![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যালকুলেটর নিয়ে বসে আছে প্রজন্ম
হিসাব কসে মিলিয়ে দেখছে
দিবা রাতে,
পায়নি কোন সমাধান
তব তাদের সাথে,
খুজেছি অনেক সমাধান
প্রজন্মের কাছে,
স্বাধীনতা আছে হয়তো কোথাও
দেশের কি বা হাল বেহাল
খুজবে কে তাতে,
অনাহারিরা অছে কেমন?
খুজ নেবে কে?
তাই স্বাধীনতার মানে খুজে
পাইনি আমি,
অনেকে হয়তো পেয়েছে
অন্যভাবে,
@ গণকাব্য!
©somewhere in net ltd.