নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন আর্মি সোল আউটসাইড অব ক্যান্টনমেন্ট। রিজেক্টেড ফ্রম আইএসএসবি ২৫ ইয়ার্স এগো। ইয়েট আই কুড নট ফরগেট আর্মি।

আইএসএসবি

আইএসএসবি › বিস্তারিত পোস্টঃ

BGB OFFICERS : অনেকের ধারণা বিজিবি’র নিজস্ব কোনো ১ম শ্রেণীর গেজেটেড অফিসার নেই। বিজিবি কর্মকর্তা

২২ শে মে, ২০২০ বিকাল ৪:২৫

বিডিআর (BDR) এর নিজস্ব ১ম শ্রেণীর গেজেটেড অফিসার

বিজিবি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সরওয়ার
RDO (43) : Rifles Departmental officer.

( ১১/১১/১৯৫৭ - ০১/১২/১৯৯৫ ) / বর্তমান বিজিবি (BGB)

সামরিক বাহিনিতে

প্রমোশন পেয়ে অফিসারের ব্যাজ পরেন কিন্তু JCO : Junior Commissioned Officer কোড বদলায় না অর্থাৎ অনারারী অফিসার থেকে যান।
বিজিবিতে সামরিক বাহিনির মতো অনারারী নয়।অফিসারের ব্যাজ পরা মানে ১ম শ্রেণীর গেজেটেড অফিসার। JCO code বদলে নতুন কোড , অফিসার কোড বসে। RDO কোড : Rifles Departmental officer.
বর্তমান বিজিবিতে BGDO : Border Guard Departmental officer.
Rules: ১৯৭২ থেকে এখন পর্যন্ত JCO হবার পর লিখিত, মেৌখিক এবং প্রাকটিক্যাল পাস করার পর ৬ মাস আবার ট্রেনিং।Rules: ১৯৭২ থেকে এখন পর্যন্ত JCO হবার পর লিখিত, মেৌখিক এবং প্রাকটিক্যাল
আর ২০১৭ সাল থেকে ল্যান্স নায়েক হবার পর পরিক্ষা দিতে পারেন যদি ডিগ্রি থাকে। এদের ১ বছর আলাদা ট্রেনিং।

তবে ৪৯ বছরেও কেউ কর্নেল পদমর্যাদার অফিসার পর্যন্ত হননি। অবশ্য সিপাহীতে ভর্তী হয়ে আর কতো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ভুয়া মফিজ বলেছেন: প্রথম পাতায় আপনার তিনটা পোষ্ট দেখা যাচ্ছে। প্রথম পাতায় ফ্লাডিং করা ব্লগের নীতিমালার বিরুদ্ধে। এ'জন্যে মডারেটর আপনাকে ব্যানও করতে পারেন। একটা রেখে বাকীগুলো সরিয়ে ফেলুন দয়া করে। একটা পোষ্ট প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতায় চলে গেলে আরেকটা পোষ্ট করবেন।

হ্যাপি ব্লগিং।

২২ শে মে, ২০২০ রাত ১১:১৬

আইএসএসবি বলেছেন: ধন্যবাদ; ব্লগ এর রুল - আমার জানা নাই।
অনুগ্রহ করেবন...২৪ ঘন্টায় প্রথম পাতায় কয়টা প্রকাশ করা যায়?
আর একটা জানার আগ্রহ, একটা পোষ্ট প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতায় কতক্ষণ এ চলে যায়?
আপনার গাইড আমার দরকার...
আবারো ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০২০ রাত ১১:৩০

ভুয়া মফিজ বলেছেন: আপনার এটার মতোই আরেকটা পোষ্টে দেখলাম ব্লগার ইসিয়াক ব্লগ ব্যবহারের শর্তাবলী বিস্তারিত দিয়েছেন। এতোক্ষণে দেখেছেন নিশ্চয়ই।
আপনার একটা পোষ্ট প্রথম পাতায় থাকতে থাকতে আরেকটা পোষ্ট করবেন না দয়া করে। এটা নীতিমালা লঙ্ঘনের সাথে সাথে ব্লগীয় ম্যানারের বিরুদ্ধেও যায়। একটা পোষ্ট কতোক্ষণ প্রথম পাতায় থাকবে সেটা নির্ভর করে অন্যান্য ব্লগারগন কতোটা পোষ্ট করছেন, সেটার উপরে। বেশী পোষ্ট আসলে আপনারটাও দ্রুত প্রথম পাতা থেকে সরে যাবে। তখন আরেকটা পোষ্ট দিবেন।

হ্যাপি ব্লগিং। :)

২২ শে মে, ২০২০ রাত ১১:৪৬

আইএসএসবি বলেছেন: ধন্যবাদ। ভুল ধরিয়ে দিলে উপকৃত হবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.