নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩



একটা চিঠি লিখবো
যেটার আনাচে কানাচে থাকবে
শুধু তোমার অভিযোগ গুলো!!!!
আমার কাছ থেকে তোমার
না পাবার সব অভিযোগ,

অভিযোগগুলো লেখার পর
বেনামে তোমার কাছে পাঠাবো
তুমি মিলিয়ে নিও সব ঠিকঠাক
আছে কিনা ৷

আমি জানি তুমি আমাকে ছাড়তে
ব্যাস্ত হয়ে পরেছিলে,
আর তাই তোমার অভিযোগের পাল্লাটা
দিনদিন ভারী হচ্ছিলো ৷
শেষ পর্যন্ত তুমি পেরেছোও আমার
বাঁধন থেকে মুক্ত হতে ৷

যখন থেকে ভালোবাসতে শিখেছি
তোমাকেই ভালোবেসেছি ৷
কিন্তু দেখো যখন ভাবলাম তোমার চোখে
এক ফোটা জলও আসতে দেবোনা
ঠিক তখনই তুমি আমাকে জানান দিচ্ছিলে
তোমার চোখের জলের কারণটাই
নাকি আমি ৷

যখন থেকে ভাবলাম তোমার হাসিটা
ধরে রাখবো আজীবন
তখনই তুমি বোঝাচ্ছিলে তোমার হাসিটা
ছিনিয়ে নিচ্ছি আমি ৷

যখন থেকে ভাবলাম তোমার স্বপ্নগুলোকে
বাস্তব রুপ দিয়ে আগলে রাখবো
তখনই বলে দিলে তোমার স্বপ্নের
বাঁধা নাকি আমারই দেয়া ৷

আর কি বলবো বলো???
বুঝে তো গেলামই তুমি মুক্তি চাও
তা না হলে সব হ্যাঁ গুলো কেনো না হবে??

দোষটা আমারই,
আমিই হয়তো তোমার মনের মতো
হতে পারিনি,
পারিনি তোমাকে বুঝতে
যার পরিণাম আজ তুমি আমার
পাশে নেই ৷

তাইতো আজ লিখতে বসেছি
হিসেব মেলাতে বসেছি
সত্যিই কি কিছুই পারিনি???

উত্তরটা তুমিই ভালো বলতে পারবে হয়তো ৷

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার দাঁতগুলো কি উঁচুনীচু?

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: কেনো বলুন তো?

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

ব্লগার_সামুরা বলেছেন:

বাহ!!! বাহ বাহ!!! দারুণ!!!!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ ৷

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। ভালো চিঠিতে মুগ্ধকর প্রেম।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন্যবাদ। ভা‌লো থাকুন সব সময়। সুন্দ‌রের প্রত্যাশায়।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:






অভিমান এবং আক্ষেপে পোড়ানো কবিতা।
ভাল লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

তারেক ফাহিম বলেছেন: পেত্নি আক্ষেপগুলো পড়লাম।

সরল ভাষায় অভিযোগগুলোও শুনলাম।

কিন্তু আসামীরে পাই কই ? B-)

আর গাজি ভাই সম্ভবত আপনার মুখে হাত দেখে কথাটি বলল X((

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: আসামী জেলে হেহেহে ৷ ওহ আচ্ছা হতে পারে ৷

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ কম।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: এর চেয়ে বেশী আবেগ নেই আমার কাছে হে হে হে

৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি আমার মন্তব্যের রিপ্লে দেন না কেন?

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: কই আপনার মন্তব্য? এটাই তো করলেন আর তো দেখছি না ৷

৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুমু,
আমি তোমার আগের পোস্টেও মন্তব্য করেছি, সেখানে সবার মন্তব্যের প্রতিউত্তর দিলেও আমারটার দেওনি! আমি মোটেও রাগ করিনি, কারণ ব্লগে কেবল আমিই তোমাকে তোমার নিজ নামে ডাকি ;) :)

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: কখনোই না আমার স্পস্ট মনে আছে আপনার রিপ্লাই আমি লিখেছিলাম ৷ তবে নেট প্রব করে হতে পারে রিপ্লাই টি সাবমিট হয়নি আমিও খেয়াল করিনি ৷ আন্তরিকভাবে দুঃখিত ৷

১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: ++++ B-)

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: + নম্বর দিলেন কি?

১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিঠি! আহা! চিঠি লেখা তো আজকাল প্রায় সবাই ভুলেই গেছে। আপনার চিঠি দেখে আমারও কোন একটা চিঠির কথা মনে পড়ে গেল। উপযুক্ততা পেলে হয়ত চিঠিটা পোস্টও করে দেব।

চিঠি পড়ে কিছু কষ্টের ছোঁয়া পেলাম।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: আসলেই আজকাল চিঠি ব্যাপারটা আর নেই অথচ এই জিনিসটাতেই সত্যিকারের অনুভূতির স্পর্শ পাওয়া যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.