নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পই জীবন ৷ জীবনই গল্প ৷

ইরাবতী (ভূতের পেত্নী)

তোমার প্রাণের পরে ঠাই দিও একটুখানি, আমি প্রাণ ভরে শ্বাষ নিতে চাই তোমার মাঝেই ৷ তুমি মানেই আমি আমি মানেই তুমি ৷

ইরাবতী (ভূতের পেত্নী) › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ একজন মোটা বউ এবং অতঃপর..

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

তার সাথে যখন আমার প্রেম হয় তখন ও কি দেখে আমার প্রেমে পড়েছিলো জানিনা ৷ আমি তেমন সুন্দর না দেখতে ৷ এরপর সম্পর্ক যত গড়ায় সে আকার ইঙ্গিতে বোঝায় আমার ফিটনেস ঠিক করতে হবে ৷ আমি মোটা হয়ে যাচ্ছি
সে মশকরার ছলে হলেও আমাকে বোঝাতো তার চিকন মেয়ে পছন্দ ৷
কোনো মেয়ের চেহারা খারাপ হলেও বলতো মেয়েটা সুন্দর ৷ যদি বলতাম কি বলো? কি দেখে মনে হলো? ও বলতো দেখো স্লিম অনেক ৷ তখন বুঝতাম কি বোঝাতে চাইছে সে ৷ কিন্তু কখনো সরাসরি বলেনি আমাকে ৷
সম্পর্কে অনেক ঝামেলা থাকলেও আমরা শক্ত ছিলাম ৷ ছেলেটা ভালোবাসতো আমাকে এটা সত্যি ৷ এরপর বিয়ের সময় এসে পরলো যখন ও আমাকে তখন সরাসরি বলে দিলো দেখো একটু ব্যায়াম করো স্বাস্থ্যটা একটু যেনো কমে ৷ আমার বাসা থেকে দেখতে যাবে বুঝতেছোনা একটু সেরকম হতে হবে

এক
সেদিন বুঝলাম ওর পছন্দটা কিছুই না স্লিম হওয়াটা জরুরী ৷ তা না হলে তো ওকে মানুষ বলবে হাতী বউ এনেছিস ৷ যাহোক শুরু করালাম ব্যায়াম, ডায়েট ৷ কমলামও একটু, কিন্তু শরীর খারাপ হয়ে গেলো অনেক ৷ তবুও স্ট্রং থাকার চেষ্টা করতাম ৷ তারপর আবার আমি খুব একটা ফর্সা না এটা নিয়েও সবার একটু সমস্যা হলেও বিয়েটা হলো ৷

এরপর কিছুদিন ডায়েট মানলেও পরে আর মানা হচ্ছিলোনা সংসারের কাজ সবমিলিয়ে ব্যায়াম ডায়েটের সময় বা ইচ্ছেও ছিলোনা ৷ হয়তো চেষ্টা করলে পারতাম আমিও চেষ্টা করিনি কারণ দুর্বল হয়ে যায় শরীর ৷ আবার মোটা হয়ে গেলাম ৷ জামাই আমাকে উঠতে বসতে বলতেই থাকতো হাতীর মত শরীর ৷ একদিন দেখি বাড়ির লোক ও আমাকে নিয়ে হাসছে ৷ আমাকে নাকি ট্যাবলেটের মতোন লাগে ৷ আমাকে দেখেই সবার কথা বন্ধ হয়ে গেলো ৷ জামাই আমার খুব উপভোগ করছিলো এসব ৷

দিন দিন আমি যেনো তার কাছে পা থেকে মাথা পর্যন্ত আস্ত হাতীই হয়ে যাচ্ছিলাম ৷ আমার দিকে ভালো করে তাকিয়েও দেখতো না ৷ আমার কোন অভাব ছিলোনা ৷ সে কখনো কোন ব্যাপার নিয়ে আমার সাথে ঝগড়াও করতোনা কিন্তু সে আমাকে জাস্ট রিসপন্সেবলটি থেকে হয়তো তার সাথে রেখেছিলো ৷ আমার দোষ একটাই আমাকে আকর্ষনীয় লাগেনা মোটা বলে ৷
একদিন তার জন্য সেজেছিলাম তার প্রথম কথা ছিলো শাড়ীটায় মানাচ্ছেনা আরো বস্তার মতো লাগছে ৷ মেনে নিয়েছিলাম সেদিনও ৷

