![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব মা দিবস
মা, মা রব চারিদিকে
টিভি, প্রত্রিকা, বল্গ, ফেসবুকে
সর্বত্র, সবখানে
সারা বাংলাদেশ, সারা বিশ্ব
অথচ কারো কারো সেই
মমতাময়ী মা পড়ে আছে
কোন বৃদ্ধাশ্রমে
একাকী, নিসংঙ্গ
খবর নেবার নেই কেউ
কি লাভ তবে মা দিবস
যেখানে বিভিন্ন সিরিয়ালে চলছে
মা অথবা শ্বাশুরীর বিরুদ্ধে কুৎসা রটনা
বউ,বউদি রা যাচ্ছেতাই বলে যাচ্ছে
অপরাধী শুধু মা
এটাই কি তবে মা দিবস
এক দিনের জন্য
মায়া,মমতা, সমবেদনা
অথচ সারাবছর কষ্টে আছে মা
খোজ নেবার নেই কেউ
না এভাবে হবে না
হবার নয়
যদি না পাল্টে ত্যাগের অনুভুতি
যাদি না পাল্টাই আমরা
যদি না বুজি মায়ের ত্যাগের কথা
তবুও মা কিছু বলে না
অঝোর ধারায় অশ্রু ফেলে
কিছুই বলে না ছেলে বা বউ কে
তার পরও আদরে আগলে রাখে
পরিবারের সাবাইকে
সত্যিই কি মমতাময়ী মা
পৃথীবিতে আর কোথাও পাবে না
এমন নিঃসার্থ ভালবাসা
প্রেম, আদর, আন্তরিক টান
মা, কতই না মমতাময়ী
হবে না এই ঋণ শোধ কোনদিন
মা, সে তো কোন প্রতিদান চায় না
তাঁর দান অপার অসীম
সারাজীবন সন্তানের জন্য
দিয়েই যাবে আপ্রাণ
১২ ই মে, ২০১৪ সকাল ১১:৫৭
বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩
আহমেদ রশীদ বলেছেন: কিসের মা দিবস? আমরা মুসলিম আমাদের মায়ের প্রতি ভালোবাসার কোন ঘাটতি নেই। এটা পশ্চিমাদের কালচার । মায়ের প্রতি ভালোবাসা কি একদিনের জন্য????? পশ্চিমারা কুত্তাকে কোলে নিয়ে বাচ্চাকে হাঁটায়ে নিয়ে যাই, তাই তারা এই মা দিবস পালন করুক। আমরা করব না কারণ আমরা মুসলিম।
১২ ই মে, ২০১৪ সকাল ১১:৫৯
বাংলার নেতা বলেছেন: ঠিক বলেছেন! মা দিবসের দরকার নাই! আমরা সারা বছর মা কে ভালবাসি তাই ভাল!
৩| ১৩ ই মে, ২০১৪ রাত ২:৫৭
পংবাড়ী বলেছেন: মা দিন গেলো, বাবা-দিনের জন্য কিছু লিখুন।
১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৩০
বাংলার নেতা বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ সকাল ৭:৩৫
পংবাড়ী বলেছেন: মোটামুটি