নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসরা০০৭ পাতা

মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা

ইসরা০০৭

বেদনার নীলটূকু লুকিয়ে যত তোমাকে পেয়েছি কাছে তত জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার বিষাদ বিধুর।

ইসরা০০৭ › বিস্তারিত পোস্টঃ

অসীম শূন্যতায় ........

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬



একা একা পথ চলি। চলতি পথে আকাশ দেখি।

আকাশের কাছে প্রশ্ন করি। জানতে চাই কেমন আছ তুমি?



সে উদাস কণ্ঠে বলে নীলটুকু নিয়ে বেশ আছি

মাঝে মাঝে অভিমান জড়ো হয় খণ্ড খণ্ড করে।



এসব আর এমন কি? পাশ কেটে চলে যেও....

আর তোমার

বিশাল বুকে এগুলো খারাপ দেখায় না

বেশ যত্ন নিয়ে তুমি আগলে রাখো।



জানো আমার দুঃখ, ক্ষোভ কিছুই নেই যা আছে অভিমানটুকু

মাঝে মাঝে মস্তিষ্কে অনবরত বেজে যায় কিছু কিছু অভিমানী সুর।

চেনা পথগুলো অচেনায় হারিয়ে যায়

আবার তাকে লালন করে পাথর করি ইচ্ছে মতো বৃষ্টি ঝরাই।



তুমি বৃষ্টি হয়ে আমার সারথী হও আমাকে স্পর্শ করো

আমি শিহরিত হই।

আকাশ হলে বুঝি তেমনটা হতে পার না?



পারব না কেন? এমন বলোনাতো! আমি কি বলেছি একথা?

তুমি যাই কর না কেন আমি দূর থেকে চেয়ে থাকি আর মুগ্ধ হই।



হেয়ালি করোনাতো, আমার এসব ভালো লাগে না।

তুমি বুন্ধুত্বের হাত বাড়িয়ো না কষ্ট পাবে, খসে পড়বে।



আচ্ছা আজ তুমি অন্য পথ দিয়ে কেন? এই পথে তো আসার কথা না।

আমার সাথে রাগ করেছ? নাকি বাড়ি থেকে রাগ করে এসেছ?



তুমি!! তুমি আমাকে খুঁজো না আমি অতলে হারাতে চাই

নিরর্থক ছুটাছুটি ভালোলাগেনা আর তুমি জানই তো...

রোদের কিরণে অন্ধকারের আভায়

ধোঁয়া ধোঁয়া চোখে ক্লান্তিহীন হয়ে এপাশ ওপাশ করি আর তোমাকে ভাবি

কিংবা

তোমার সাথে অনবরত কথা বলি

হৃদয়ের রক্তবিষে শব্দগুলো মিশিয়ে দেই।



হুম জানি বলেই তো খুঁজলাম শত অজুহাত দিয়েও তুমি আমাকে

সরাতে পারবেনা তুমি লুকাতে পারবেনা কিছুতেই।



আমি আর লুকোতে পারলাম কোথায় যখনই একা একা কথা বলি

কেবল মেঘেদের ভেলায় ভাসিয়ে দেই তুমি আগলে রাখ নীলবৃষ্টির জলে।



একটা সময় হয়তোবা তুমি, আমিও হারিয়ে যাবো

অসীম শূন্যতায়!!





















মন্তব্য ৪৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।
++++++++++++++++

প্রথম ভালো দিলাম আপু।অনেক দিন পর দেখা...।কেমন আছেন প্রিয় আপু??


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

ইসরা০০৭ বলেছেন: হুম ভাইয়া অনেক দিন পরে ...

আমি ভালো আছি ভাইয়া ।আপনি কেমন আছেন? কি খবর?

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে মনে থাকবে সব সময়:)
আপনিও ভালো থাকবেন সচরাচর।

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

আশিক মাসুম বলেছেন: অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক দিন পরে তোমাকে খুজে পাওয়া গেল ঈশরা আপু??? কই হাইয়ে গিয়েছিলে???