দুই
কিছুদিন হলো জামাই আমার খুব বউ ভক্ত হয়ে গেছে ৷ সেলফি তোলে আমার সাথে ; প্রশংশা করে ৷ কারণ একমাস হলো আমি অনেক শুকিয়ে গেছি ৷ এখন আমি যাই করি তার তাই ভালো লাগে সুন্দর লাগে ৷ মনে মনে অনেক খুশী হতাম যাক পেরেছি তাহলে ৷
দিন গড়ায় ফিটনেস একদম স্লীম ৷ কিন্তু আমি যে অনেক অসুস্থ বোধ করি এটা তাকে বুঝতে দেইনা কারণ এতদিন পর সে আমাকে চোখে হারায় এটা আমি বজায় রাখবোই ৷
একদিন হঠাৎ করেই এত অসুস্থ হলাম সুস্থ থাকার নাটকটা আর করতে পারলাম না ৷

হসপিটালে যাওয়ার পর ডাক্তার কিছু টেস্ট দিলো ৷ এরপর মেডিসিন দিয়ে ছেড়ে দিলো ৷ কিন্তু আমি একেবারেই দুর্বল ৷ ও আমাকে বললো বুঝেছি চিকন হতে ডায়েট করেছো তাই এত খারাপ অবস্থা ৷ আর করা লাগবেনা হইসে অনেক ৷ এরপর আবারো অনেক অসুস্থ হলাম ৷ ডাক্তারকে ও বললো দেখেন ডায়েট করে কি অবস্থা করেছে ৷ ডাক্তার আমাকে বললো কতদিন হলো ডায়েট করছেন আর খাবার ম্যানু কি কি খান?

আমি বললাম আমি তো ডায়েট করিনা স্যার ৷ বরং আমার খেতেই ইচ্ছে করেনা একাই এভাবে ওজন কমেছে ৷
ডাক্তার শুনে বললেন আর কোন প্রবলেম ফেস করেছেন? বললাম হ্যাঁ জ্বর আসতো আবার কিছুক্ষন পরেই ঠিক হতো আর অনেক দুর্বল মাথা ঘোরে ৷ ডাক্তার বললেন এতদিনে ডাক্তার দেখিয়েছেন? বললাম না দেখাইনি ৷ উনি আবার কিছু টেস্ট দিলেন রিপোর্ট দেখার সময় আমার হাজবেন্ডকে ডাকলেন ৷ জামাই আমার বিষন্ন মুখে বের হলো ৷ বাসায় গিয়ে অস্বাভাবিক আচরণ করছে সে ৷ জিগেস করলাম কি হয়েছে? আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না ৷

জানলাম আমার কোলন ক্যান্সার ৷
কোথায় যেনো পরেছিলাম ডায়েট ছাড়া বা অকারণে ওজন কমে যাওয়া কোলন ক্যান্সারের লক্ষণ ৷ আজ বুঝলাম কেন এভাবে শুকাচ্ছিলাম ৷
সে আমাকে বড় বড় ডাক্তার দেখালো কিন্তু আমার সময় শেষ ৷
ক্যান্সার জিনিসটা এমনিও শেষ দিকে ধরা পরে, তার ওপর আমি কখনো শরীর খারাপটা প্রাকাশ করিনি যে ডক্টর দেখাতে আসবো ৷
একদিন তাকে ডেকে বললাম এরপর স্লিম ফিগার কাউকে বিয়ে করবে ৷ সে অঝরে কাঁদছে বলছে তুমি পৃথিবীর সবচেয়ে মোটা হও তবুও আমার তোমাকেই লাগবে ৷ প্লীজ আমাকে ছেড়ে যেও না ৷
বুঝলাম ছেলেটা আসলেই ভালোবাসে আমাকে ৷ কিন্তু তাকে ভালোবাসবার জন্য সময়টা যে আমার নেই ........


