নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামের জন্য নগ্নতা!!! ( পোষ্টটি আঠারো প্লাস হতে পারে)

২৫ শে জুন, ২০১৪ রাত ১:৩৯

.

.

.

.

.

.

.

.

.

.

.









ক. নরেন্দ্র মোদীর প্রচারনার জন্য মডেলের নগ্ন ফটোসুট!



খ. জাপানে লিঙ্গ উৎসব!



গ. হলিউডের খ্যাতিমান নায়িকার নগ্ন অবস্থায় দৌড়!



ঘ. নিউজিল্যন্ডে ৫০০ দম্পতির নগ্ন সাতার!



ঙ. জার্মানীতে নগ্ন প্রতিবাদ!







এবার মূল লেখায় আসাযাক। আমরা সবাই জানি মধ্যযুগ ছিল সবচেয়ে খারাপ যুগ। সে যুগে মানব সমাজ তাদের মনুষত্ব্য হারিয়ে পশুতে পরিনত হয়েছিল! সে সমাজে খুন, রাহাজানি, হত্যা, কন্যাসন্তান জীবন্ত দাফন, চুরি-ডাকাতি, লুটতরাজ, অস্বাভাবিক যৌনতা, ইতাদি কুকর্মে লিপ্ত ছিল। মোট কথায় মানুষ তার আসল পরিচয় হারিয়েছিল!



ঠিক কয়েকশত বছর পর আজ আমরা আবার সেই সমাজ, সেই মানুষ দেখতে পাচ্ছি! বর্তমান সমাজে মানবসমাজ সভ্য মানুষ সেজে যা করছে তা উপরের কুকর্ম গুলোকেও হার মানাবে। সভ্য, প্রগতিশীল, উদার সংস্কৃতিমনা ইত্যাদির বেশে মানুষ সেই মধ্য যুগের নগ্নতায় প্রবেশ করছে। যা মানব সমাজের জন্য একটি সু সংবাদ নয় বটে?



এই দু যুগের অবস্থা বিশ্লেষন করলে আমরা বলতে পারি, মানুষ তার পার্থিব স্বার্থের জন্য লজ্জা শরম, মান সম্মান সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র টাকা উপার্জনের পেছনে লেগে পড়েছে! যা মানুষের আসল বৈশিষ্টের পরিপন্থি। আমি হলফ করে বলতে পারি যারা এমন কর্মের সাথে যুক্ত আছে তাদের সবকিছুই থাকতে পারে, কিন্তু মনের কোন প্রকার প্রশান্তি তারা পেতে অক্ষম।



সেজন্য আমি বলতে চাই, নগ্নতা মানবজাতিকে শুধু অপমানিতই করে না বরং মানবজাতিকে পশুর চেয়েও নিকৃষ্ট করে তোলে। তাই আসুন আমরা নগ্নতা পরিহার করে উৎকৃষ্ট মানুষে পরিনত হই, তাতেই মিলবে মানব মনের শান্তি, সমাজেও আসবে শান্তি ও স্বস্তি!!!





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ রাত ১:৪৪

আব্দুল্লাহ নাটোর বলেছেন: আপনার কথা কে রাখবে ভাই, ওদের সেই মূল্যবোধ কি আছে এই ?

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

বাংলার নেতা বলেছেন: হয়তো কেউ রাখবে না!

গতকাল ফেসবুকে একটি নিউজ দেখলাম, হলিউডের এক নায়িকা কাপড় কিনতে গিয়ে চেঞ্জ রুম হতে নতুন কাপড় না পড়েই নগ্ন অবস্থায় নাকি সারা শোরুম ঘুরছে! ঐ ঘটনার প্রেক্ষিতেই আমার এই লেখার অবতারনা!

২| ২৬ শে জুন, ২০১৪ রাত ২:৪৩

আব্দুল্লাহ নাটোর বলেছেন: হাঁ আমি ও পরছিলাম ঐ খবরটি

২৬ শে জুন, ২০১৪ রাত ১০:১৪

বাংলার নেতা বলেছেন: হুম..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.