কেমন আছ তুমি ?


২য় ভাল লাগা জানিয়ে গেলাম :)

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১

ইসরা০০৭ বলেছেন: জী ভাইয়া অনেক দিন পর ব্লগে আসা। কিছুটা ব্যস্ততা...
সবাইকে মিস করি:(

আমি ভালো আছি। তুমি কেমন আছো?
অনেক অনেক ধন্যবাদ
ভালো থেকো সচরাচর:)

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর ইসরা! ব্লগে নিয়মিত হও আবার। প্লাস।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪

ইসরা০০৭ বলেছেন: হুম অনেক দিন পর এলাম ব্লগে। নিয়মিত হতে চাই কিন্ত ব্যস্ততায় দেয়না অবসর।

কেমন আছো তুমি? বাবুটা কেমন আছে?

ভালো থেকো।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

রেজোওয়ানা বলেছেন: ইসরা, অনেকদিন পরে লিখলেন ব্লগে!


শুভেচ্ছা.....

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৭

ইসরা০০৭ বলেছেন: আপু কেমন আছেন? আপনিও অনেক দিন পর আমার ব্লগে আসলেন।

অনেক ধন্যবাদ

ভালো থাকবেন।

৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৮

ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ আপু।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

একজন আরমান বলেছেন:
একটা সময় হয়তোবা তুমি, আমিও হারিয়ে যাবো
অসীম শূন্যতায়!!

কথোপকথন কাব্য ভালো লাগলো আপু।

অনেক দিন পর।
কেমন আছেন?

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

ইসরা০০৭ বলেছেন: হুম.....একটা সময় হয়তোবা তুমি, আমিও হারিয়ে যাবো
অসীম শূন্যতায়!!

অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?

৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০

ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ মুন ভাইয়া।

ভালো থাকুন সচরাচর।

৮| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo kobi

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১

ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

একজন আরমান বলেছেন:
আমিও আছি আলহামদুলিল্লাহ্‌। :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

ইসরা০০৭ বলেছেন: শুনে ভালো লাগলো ভাইয়া:)

১০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

নিমা বলেছেন: আমি আর লুকোতে পারলাম কোথায় যখনই একা একা কথা বলি
কেবল মেঘেদের ভেলায় ভাসিয়ে দেই তুমি আগলে রাখ নীলবৃষ্টির জলে।

একটা সময় হয়তোবা তুমি, আমিও হারিয়ে যাবো
অসীম শূন্যতায়!!

অনেক দিন পর পড়লাম,,,,,
অনেক ভাললাগা আপু.

কেমন আছো?

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৫

ইসরা০০৭ বলেছেন: অনেক ব্যস্ততার পরেও যে তুমি পড়তে পেরেছো সেটার জন্য অনেক ধন্যবাদ আপু:)

আমি ভালো আছি।
তুমি কেমন আছো?
আশা করি বেশ ভালো আছো।
আগের দিনগুলো খুব মিস করি:(

১১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

লেখোয়াড় বলেছেন:
আপনি তাহলে বেঁচে আছেন, এবং ভালই আছেন।
তা সচরাচর থাকুন এ চরাচরে।

মায়াভরা আর আবেগী কবিতাগুলো তাহলে আবার পাওয়া যাবে??

ভাল থাকুন ইসরা আজীবন।

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩০

ইসরা০০৭ বলেছেন: আপনি কি আশা করেছিলেন? বেঁচে নেই! আহারে....

হিহি আমি বেঁচে আছি আপনাদের মাঝে। মাঝে মাঝে এসে দেখবো কেমন আছেন সবাই:)

এ চরে আপনিও ভালো থাকুন সচরাচর।

১২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপুনি!:)

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩২

ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ পরীপু।

কেমন আছেন আপনি?
ভালো থাকুন সব সময়।

:)

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

রেজওয়ান তানিম বলেছেন: বাইচা আছেন দেইখা পুলকিত হইলাম।

কেমন চলে দিন কাল ?

