নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

পিশাচ সংসার ( পর্ব ৪ )

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

আগের পর্বের লিংকঃ Click This Link

আজ খুব বাজে একটা ব্যাপার হলো ৷
গরম পানি করে আনতে গিয়ে বাবার সাথে আচমকা লেগে পানি বাবার পায়ে পড়েছে একটু ৷ বাবা একটু ধমক দিয়েছে ৷
আমারই তো দোষ আমি ওই মহিলাকে নিয়ে ভাবতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেছিলাম ৷ তার জন্যই বাবাকে খেয়াল করিনি ৷ ইশ কি হয়ে গেলো ধ্যাত ৷

-- বাবা আসবো?
-- এসো ৷
-- সরি বাবা ৷ আমার জন্য....
--না না সমস্যা নেই এটা একটা মিস্টেক যাস্ট ৷
-- তবুও ৷ আপনাকে মুভ লাগিয়ে দেই একটু ৷
বাবার ড্রয়ার খুলতেই দেখলাম একটা কালো গোলাপ ৷ বাবার ড্রয়ারে এটা দেখে একটু অবাক হলাম আমি ৷
-- বাবা আপনি কি কালো গোলাপ পছন্দ করেন?
-- ম মানে? কেনো?
-- ড্রয়ারে দেখলাম ৷

বাবা কথাটা শুনেই হন্তদন্ত হয়ে ড্রয়ার খুললেন ৷ ওনার চোখ মুখ ভয়ে শুকিয়ে গেলো ৷
আমি কি করবো বুঝতে পারছিনা ৷ বাবাকেই জিগেস করলাম ৷

-- বাবা কি ব্যাপার? কোনো সমস্যা?
-- মামনি এর আগে কখনো কালো গোলাপ দেখেছো এই বাসায়?
-- বাবা কি যে বলেন বিয়ের দিন তো আমার ঘরটাই কালো গোলাপে ভরা ছিলো ৷ সেদিনও স্টোর রুমে দেখলাম ৷ কিন্তু কালো গোলাপ কে আনে? শাকিল?
-- কি বললে? তুমি এত কালো গোলাপ দেখেছো? তাও এই বাসায়?

এবার আমার ভয় লাগতে শুরু করলো ৷ বাবা এমনভাবে বললেন যেন উনি জানেনই না কিন্তু ঘর সাজানো হলে কি দিয়ে সাজানো হলো এটা বাবা জানবেনা তা কি করে হয়?
-- হ্যাঁ বাবা দেখেছি ৷ কিন্তু কেনো বাবা? কি হয়েছে?
-- তুমি শাকিলকে বলেছো এই ব্যাপারে?
-- না বাবা ৷
-- মামনি ৷ এই কালো গোলাপের প্রতিকার তুমি তাই তুমি এত গোলাপ দেখেও কিছু হয়নি ৷
-- বাবা কি বলছেন কিছুই বুঝতে পারছিনা ৷
-- মামনি তুমিই পারবে এসব থেকে শাকিলকে মুক্তি দিতে ৷
-- মানে? কিসের মুক্তি? বাবা? বাবা?

বাবা আর কিছু বলতে পারলেননা ৷ তিনি তখনই ব্রেইন স্টোক করেন ৷ হসপিটালে নিলাম কিন্তু বাবাকে বাঁচানো গেলো না ৷ আমার খুব কষ্ট হচ্ছে ৷ কেনো ভাবে আমিই কি বাবাকে মানষিক প্রেশার দিয়ে মেরে ফেললাম?
মাঝে তিনমাস পার হয়ে গেলো ৷ বাবার বলা কথাগুলো আমার মনে পরে এখনো কিন্তু শাকিলকে কেনো যেন বলতে ইচ্ছে করেনা ৷ কি বলতে চেয়েছিলো বাবা কে জানে ৷
ময়নাও বাড়ীতে গেছে একা বাসায় খুব বোরিং লাগে ৷

কাজে ব্যাস্ত থাকলে একটু ভালো লাগবে ৷ আলমারী খুলে সব কাপড় নামালাম ৷ আলমারীর ভেতর মুছে ন্যপথলিন দিলাম ৷ এখন কাপড়গুলো ভাজ করে রেখে দিবো ৷ আমার ডার্কবয়ের সব ডার্ক ডার্ক কাপড় ৷
কাপড়ের ভেতর থেকে একটা ছোট্ট লক ডায়েরী পেলাম ৷ বলা বাহুল্য এটাও কালো রংয়ের ৷

পরের পর্বের লিংকঃ Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: অপ্রয়োজনীয় কথা বার্তা বেশি।

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!

আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি!!!!!!


মজাদার ভূতের গল্প !!!!!!!!!!


এটাও প্রিয়তে রাখতে হবে মনে হচ্ছে!!!!!!

তাড়াতাড়ি শেষ করো!!!! :)




রাজীবভাইয়া কিচ্ছু বলবানা!!!!!!!!!!!!! খবরদার!!!!!! X(( সব কথাই ঠিক আছে !!!!!!! :)

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: খুব ভালো লাগলো শুনে আপুনি ৷

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:


পর্বগুলো আস্তে আস্তে ডানা মেলা শুরু করছে। চলুক পিশাচ সংসারের চাকা। শুভ কামনা রইলো।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকে,৷

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপুনি ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.