নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

প্রবাসের আশা

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩১

সপ্ন ছিল অনেক বড়
যাব বিদেশ আমি,
আয় করব শত কোটি
বাইক কিনব দামী।

সেই সপ্ন বুকে নিয়ে
পাড়ি দিলাম বিদেশ,
আপন পর সব ছাড়িলাম
ছাড়লাম প্রিয় স্বদেশ।

বিদেশ এসে যা দেখিলাম
বলবো কি যে ভাই,
হাজার হাজার বাঙ্গালীর যে
থাকার জায়গা নাই।

কেউ থাকে দুতলা খাটে
কেউবা থাকে ফ্লোরে,
ঠাসাঠাসি জায়গা যে নাই
এ যে কি হলো রে।

ভাঙ্গল আমার সপ্ন যত
ভাঙ্গল সকল আশা,
প্রবাস জীবন সুখের নয়
সুধুই হতাশা।

আমার দেশের প্রধানমন্ত্রী
আসবে নাকি তবে,
আশায় আছি এইবার কোন
গতি বোধ হয় হবে।




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৬

মন ময়ূরী বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪২

বাংলার নেতা বলেছেন: ধন্যাবাদ!

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

ফারুক৭ বলেছেন: :)

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৩

বাংলার নেতা বলেছেন: :( :( :( :( :( :(

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৮

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো । শুভ কামনা । :)

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বাংলার নেতা বলেছেন: ভাল থাকবেন, সঙ্গেই থাকুন।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২

খেলাঘর বলেছেন:


হতভাগ্য বাংগালীদের তাদের স্বজাতি ক্রীতদাস হিসেবে বিক্রয় করেছে আরবে ও পুর্ব এশিয়ায়।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

বাংলার নেতা বলেছেন: যোগ্য নেতার অভাবে বাঙ্গালীর আজ এই দশা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.