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৬

ইসরা০০৭ বলেছেন: ভাইয়া আপনিও ভেবেছিলেন লেখোয়াড় ভাইয়ার মতো :(( :((

ব্যস্ততার জন্য তেমন আসা হয়না ভাইয়া।
তবুও মাঝে মাঝে দেখে যাই কেমন আছেন সবাই:)
আপনি কেমন আছেন?

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: জানো আমার দুঃখ, ক্ষোভ কিছুই নেই যা আছে অভিমানটুকু
মাঝে মাঝে মস্তিষ্কে অনবরত বেজে যায় কিছু কিছু অভিমানী সুর।
চেনা পথগুলো অচেনায় হারিয়ে যায়
আবার তাকে লালন করে পাথর করি ইচ্ছে মতো বৃষ্টি ঝরাই.।.।.। :)

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০

ইসরা০০৭ বলেছেন: আপু আপনি কেমন আছেন? মন কেমন আছে?
আপনার বাড়ি ঘরের সব জিনিষ পত্র কোথায়?

দোয়া করি সব সময় ভালো থেকো:)

১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। কেমন আছেন? ছবিটা ব্লার।

ব্লগে নিয়মিত হন, প্লিজ। আপনি অনেক ভাল লেখেন।

@রঙ তুলি ক্যানভাস, কেমন আছেন?

সবার জন্য শুভ কামনা রইল।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬

ইসরা০০৭ বলেছেন: আমি ভালো আছি আপু।
আপনি কেমন আছেন? ব্যস্ততা দেয়না আপু অবসর।
তবে মাঝে মাঝে এসে আপনাদের দেখে যাই। ভীষন মিস করি আপু।
ভালো লেখি কিনা জানিনা আপু মনে যা আসে তাই আপনাদের সাথে শেয়ার করি।
আপনার জন্যও শুভ কামনা।
ভালো থাকুন সচরাচর।

১৬| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:৪৯

কালোপরী বলেছেন: :)

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪১

ইসরা০০৭ বলেছেন: :):)

১৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪২

ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

কেমন আছেন?

১৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৭

ক্ষণিকের আগুন্তক বলেছেন: বেশ ভাল।

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪৪

ইসরা০০৭ বলেছেন: ক্ষণিকের আগুন্তকে ক্ষণিকের জন্য দেখে ভালো লাগলো:)

১৯| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৪৩

আল-মামুন-কৌশিক বলেছেন: হেলো খালা...! ;)

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪৫

ইসরা০০৭ বলেছেন: হাই মামা ;) :P

কেমন আছো?

২০| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যালো, কেমন আছেন?

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪৬

ইসরা০০৭ বলেছেন: আমি ভালো আছি আপু।

তুমি কেমন আছো? কি খবর?

আশা করি বেশ ভালো আছো।

২১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

সোহাগ সকাল বলেছেন: চমৎকার লাগলো!

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আম।তুল বলেছেন: নো আমার দুঃখ, ক্ষোভ কিছুই নেই যা আছে অভিমানটুকু
মাঝে মাঝে মস্তিষ্কে অনবরত বেজে যায় কিছু কিছু অভিমানী সুর।
চেনা পথগুলো অচেনায় হারিয়ে যায়
আবার তাকে লালন করে পাথর করি ইচ্ছে মতো বৃষ্টি ঝরাই...+++
কেমন আছেন আপু?

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

বেঈমান আমি. বলেছেন: কই তুমি? :( X(

২৪| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ইসরাপু...আপনারো দেখি খবর নেই.....

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কথোপকথন, সুন্দর কবিতা।
শেষের দুটো লাইন স্পর্শ করে গেল!
কবিতায় ভাললাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.