![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক দলের সদস্যদের মাঝে কথোপোকথনঃ
দলনেতাঃ সুমন এবং রবি, তোরা শোন- আজ তোদের হাতের ও পায়ের রগ কেটে দেবো আমরা, এর বিনিময়ে তোরা প্রতিজন ৪ লাখ টাকা পাবি, বল রাজি?
সুমন ও রবিঃ বস, আমরা রাজি, নেক্সট কি করতে হবে বলেন বস?
দলনেতাঃ প্রথমত তোদের শরীেরের যে টুকু ক্ষতি হবে তার চিকিৎসার ব্যাবস্থা নেব দ্রুত, এনিয়ে ঘাবড়ানোর কিছু নেই।
সুমন ও রবিঃ ওকে, নো প্রবলেম বস।
দলনেতাঃ এবার তোরা সবাই শোন, এটা কেন করা হবে, দোষ কার হবে, মিডিয়া কি বলবে সব আমরা একপা প্লান অনুযায়ী এগুবো। কাজ করবো আমরা আর মিডিয়া দোষ দেবে অন্যজনের। কারণ প্রশাসন, মিডিয়া সবই আমাদের হাতে, তাই তোরা কোন চিন্তা করবি না, শুধু একটু কষ্ট হবে আর কি! আর সার্বক্ষনিক সেবার ব্যাবস্থা তো থাকছেই।
তো ব্যাস, এবার সবাই কেটে পড়, কাল দুপুর ১২ টায় একশানে যাব।
সাবাইঃ ওকে বস, আপনি যা বলেন তাই হবে,
জয় বাংলা।
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২১
বাংলার নেতা বলেছেন: ঘটনার পেছনে আরও ঘটনা আছে, যা পূর্বপরিকল্পিত ছক করাই আছে!
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৬
ভুয়া প্রেমিক বলেছেন: এই ঘটনাকে পুজি করে একটি বিশেষ দলের একাধিক সদস্যকে কথিত বন্দুক যুদ্ধে হত্যা