এপর্যন্তই লেখা ছিলো নীরার ডায়েরীতে ৷ তার ১৫ দিন পরেই নীরা চলে যায় সাজ্জাদকে ছেড়ে ৷ আজ সাড়ে পাঁচ বছর পর সাজ্জাদ লেখাটি পরছে ৷ অঝোড়ে কাঁদছে সে, হয়তো দোষটা তারই হয়তো না পুরোটাই তার দোষ, নীরা অসুস্থ থাকলেও বুঝতে দিতোনা কারণ সে সাজ্জাদের ভালোবাসা চাইতো ৷ যদি সাজ্জাদ মোটা মোটা না করতো হয়তো এসব হাইড থাকতোনা চিকিৎসা করলে নীরা ভালো হয়ে যেতো ৷ কিন্তু সুযোগটাই যে হলোনা ৷ কিছু ভুলে সাজ্জাদের কাছ থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে গেলো নীরা ৷

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা !

হারিয়ে গেলে পরে ভালবাসা বোঝা যায়!

গল্পে +++

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: আসলেই তাই!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিয়োগান্ত গল্প।
চোকের কোনটা ধরে আসলো।
ভালো লাগলো পেত্নি আপনার
চমৎকার গল্পটি। শুভে্চ্ছা রইলো।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকে ৷

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ওমেরা বলেছেন: এটা কি আগেও পোষ্ট করেছিলেন ? মনে হয় পড়িছিলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ব্লগে প্রথম তবে ফেবুতে বিভিন্ন গ্রুপে দিয়েছিলাম ৷

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অপ্‌সরা বলেছেন: গুড....

এই লেখায় ফিনিশিং আছে...

আমি তোমার লেখার ফ্যান হয়ে গেছি কিন্তু ইরাবতী আপুনি!!!! :)

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপুনি ৷

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: দো আ পড়লেন যে

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

শৈবাল আহম্মেদ বলেছেন: পৃথিবীর সকল মানুষেরই অনুভূতি ও জ্ঞান আলাদা ও ভীন্ন। ফলে প্রত্যেকেই তার নিজের মন মতো করে ছাড়া ভাবতে পারেনা। হয়ত সেই ভাবনা কারো সাথে আংশিক মিলে গেলেও পুরোপুরি মেলেনা এবং সেই ভাবনায় যত এগিয়ে যাওয়া যায় তত বেশি আবার অমিল হতে থাকে। এখানে চেহারাও আপেক্ষিক-ভালবাসাও আপেক্ষিক।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী ঠিকই ৷

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভালবাসা মোটা চিকন বা লম্বা দেখে হয় না ।

এটা অনুভুতির বিষয়

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: জ্বী হয়না জানি ৷ আবার হয়ও ৷

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেদনাদায়ক গল্পটি পড়ে মনে হলো প্রেম ভাল বাসার কাছে শরীরের গঠন মূখ্য নয়। তবে সময় জ্ঞান থাকা চাই।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: একদমই তাই ৷

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ট্র্যাজিক টাইপ....
ভালোই মনে হলো....

তা কেমন আছো ভূতের পত্নী থুক্কু পেত্নী B:-)

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকে ৷ জ্বী ভালো আপনি?

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝখানের টুইস্টটা গল্পটাকে সার্থক করে দিল। আমি ভেবেছিলাম, গতানুগতিক গল্পের মত প্রেগনেন্টের নিউজ পাবে...

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হুম চেস্টা ছিলো হালকা আলাদা দিকে টানার ৷

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ভালো আছি B-))

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: শুভ কামনা

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: ছেলেগুলো কেন এমন হয় :( ভালোবাসা চায়না, এটা চায় ওটা চায় । ভালোবাসা না হলেও চলবে যেনো' কিন্তু বাকিসব না হলে চলবেনা

লেখাটি পড়ে মন খারাপ হয়ে গেল আপু।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: তারা এমনটাই ভাবে কিন্তু হারিয়ে ফেললে হারে হারে বোঝে আপু ৷

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল নীরার ডায়েরী। ট্র্যাজিক গল্প পোস্টে প্লাস।++

শুভেচ্ছা রইল।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অসংখ্য ধন্যবাদ ৷

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ শিক্ষামিূলক গল্প। খুব ভাল লিখেছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: অনেক ধন্যবাদ ৷

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
গল্পটা ভালো লাগলো। চমৎকার ঘটনা। পড়তেও খুব সাবলীল মনে হয়েছে.......
কোন গল্পের মাঝে হঠাৎ লোকেশন বা ঘটনা বা থীম চেন্জ হলে সেটা আলাদা আলাদা প্যারা করে দিবেন। এতে পাঠক পড়তে যেয়ে হুট করে হোচট খাবে না। আপনার এই গল্পে এটা যেমন হবে......
এক
সেদিন বুঝলাম ওর পছন্দটা কিছুই না......

