নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

কিছুটা ভালোবাসা আর কিছুটা অবিশ্বাস;

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫


সেদিন তোমার নিরবতায় সম্মতি ছিলো
আমাকে যে ভালোবাসো না তার প্রমাণ ছিলো ৷
সেদিন তোমার চোখ মায়াহীন ছিলো,
মায়া কাটিয়ে চোখজোড়া বলছিলো মুক্তি দাও আমাকে ৷
আমি দিয়েছি মুক্তি;
যা আমার নয় তাকে শেকল পরিয়ে কি লাভ?
সেদিন তুমি শুধু একটা সম্পর্ককে ভাঙ্গোনি,
তার সাথে মাটিচাপা দিয়েছো অজস্র অনুভূতি ৷
তোমার শত সহস্র কবিতার কোথাও
এতটুকু ঠাঁই দাও নি সেদিন ৷
তোমার সবটুকু জুড়ে তো আমার থাকবার কথা ছিলো,
তোমার খোলা জানালার দমকা হাওয়াটা তো
আমার হবার কথা ছিলো,
তোমার চোখের মলিন সরলতা তো
আমার হবার কথা ছিলো ৷
কিন্তু তুমি পারোনি পুরোটা দিতে ৷
তবে দিয়েছো, কিছুটা ভালোবাসা আর কিছুটা অবিশ্বাস ৷
এক সুতোয় বেঁধেছিলে ভালোবাসা আর
অবিশ্বাসের বাঁধন ৷
যা একসময় ছেড়বারই ছিলো ৷
তবে যেদিন সেই কিছুটা ভালোবাসাও
মিথ্যে করে চলে গেলে ৷
সেদিনই বুঝেছি, কাউকে ভালোবাসলে
পুরোটা বাসতে নেই, কিছুটা রেখে দিতে হয়;
পরের আঘাতগুলো সামাল দেবার জন্য ৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: তোমার শহরের চাঁদ টা কাল রাতে....
আমার ব্যালকনিতে ছিল ।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: বাহ বিষয়টা ভালো ৷

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতা পাঠে ভাল লাগলো। +++

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

নীল আকাশ বলেছেন: কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে। - হুমায়ূন আহমেদ ।
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা রইল।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হুমায়ুন স্যারের সব কথাগুলো কেনো যানি বাস্তব ৷ ধন্যবাদ ভাইয়া ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.