নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

১০০ মাসে ১০০ কোটি টাকা ইনকামের গল্প!

২৩ শে মে, ২০১৪ রাত ১০:৩৬







প্রায় বিশ বছর আগের ঘটনা। এক দেশে ছিল এক মধ্যস্ত কারবারী ব্যবসায়ী, মানে দালাল টাইপের! তার কাজ ই ছিল এক জনের কথা একজনের কাছে কেনা বেচা করা। আর মাঝখান থেকে ফায়দা উঠানো। তার ফায়দা টা যখন হাসিল হতো তখন তার আশেপাশে যারা কাজ করত তাদের সাথে বেঈমানীকরে পালিয়ে যেত! যাই হোক এটা গেল তার চরিত্রকথন। সে এভাবেই ব্যবসা চালিয়ে আসছিল! যেখানে একটু টাকার আভাস পাইতো তখনোই বলতো যে, এবার আমি একশ মাসে একেশো কোটি টাকা কামাবো। তারে অবশ্য অনেকেই কয় যে, " আদার ব্যাপারী হয়ে জাহাজের চিন্তা করে" কিন্তু এর পরেও তার চোখে কোন সরম লেহাজ বলতে কিচ্ছু নেই। যখন বলতে থাকে তখন আর থামে না। মানে একশ মাসে একশ কোটি টাকা কাময়েই ছাড়ব। এর কয়েক বছর পরে সেই ব্যবসায়ীর নাম নিশানা পর্যন্ত পাওয়া যায় নাই!



তাই আমি কই, আরে বাবা আমার যা আছে তা নিয়েই শান্তি থাকি না কেরে? আমার আছে এক টাকা আমি দশ টাকার সপ্ন দেখতে পারি , কিন্তু যদি আমি এক টাকা নিয়ে লাখ টাকার সপ্ন দেখি তবে সেটা পাগলামী ছাড়া আর কি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩০

মদন বলেছেন: ডেসটিনি ?

২৪ শে মে, ২০১৪ রাত ১:৩৮

বাংলার নেতা বলেছেন: এটা কোন প্রতিষ্ঠানের ভাষ্য নয়, এটা একজন ব্যাক্তির ভাষ্য! তবে ২০ বছর আগের কথা টা রুপক অর্থে ব্যাবহৃত!






মন্তব্য করার জন্য থ্যংকু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.