দুই
কিছুদিন হলো জামাই আমার খুব ...

আর নীচে সমাপ্ত লেখা মনে হয় দরকার নেই। দিন দিন আপনার লেখা ভালোই পূর্ণতা পাচ্ছে। গল্প লেখার নিয়ম গুলি মেনে লিখুন দেখবেন আরও চমৎকার হবে। মনে হচ্ছে শিঘ্রীই ব্লগে আমরা খুব ভালো একজন ছোট গল্পের লেখিকা পাবো!
আপনার আরও দুর্দান্ত সব লেখার পড়ার অপেক্ষায় রইলাম........।

আপনার লেখার হাতের জন্য শুভ কামনা রইল!

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: পাশে থাকবেন প্লীজ ৷ ভুল ধরিয়ে দেন বলেই হয়তো একটু হলেও পারছি ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

নীল আকাশ বলেছেন: আলাদা আলাদা প্যারা করে দিন, যে ভাবে বলেছি। আমি দেখতে চাচ্ছি কেমন লাগে.........আমার ধারনা খুবই দারুন হবে।
আরও দুইটা কথা বলতে ভূলে গিয়েছিলাম।
১. এটা গল্প আর গল্প পোষ্ট দিলে হেডিং এর শুরুতে গল্প নাম দিয়ে লিখবেন। যেমন আপনারটা হবে-
গল্প - একজন মোটা বউ এবং অতঃপর.. / গল্পঃ একজন মোটা বউ এবং অতঃপর..
২. প্রতিটা কথোপকথন এর শুরুতে - / হাইফেন দিয়ে শুরু করবেন। এভাবে-
-ভালো আছি।
-আপনি কেমন আছেন?
[যদিও আপনি এখানে কোন কথোপকথন ব্যবহার করেন নি তারপরও বললাম আপনার পরবর্তি লেখার জন্য।]
খুব ভালো হতো যদি আপনি আমার শেষ লেখা গল্পটায় দেখে আসতে পারেন! সেখানে সব কিছু দেয়া আছে....বুঝতে কোন অসুবিধাই হতো না। আমি বেশ কয়েকজন নিয়ে কাজ করেছি। আপনারও হবে। শুধু ধৈর্য্য আর শেখার ইচ্ছা দরকার।
শুভ কামনা রইল!

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ঠিক আছে ভাইয়া এডিট করছি ৷

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০

লকি বলেছেন: আপনার লেখাটা পড়ে চোখের কোণাতে পানি চলে আসলো...

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য আপু ৷

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

পলাশবাবা বলেছেন: ভালো লিখেছেন। তবে পাঠক হিসেবে পড়ার ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে।
প্রথমত আমি আকাশ ভাইয়ে সাথে একমত। আপানার লেখা সাবলীল । কিন্তু সময়ের জাম্প টা বোঝানোর এক , দুই , তিন পয়েন্ট করে দেয়া টা ভাল হবে। না হলে পাঠক হিসাবে আমার মনে হয়েছে .।.। কিছু মিস করলাম নাকি .। বা মাঝখানের অংশ কৈ ?

আমি আপনার গল্পের ম্যাসেজ টা কি বুঝি নাই ? কারন যা বুঝলাম তা ঠিক বাস্তবসম্মত না। শেষ অংশ পড়ে মনে হয়েছে চাপে পরে ডায়েট আর এক্সসারসাইজ করার কারনে কোলন ক্যান্সার হয়েছে। কিন্তু বাস্তবে ডায়েট আর এক্সসারসাইজ কোলন ক্যান্সাররোধে সহায়তা করে। আমার মতে রোগটা মানসিক হলে ঘটনা বাস্তবসম্মত হত।

