![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অষ্টপ্রহরের শুরুতে একটা
লালচে পাতা চৌকাঠ ডিঙোলো।
অন্ধকার সবে বেরিয়ে এসেছে।
গায়ে ভীষন শীত মাখা।
উনুনের আঁচে সে আরো যেন হলুদ হলো।
সে কি মরমর মরমর শব্দ,
ঝরা পাতারও যে একটা গল্প আছে।
সিনডারেলার মতো যার এন্ডিং মিলে
যায়নি।
জানলা গলে আলোর কাপে ক্যাফেইন
হাজির।আরো দুদন্ড খোশালাপ।
দুমদাম ব্যস্ততায় সেই পাতাটা পথের ধূলি
নাড়ে।
ওক গাছের কোন বেয়ে সূয্যি মামার
দেখা মেলে।আস্ত কমলা লেপ্টে
দিয়েছে কেউ।
এক গাদা অভিমানে নাকি টুপ করে সরে
গেল।
এই আমার আলসে দিনলিপি।
নিঃশব্দে পাতার ঠিকানা বদলি হলো,নতুন
আস্তানা ওবাড়ির চৌকাঠ।
১৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩২
ইতল বিতল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।