নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতার বড়াই

০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৫

আমি প্রধানমন্ত্রী আমিই দেশের কর্ণধার

আমাকে রুখবে কে, এমন সাধ্য কার?

আমার ছায়ায় চলে কত স্বনামধন্য গডফাদার

যা ইচ্ছা তাই করবো আমি দেশটা আমার বাপদাদার ।



বাজেট পেশ করলাম এবার নিজের সংসদে

জনগণে করব শোষণ আমায় ধরবে কোন আপদে?

দেশ আমার মাটি আমার অন্যায়কারীর বিপদে

জনগণ মরে মরুক রুখবো তাদের স্বপদে।



আমি বলি থাকবে নাকো এই ক্ষমতার বড়াই

করবো আমি বড়াই যত কে করবে লড়াই?

আমি বলি এই ক্ষমতা, যশ সুনাম ক্ষনস্থায়ী সবই

এই ধরনী ক্ষনস্থায়ী রইবে নাতো কেহই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৩

কালের সময় বলেছেন: আপনেি সব মন্ত্রী হোলেউ কিনতু ভাইস চেয়রম্যন হোতে পারেন নাই
ভাইস চেয়ারম্যন কিনতু আমি ।

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪০

বাংলার নেতা বলেছেন: একটু ক্লিয়ার করে বলবেন, কি বোঝাতে চাচ্ছেন?

২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: সতর্ক থেকেন। গুম হওয়ার সম্ভাবনা আছে আপনার।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:০৪

বাংলার নেতা বলেছেন: অসম্ভব কিছু না!





মন্তব্য র জন্য ধন্যবাদ!

৩| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:০৬

কালের সময় বলেছেন: মিয়া ভাই বেশি ক্লিয়ার বুজাতে গেলে পরে আপনি আমি আমরা অনেকেই গুম হয়ে যাবো ।
সেই কারনে কিনতু আগেই সতর্ক করে দিয়েছে আমাদের নাহিদ ইসলাম ৩৫০ ভাই ।

৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০১

বাংলার নেতা বলেছেন: অ, তাইলে আর কিছু কমু না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.