যতি চিহ্ন ব্যবহারের কিছুটা ত্রুটি আছে। ২ লাইনের শেষ অংশে "আমি মোটা হয়ে যাচ্ছি সে মশকরার ছলে হলেও আমাকে বোঝাতো তার চিকন মেয়ে পছন্দ। " না লিখে "আমি মোটা হয়ে যাচ্ছি, সে মশকরার ছলে হলেও আমাকে বোঝাতো তার চিকন মেয়ে পছন্দ। "। আবার ২১ নং লাইনের প্রথম অংশে একই সমস্যা। - এভাবে লিখলে পাঠকের পড়তে সমস্যা হয়।
ভালো থাকবেন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: ধন্যবাদ আপনাকে ৷ আমার ম্যাসেজ সেটা ছিলোনা যে ডায়েটের জন্য এটা হয়েছে ৷ আমার ম্যাসেজ ছিলো, স্বাভাবিকভাবেই নীরার অসুখটা হয়েছিলো হঠাৎ ই কিন্তু তার শরীর খারাপ লাগলেও সে ডক্টরেের কাছে যায়নি বা হাসবেন্ডকে জানায়নি ৷ তার ধারণা ছিলো থাক এভাবেই হাসবেন্ড হ্যাপি থাকছে ৷ কিন্তু সে যদি ডক্টরকে দেখাতো হয়তোবা কিছু হলেও হতে পারতো ৷ মোট কথা হাসবেন্ডের মন পাবার আশায় সে শরীর খারাপের ব্যাপারটা শেয়ার করেনি ৷ কথা এটাই দৃষ্টিভঙ্গি চেন্জ করলে অনেক কিছুই সম্ভব হয় ৷ বাস্তবে ঠিক এমনটা না ঘটলেও প্রথম দিকের ঘটনাটি অনেক হয় ৷

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

নীল আকাশ বলেছেন: উঁহু আপনি ভূল করেছেন। শুরুতে কেন এক দিয়েছেন। কখনোই গল্পের শুরুতে এক , দুই , তিন পয়েন্ট দিবেন না। প্রথম অংশ হবে আপনার গল্পের ভূমিকা। পলাশ ভাই যা বলেছে - সময়ের জাম্প টা বোঝানোর এক , দুই , তিন পয়েন্ট করে দেয়া টা ভাল হবে। না হলে পাঠক হিসাবে মনে হবে কিছু মিস করলাম নাকি বা মাঝখানের অংশ কৈ ?
আমি তো বলেছি কোন জায়গার আগে এক হবে।
এক
সেদিন বুঝলাম ওর পছন্দটা কিছুই না......
- ঠিক এখানেই সময়ের জাম্পটা হয়েছে। ভালো করে দেখুন গল্পটা তো আপনিই লিখেছেন.........
তিন ইচ্ছে করলে দিতেও পারেন বা না দিতেও পারেন।
আপনি খুব ভালো হতো আমার শেষ গল্পটায় একবার চোখ ঘুরিয়ে আসতে পারলে...হাতে কলমে বার বার দেখাতে হতো না।
একটু কষ্ট করুন, এটা একবার শিখে গেলে আর কোনদিন ও ভূল করবেন না......
বিরক্ত করছি নাকি? ভূল বুঝবেন না.......
ধন্যবাদ।


১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: মোটেও বিরক্ত করছেননা বরং আমার ভালো লাগছে ৷ জ্বী আপনার গল্পটা একটু আগে পড়েছি ৷

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

টারজান০০০০৭ বলেছেন: সারছে ! 'মোটাকে মোটা বলিও না ', সেইটাতো বুঝিলাম , কিন্তু কি বলিতে হইবে ? স্বাস্থ্য ভালো ? :D

জেনরে আর ক্যাটরিনা হইতে বলা যাইবে না দেখিতেছি !! :(

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: মোটাকে মোটা বলা যাবেনা তা গল্পে বলিনি যা বলেছি তা বুঝতে আরো একবার পড়ুন ৷ ধন্যবাদ

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

আমি ৎৎৎ বলেছেন: গল্পে ভাল লাগা রেখে গেলাম।


ভাল থাকুন, সবসময়।

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেদনাময় জীবনের গল্পটা ভাল হয়েছে।

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



ভূতের পেত্নীর গল্প লেখার হাত ভাল। এভাবে লিখতে লিখতে এক সময় পাকা লেখক হবেন। কমেন্টের সাজেশনগুলো মনযোগ দিয়ে দৃষ্টিপাত করলে গল্প লেখার হাত আরো পাকবে। শুভ কামনা রইলো।

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: কিছু ভুল করা ভুল বোঝার পরিণাম বেদনা দায়ক :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.