নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন আর্মি সোল আউটসাইড অব ক্যান্টনমেন্ট। রিজেক্টেড ফ্রম আইএসএসবি ২৫ ইয়ার্স এগো। ইয়েট আই কুড নট ফরগেট আর্মি।

আইএসএসবি

আইএসএসবি › বিস্তারিত পোস্টঃ

২০০৯ সাল ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯!!! ‘‘ তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেক খানি বদলে...গেছো?’

২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১১

কাঁটায় কাঁটায় বেলা ৪টা ৩০ মিনিট।
আজ কি ঈদ? মুসলমানদের সবার জন্যতো খুশি হবার কথা। কিন্তু আমার কেন খুশি লাগছেনা?
পানিয় ছাড়া একদানাও পেটে যায়নি.যদিও খাবার আছে।

২০০৯ সাল ২৫/২৬ ফেব্রুয়ারি!!!
বিডিআর হত্যাকাণ্ড !!! ঐ ঘটনা সবার মনে থাকার কথা না। এটাই স্বাভাবিক।

একবার পাওয়া এক জীবন শেষে হয়ে গেলো নিঃশেষে।
কতগুলো মানুষের জীবন বিপর্যস্থ হলো... কতগুলো পরিবার...পরে রইলো বিভিষিকাময় স্মৃতি...হাহাকার নিয়ে!
আজ তাঁরা কি ঈদের খুশি পালন করতে পারছেন? খাবার থাকতেও খাবার মজা করে খেতে পারছেন?

সেই ২০০৯ সালে ২৭/২৮/২৯ বা ২৮/২৯/৩০ ফেব্রুয়ারি মোটকথা জাতীয় শোক দিবসের ৩ দিন বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল ‘‘ চ্যানেল আই’’ এর ব্যবস্থাপনা পরিচালক ঐ ৩ দিন চ্যানেল আইতে কোন বিজ্ঞাপন চালান নি ; যেখানে একটা চ্যানেল এর মূল আয় বিজ্ঞাপন। কতকোটি টাকা লস করেছেন? টাকার বিনিময়ে জীবন ফেরত আসেনা এটা সত্যি কিন্তু তিনি মানুষের, রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়েছেন। মানবতার বিজয় ছিনিয়ে এঁনেছেন। সমুদ্র তাঁর নিজ রূপ ধারণ করে তাঁর বিশালতা প্রমাণ করে দিয়েছিলেন।

অন্যদিকে এই ২০২০ সালে করোনাকালে কতো পরিবার...একমুঠো খাবারের আশায় পথে পথে ঘুরছে... কেউ লজ্জায় চাইতেও পারছেন না।

আজ কি আমাদের জন্য ঈদ?

‘‘ তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেক খানি বদলে...গেছো?’’





বি:দ্র: অফিস থেকে বাসায় এসে রাত ১০টার দিকে সারা দিনের খাবার খেয়েছিলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ভাই ।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩

আইএসএসবি বলেছেন: ঈদ মুবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.