![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এমন হয়
শামসউদ্দিন হাওলাদার
=======================================
কেন এমন হয়, মানুষ ধোঁকা দেয় মানুষকে
নিজের স্বার্থের জন্য খুব দ্রুত পল্টি নেয়,
পরের জীবন যেখানে যায় যাক
পরোয়া কিসের! আমরা তো কিছু না!
হায়রে মানুষ, হায়রে মানবতা
অর্থ যেখানে মূল বিষয়,
এই অর্থের জন্যই কতো অকারণ
দুঃখ দুর্দশা, সবার।
নাহ, আমি এমন জীবন চাই না,
আমি চাই, এমন একটা জীবন
এমন একটা সমাজ, যেখানে..
থাকবে, পরোপকারী, থাকবে
সহমর্মিতা, সহযোগিতা
থাকবে, অপদে পাশে দাড়াবার
মন-মানষিকতা!
মিলেমিশে থাকব সবাই,
থাকবো সাবাই সুখে,
নিজের সুখ বিলিয়ে দিব
অসুখিদের কাছে।
©somewhere in net ltd.