিজেই পেলে ৷
-- হুম হতে পারে ৷

আজ শুক্রবার আজও শাকিলের কাজে যেতে হলো কি যে মেজাজ খারাপ হচ্ছে ৷ বাবা নাকি তার ফ্রেন্ডের বাসায় লাঞ্চ করবে তিনিও নেই ৷ তাও ভালো আমাদের বুয়ার মেয়েকে এনেছি ৷ বোরিং লাগবেনা নিশ্চই ৷
-- ময়না একটা ন্যকড়া আর ঝাড়ু আনো তো দেখি আজ সব পরিস্কার করবো ৷ তুমি স্টোর রুমটা খোলো ওটা আসার পর পরিস্কার করিনি ৷ আমি আসছি ৷
-- আপু তালা দেয়া তো ৷
-- আচ্ছা দাড়াও চাবি ঘরেই আছে ৷
তালা খুলেই আবারো চমকে গেলাম ৷ পুরো রুম বোঝাই করা কালো গোলাপ ৷ এগুলো কি বিয়ের গোলাপগুলো? যদি তাই হয় এতো টাটকা কিভাবে হবে? আর তা না হলে এখানে এতো গোলাপ কীভাবে আসবে কে রাখবে? কিছুই বুঝতে পারছিনা ৷
আমার সত্যিই এখন খুব বিরক্ত লাগছে এসব ৷ কালো রংটাই যেন অসহ্য হয়ে যাচ্ছে আমার কাছে ৷ এমনিতে কালো রং সুন্দর তাই বলে জামা কাপড় থেকে শুরু করে চেয়ার টেবিল, বিছানার চাদর, এমন কি চিরুনীটাও কালো রংয়ের হলে যে কেউই বিরক্ত হবে ৷
আজ শাকিলকে বলবো সব কালো সরাতে হবে ৷ তখনই আবারো কেউ যেনো বললো

" পা র বে না স রা তে"
আর কিছু মনে নেই!!:

-- নাদিয়া ঠিক আছো?
-- আ আমার কি হয়েছিলো?
-- তুমি নাকি মাথা ঘুরে পরে গিয়েছো ময়না আমাকে ফোন দিয়ে ডাকলো ৷
-- ওহ ৷
এক সপ্তাহ হলো আর অদ্ভুদ কিছু ঘটছেনা ৷ সব নরমাল আছে ৷ আমি আগের ব্যাপারগুলো আর মনে করিনা মনে আসলেও এড়িয়ে যাই ৷ কারণ আমি বুঝতে পারছি সব আমার মনের ভুল ৷ কিন্তু ওই কালো গোলাপগুলো,,,
উফ আবারো ভাবছি?? না না ভাববো না কাজে মন দিতে হবে ৷
অনেকদিন নিউজ দেখা হয়না ফেবুতেও ঢুকিনি তেমন, সংসার নিয়েই থেকেছি ৷ দেশের নাগরীক হিসেবে দেশের পরিস্থিতি তো জানা উচিত ৷
নিউজ চ্যানেল দেখেও শান্তি নেই রাজনৈতিক মারামারি, এই নেতা খুন ওই নেতা খুন এগুলোই ঘুরে ফিরে ৷ এমনিকি সবাই সিরিয়াল দেখে? এইসব সেম সেম ঘটনা প্রতিদিন ঘটে আর বিজ্ঞাপন তো মাশআল্লাহ শুরু আছে শেষ নেই ৷

আহা কি সুন্দর নিউজ, দুই নেতা খুন, এক্সিডেন্টে নিহত, নৌকাডুবিতে নিহত, রেহিঙ্গা নিহত, পার্লার কর্মীর রহস্যজনক মৃত্যু ৷ সব নিহত আহতের খবরে ভরা ভালো কোনো নিউজই নেই খেলার নিউজটাই মনে হয় একটু ডিফরেন্ট
আচ্ছা ওই মহিলাকে চেনা চেনা লাগছে কেনো? আরেহ এইতো সেই বাচাল মহিলা ৷ ও মা উনি মারা গেলো কীভাবে? ইশ মহিলার জন্য খারাপ লাগছে বাচাল হলেও সুন্দর সাজাতেন ৷ এটার বিস্তারিত দেখতে হবে খবরে তো ঠিকভাবে দেখতে পেলাম না ৷
ফেবুতে পাবো নিশ্চই ৷ পার্লার কর্মীর মৃত্যু লিখে সার্চ করলাম ৷ হুম একটু নিচেই পেয়ে গেলাম ৷ ছবিও এড করা দেখছি ৷ ফেবুর সুবাদে এখন লাশের ছবিও পাওয়া যায় ৷ ইশ মহিলাটার ঘাড়ের কাছে রক্ত কেউ ঘাড়ে আঘাত করেই মেরে ফেলেছে ৷ নাহ আর দেখা যাবেনা ৷ শেষে ভয় লাগবে এমনিতেই যথেস্ট প্যারা আছে আমার ৷ হোম বাটন টাচ করে ডাটা অফ করতে যাবো তখনই মনে হলো আমি কিছু একটা দেখলাম মহিলার পাশে ৷

আবারো ঢুকলাম ৷
আরেহ একটা কালো গোলাপ টেবিলে রাখা ৷ সাইড থেকে পিক তোলায় মহিলার ঘরের টেবিলটা পিকে উঠেছে ৷ কেমন যেনো অদ্ভূত লাগলো ব্যাপারটা ৷ কালো ব্যাপারটা আমার সামনেই বার বার কেনো পরছে? আর এই মহিলা এই কালো গোলাপ ৷ আমাকে কি কিছু ইঙ্গীত দিচ্ছে???


চলবে......



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: বাস্তব ধর্মী লেখা। চলুক।
শাকিল আর নাদিয়ার জন্য শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

মাহমুদুর রহমান বলেছেন: লেখা সুন্দর হচ্ছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

Sujon Mahmud বলেছেন: চলুক

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ৷

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: আজ দুপুরে এই গল্প পড়ে আমি ভীষন ডরাইছি :-&

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: এ তো ভীষণ চিন্তার বিষয়

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী আপনিও

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

কাতিআশা বলেছেন: ভয় পাইছি!....সিরিয়াসলী!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: আরোও ভয় সামনে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.