নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

হেরে গেলো কে তবে??

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩


আমিও চেয়েছিলাম একমুঠো মেঘে
ভাসমান সৌন্দর্য হতে,
শুভ্রসাদা মেঘের তুলিকায়
আঁকা থাকবে আমার শুভ্র হাসি,
চেয়েছিলাম কখনোবা দুর পাহাড়ের
নাম না জানা পাহাড়ী ফুলের মত মাতানো
রং আর সুবাস হতে,
দুরে দুরে বহু দুরে থেকেও
সেই সুবাসে তুমি খুজে পাবে আমাকে ৷
আবার সমুদ্রের ঢেউয়ের
উন্মাদনা হতে চেয়েছিলাম আমি,
যেখানে লুকোনো থাকে হাজার
হাসি হাজার কান্না, যার অস্তিত্ব
কেউ জানেনা,
সব জেনে নিরব সাক্ষী থাকে
শুধুই সমুদ্রের ঢেউ ৷
আমি চেয়েছিলাম বৃক্ষের
উদারতার মাঝে নিজেকে বিলীন করতে,
ভেবেছিলাম সবুজ রংয়ের মাঝে গভীর হবে
প্রানোবন্ত জীবন ৷

আমার চাওয়াগুলো অবাস্তব ছিলো
যার বাস্তবতা ঘিরে ছিলে তুমি ৷
তবে তুমি বুঝিয়েছো আমার চাওয়াগুলো
"অপরাধ"
আমার ক্ষুদ্র প্রয়াসের বিনিময়ে
দেখিয়েছো নির্মমতা ৷
তবে তাই হোক; তাই ই মেনে নিয়েছি ৷
জিতে গেছো তুমি তোমার নির্মমতায় ৷
জিতে গেছি আমি আমার সমস্ত চাওয়া
জলাঞ্জলী দিয়ে তোমার ভালোবাসায় ৷
সত্যি করে বলো তো,
হেরে গেলো কে তবে???

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সত্যি করে বলো তো, হেরে গেলো কে তবে???
........................................................................
এই আমি, তুমি ও সে

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হুম

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

করুণাধারা বলেছেন: কে হারলো জানিনা, কিন্তু এই কবিতা অনেকেরই মন জয় করবে জানি। যেমন আমার করেছে :)

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: খুব খুশী হলাম ভালো লেগেছে জেনে ৷ ধন্যবাদ আপনাকে ৷

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসার হারজিতের হিসেব বাদ দিয়েও অনায়াসে বলা যায়, আপনার কবিতার জিত হয়েছে। খুব ভালো লাগল।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অনেক বেশী ধন্যবাদ আপনাকে ৷

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

আকিব হাসান জাভেদ বলেছেন: ভাসমান সুন্দর্য ক্ষণস্থায়ী । ভালোবাসা কখনো ভাসমান হয় না । তবে আপনার ভালোবাসার প্রাণ আছে । সুন্দর কাব্য উপস্থাপনা ।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অনেক ধন্যবাদ ৷

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


লাইন বাড়ছে কবিতায়, অনুধাবন বাড়ছে না

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: যাকে সত্যিকার ভালবাসা যায় সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না।।
-কাজী নজরুল ইসলাম

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী ঠিক

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

অয়ি বলেছেন: কবিতার চাওয়াগুলো সুন্দর। কিন্তু পাওয়া হয় না। ঘুরেফিরে স্বপ্ন দেখা পর্যন্তই।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: সেটাই স্বপ্ন পর্যন্তই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.